পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সঙ্কটে পড়িল গজ চিস্তে মনে মনে । দারুণ কুঞ্জীর-বন্ধ ছাড়িব কেমনে। ভবভয়-ভঞ্জন প্রপন্ন নারায়ণে । উদ্ধারিতে কে পারিব নারায়ণ বিনে । শ্ৰীহরিচরণে মূঞি পশিমু শরণে। সেই সে করিব নক্রবন্ধ-বিমোচনে ॥ পুরুষ জনমে গজ যে মন্ত্র জপিল । হেনকালে সেই মন্ত্ৰ মনে সঙরিল (১)। সেই মন্ত্র গজেন্দ্র জপিল সাবধানে। বহুবিধ স্তুতি কৈল বিবিধ বিধানে ॥ জগত নিবাস হরি বৈকুণ্ঠে আছিল। গজরাজ-স্তুতিবাণী তখনে শুনিল ॥ সঙ্গে পারিষদগণ গরুড়বাহন। আকাশমণ্ডলে আলি দিলা দরশন ॥ সূৰ্য্যকোটিলম জ্যোতি চক্র ধরি (২) করে। প্রকাশ দিলেন হরি গরুড-উপরে ॥ গজরাজ সম্মুখে দেখিয়া নারায়ণে । চমকিত হৈলা গজ ভয় পেয়্যা মনে ॥ নমো নমো নমো নারায়ণ ভগবান । অখিল জগতগুরু পুরুষ পুরাণ ॥ এতেক বলিয়া গজ যুক্তি কৈলা মনে । কমল তুলিযা করে ধরিল গগনে। এতেক দেখিয়া মাত্র করুণাসাগর। গরুড়ের স্কন্ধ হৈতে নামিলা সত্বর ॥ গরুড় চলিয়। যাইতে হৈব যতক্ষণ । তাবৎ থাকিব মোর ভকত-বন্ধন ॥ এ বোল চিন্ডিয়া হরি নাম্বিলা সত্বরে ৷ নক্র সহ গড়ে ও তুলিলা বাম করে। চক্রে নক্র কাটিয়া গজেন্দ্র উদ্ধায়িলা । ব্ৰহ্মা আদি মুরগণে পুষ্পবৃষ্টি কৈলা ॥ গন্ধ বি কিয়রে গায় নাচে বিদ্যাধর। মুরগণে স্তুতি করে প্রণতকন্ধর । দুঙ্গুতি বাজনা বাজে জয় জয় ধ্বনি। সিদ্ধ বিভাধর মুনি বলে স্তুতিবাণী ॥ চক্রে কাটা গেল যদি দুরন্ত কুম্ভীর । দিব্যরূপ ধরে তবে গন্ধৰ্ব্বশরীর। পুরুব জনমে হুহু গৰ্ব্বন্ধ আছিল। দেবল মুনির শাপে নক্ররূপ হৈল ॥ (>) *ा?ांख्द्र,-"द्युडि श्ल" । (R) •5"-, שזלזןio" | ՎՉց শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ২৯৭ ধরিয়া গন্ধৰ্ব্বরূপ দিব্য কলেবর। প্ৰণাম করিয়া রছে যুড়ি দুই কর। প্রভূর নিৰ্ম্মল যশ গাছ উচ্চস্বরে । প্রদক্ষিণ করিয়া চলিলা নিজপুরে ॥ আজ্ঞা শিরে ধরিয়া গন্ধৰ্ব্বরাজ চলে। বিস্ময় ভাবিষা দেব রহিলা অন্তরে ( ১ ) । গজরাজ বলে তবে প্রভু নারায়ণ। ভকতবৎসল তুমি ক্রমধুসূদন । তোমার কুপায়ে মোর হৈল প্রতিকার। আজি সে খণ্ডিল মোর ভব-অন্ধকার। তবে গজরাণ দিব্য কলেবর ধরে । শঙ্খ চক্র গদা পদ্ম ধরে চারি করে। পুরুবে আছিল গজ দ্রবিড়-ঈশ্বর। ইন্দ্ৰদ্যুম্ন নামে রাজা পুণ্য কলেবর। হরিপরায়ণ রাজা ভকতপ্রধান । সতত গোবিন্দপদ করয়ে সন্ধান ॥ চীর পরিধান শিরে ধরে জটাভার। কুলাচল গিরিতটে রহে চিরকাল ॥ রাr্য পরিচুরি ধরে তপস্বীর বেশ । তীর্থস্নান করি রাজা পূজে হৃষীকেশ। এক দিন কৃষ্ণপূৰ্ণ করে নরপতি। হেনকালে আইল অগস্ত্য মহামতি ॥ শিষ্যগণ সঙ্গে মুনি কৈলা আগমন। উঠিয়া ন কৈল রাজা তার আগমন। কৃতপূজা ছাড়িয়া না কৈল আন চিত্ত। তে-কারণে রাজা না উঠিলা সচকিত। তা দেখিয়া ক্রোধ কৈল মুনি যোগেশ্বর দ্বিজ অবজ্ঞান বেটা কৈল এত বড় ॥ আপনে বৈষ্ণব বেটা এত গৰ্ব্ব ধরে । আমাকে দেখিয়া না উঠিল অহঙ্কারে । মত্ত গজ হেন যেন গজরূপ ধর । আয় যেন গৰ্ব্ব না করিহ এত বড়। এতেক বলিয়া মুনি অগস্ত্য চলিল। ইন্দ্ৰদ্যুম্ন রাজা তবে মনে ভয় পাইল । কুঞ্জরশরীর রাজা মুনি শাপে ধরে। আপনে আলিয়া হরি গজেন্দ্র উদ্ধারে। পুরুব ভকতি তার হইল স্মরণ। গণযোনি পরিত্রাণ পাইল তে-কারণ ॥ গজেক্স-মোক্ষণ করি প্রভু নরহরি। ( s ) ॰irंख्ठितः,-*बििद्व” ।