পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিব্য শরধছু হাখে দিব্য অস্ত্র ধরে । চলিল উত্তরদিগে মৃগ অনুসারে । মেরু নিকটে আছে কান্তিকের বন । তার সন্নিধানে গেলা স্বছায় রাজন ( ১ ) প্রবেশ করিলা মাত্র কীৰ্ত্তিকের বনে । সেইক্ষণে নারীরূপ ধরিল সগণে ॥ লভাই সভারে চাহি চিন্তে মনে মনে ॥ কেন পরবেশ কৈলু হেন দুষ্ট বনে। তবে রাজা জিজ্ঞাসিলা শুকদেব স্থানে । রুষ তাহাতে নারী হয় কি কারণে ॥ মুনি বলে শুন রাজা কহিয়ে তোমারে । পাকবর্তী সহিত ক্রীড়া করে মহেশ্বরে । দেবী দিগম্বরী রহে শিব বিবসনে । হেনকাrল গেলা তথা মহাঋষিগণে ॥ তা-সভা দেখিয়া লজ্জা পাইলা মহেশ্বরী ॥ বস্ত্র পরিধান লাজে উঠে ত্বরাত্বরি ॥ ঋষিগণ লাজ পাঞা কৈলা হেঁট মাথা । সেই মনে গেল নরনারায়ণ যথা ॥ লাজ পায়্যা মহাদেব চিস্তে মনে মনে । হেন কৰ্ম্ম করি কেহ না আইসে এ বনে ॥ আজি তৈতে এই বনে কেহ যদি আইলে । ছাড়িয়া পুরুষ বেশ হৈব নারীবেশে ॥ সেই দিন হৈতে কেহ না যায় তাহাতে। মুদ্যুম্ন প্রবেশ গিয়া কৈল আচম্বিতে ॥ সগণে যুবতীবেশ স্বদ্যুম্ন ধরিল। চন্দ্রের তনয় বুধ হেনকালে গেল ॥ রতিকেলি হৈল তাহা দুহার মিলনে । তাহাতে জন্মিল পুত্র পুরূরবী নামে । স্বদ্যুম্ন চলিয়া তবে গেলা নিজপুরে । কহিল সকল কথা বশিষ্ঠগোচরে । স্বদ্যুম্ন দেখিয়া মুনি চিন্তি মনে মনে । আপনে চলিয়া গেলা শঙ্করের স্থানে ॥ স্তুতি ভক্তি করি শিবে কৈলা আরাধন । শঙ্কর আদরে কৈলা মুনি সম্ভাষণ ॥ মুদ্রামের তরে বর বশিষ্ঠ মাগিল । হৃদয়ে চিস্তিয়া তবে শিব বর দিল । অসত্য নহিৰ কন্তু আমার বচন । স্বদ্যুম্নকে বর দিল তোমার কারণ ॥ এক মাসে নারী হৈব আর মাসে নর। এইরূপ দিলু আমি স্বছ্যমেরে বর। ( ১ ) পাঠাভর,— "फांब नद्विषाप्न गिब्रां धैश्न छेन्नत्र ॥ ঐীকৃষ্ণ-প্ৰেমতরজিণী నిసారి বশিষ্ঠ আসিয়া রাজা মুছায়ে কছিল। তপ করিবারে মুনি তপোবনে গেল। রাজা হয়্যা রাজ্য করে স্বভূক্ষ্য কুমার । পৃথিবী শালিয়া কৈল নিজ অধিকার ॥ এক মাস থাকে রাজা নারী বেশ ধরি। আর মাসে পুরুষ আকার মচাৰণী ॥ এইরূপে কৈল রাজা পৃথিবী পালনে । রাজা দেখি প্রজার সন্তোষ নাহি মনে ॥ তিন পুত্র হৈল তার মহাবলবান । কনিষ্ঠ বিমল গয় উৎকল প্রধান ॥ দক্ষিণ দেশের রাজা হৈল তিনজনে। তবে পুকুরবা পুত্রে ডাক দিয়া আনে । পুত্রে রাজ্য দিয়া রাজা গেল তপোবনে । পুরূবৰা রা5্যপদ করে সাবধানে ॥ এইরূপে যদি বহি গেল চিরকাল । বৈবস্বত মঞ্জু তপ কৈলা আরবার। যমুনার তীরে রাজা গেল নিরস্তর। পুত্র কামে তপ কৈল শতেক বৎসর। হরি আরাধিল রাজা যোগ-সমাধানে । তবে তুষ্ট ছয়্যা বর দিল নারায়ণে ॥ ইক্ষাকু প্রথম রূপ শর্যাতি কুমার । দিষ্ট ধৃষ্ট করুষ নরিব্যস্ত আর ॥ পুষধ, নভগ করি দশ পুত্র হৈল। তবে বৈবস্বত মন্ত্র সস্তোষে রহিল। দশ পুত্র মাঝে নাম পৃষধ যাহার। বশিষ্ট স্থাপিলা তারে করিয়া গোয়াল । গোরু রাখে পৃষধ, কুমার রাত্রিদিনে । বীরাগন ব্রত করি করে জাগরণে ॥ এক দিন ঘোর নিশি রাত্রি অন্ধকারে । এক ব্যাঘ্র প্রবেশিল গোষ্ঠের মাঝারে । চমকিয়া সব গোরু উঠিল তরালে। এক গোরু ব্যান্ত্রে তার ধরিল নির্ভালে ৷ ক্রনন শুনিঞা বীর উঠিল সংর। খডগ ধরি প্রবেশিল গোঠের ভিতর । ব্যাঘ্র বলি কোপ দিল করিয়া সন্ধান। কাটা গেল বাছুর ( ১ ) ব্যান্ত্রের এক কাণ। শবদ ছাড়িয়া ব্যাঘ্র পলাইল ডরে। ( ২ ) পথে পথে রকত পড়িল ধারে ধারে। কাটা গেল ব্যাঘ্র বীর মনে হরষিত । রজনী প্রভাতে বৎস দেখিয়া দুঃখিত। T(s) *কপিলা" হইবে বোধ হয়। (২) শব্দ উঠিল তৰে বাৰ পলায় জরে ।”