পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ОФ в মুরাসুর-ক্ৰন্দন দেখিয়া নারায়ণ । গরুড় বাহনে হরি দিলা দরশন। আপনে চাহিলা মূদি অমৃত নয়নে । দেবাম্বর বাচিয়া উঠিল সেইক্ষণে ॥ লীলা করি বাম হস্তে তুলিলা মম্বর। স্থাপিলা মন্দর লক্ষ্যা গরুড়-উপর ॥ স্বরামুরগণ লক্ষ্য চলিলা ঈশ্বর। গরুড় ক্ষীরোদজলে পেলিল মন্দর ৷ আজ্ঞা দিল নারায়ণ গরুড় চলিল । আসিয়া ক্ষীরোদ-তীরে সকলে রহিল ॥ আহবান করিয়া গিয়া বাসুকি আনিল। অমৃতের ভাগ দিব সকলে কহিল। বেঢ়িয়া পৰ্ব্বতরাজে বান্ধিল যতনে। স্বরামুরে করে তবে অমৃত মস্থলে ॥ (১) আপনে ধরিল হরি বামুকির শিরে। সকল দেবতাগণ সেই দিগে ধরে ॥ তা-দেখিয়া দৈত্যগণ বলে কোন বাণী । কপটী দেবতাগণ আমি সভে জানি ॥ লাঙ্গুড় ধরিব আমি তুমি ধর শিরে। তুমি সব বল কিছু না বুঝে অস্বরে। সৰ্পের লেঙ্গুর নাহি ছুয়ে বুধজনে । আমি-সব হয়্যা তাহ ধরিব কেমনে ॥ এতেক বচন যদি বলিল অমুরে। দেবগণ লয়্যা হরি ধরিল লেজুড়ে ॥ তবে দেৰ অমুরে মিলিয়া দিল টানে । অমৃতের লোতে করে ক্ষীরোদ মথনে। পৰ্ব্বত রাখিতে কিছু লা ছিল আধারে । মথিতে মথিতে গিরি পশিল পাতালে ৷ স্বরামুর মেলি কৈল যতন বিস্তর। না পারিল রাখিতে পৰ্ব্বত গেল তল ॥ মনে দুঃখ পেয়্যা দেব-অম্বর বলিল । শিরে হাত দিয়া তবে চিস্তিতে লাগিল । দেখিয়া ঐহুরি তবে স্বজিল (২) প্রকার। জাপনে ধরিল হরি কুৰ্ম্ম অবতার। এৰেশ করিল গিয়া পাতালবিবর। পৃষ্ঠের উপরে ধরি তুলিলা মন্দর ৷ তবে মুরামুরগণে উঠিল আনন্দ । ক্ষীরোদ মথিতে পুন কৈলা অফুৰন্ধ। পৃষ্ঠের উপরে হরি ধরিল মন্দর । স্বরানুর মথে তবে ক্ষীরোদ সাগর। (s) পঠাবর-ক্ষীরোদ মধন”। (২) পাঠান্ডল,-“চিস্তিল" । লক্ষ প্রহরের পথ পৰ্ব্বত বিস্তার ! পৃষ্ঠের উপরে ফিরে বদর আকার । দেরামুরে বাস্বকি ধরিয়া মারে টান । তবে আর কোন বুদ্ধি করে ভগবান । বিষদৃষ্টি করিয়া অমুরবল হবে । দেববঙ্গ বাচাইতে অমৃতবৃষ্টি করে। উপরে পর্বত ধরে আর মুক্তি ধরি । করিয়া সহস্রভুজ বিহরে মুরারি। ব্ৰহ্মা ভব আদি স্তুতি করেন কৌতুকে । পুষ্পবৃষ্টি জয়বাণী হৈল তিন লোকে ॥ সহস্ৰবদন ফণিরাজ বিষানলে । পু৬িয়া অমুরগণে হৈলা হতবলে । বিষজালে হতবল দেখি সুরগণ । মেঘ আনি উপরে করায় বলিষণ ॥ শীতল পবন আনি শরীরে লাগায় । দেবরক্ষা হেতু করে এতেক উপায়। মন্থন করিতে তবে ক্ষীরোদ-সাগর । প্রথমে উঠিল মহা বিষ হলাহল ( ১ ) ॥ মকর কচ্ছপ মীন নানা কলেবর । আকুল সকল হৈল ক্ষোভিত সাগর । উথলিয়া উঠে বিষ জলস্ত আtণল । বিষকণা ছুটাছুটি দেখি ভয়ঙ্কর ॥ ভয় পেয়্যা মুরাক্ষর পলায় অণ্ডলে । আপনেহ প০াইলা ( ২ ) প্রভু দামোদরে ॥ চিস্তিল কোথাতে গেলে হয় পরিত্রাণ । সতেই মেলিয়া গেলা শিবসন্নিধান (৩ } কৈলাস পৰ্ব্বতে শিব আছেন বসিয়া। সিদ্ধসাধ্যগণ আছে শঙ্করে বেঢ়িয়া ॥ হেনকালে মুরাস্বর হেলা উপসন্ন । প্রণাম করিয়া কৈল শিব সম্ভাষণ ॥ বিষ পান করিয়া জগৎ রক্ষা কর। তুমি মহাযোগেশ্বর সর্বশক্তি ধর । ব্ৰহ্মভাবে স্তুতি কৈল বিবিধ প্রকারে । তবে দেবী সঙ্গে কথা কহে মহেশ্বরে । দেখ দেখ পাৰ্ব্বতী বিষম উপস্থিতে । বিকল সকল লোক কালকূটভীতে । দীনপরিপালন প্রভুর প্রয়োজন । পরহিতে দেহ বিত্ত তেজে বুধজন ॥ (১) পাঠান্তর,—“কালকূট ভয়ঙ্কর" । (২) পাঠান্তর,—“এতেক দেখিয়া" । (৩) পাঠাগুর,—“শঙ্করে স্থানে" ।