পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fড়ন্তীয় অধ্যায় / অম্বরীষ বরে তিন পুত্র জনমিল । বিরূপ প্রধান পুত্র তাহাতে আছিল। বিরূপের পুত্র হৈল পুষদখ নাম । তার পুত্র রথীতর মহা বলবান ॥ রথীতর রাজার অপত্য না জন্মিল। অঙ্গির মুনিরে তবে নিবেদন কৈল । আপনে অঙ্গির মুনি কৈলা গর্ভাধান । জনমিল তার পুত্র দ্বিজের প্রধান ॥ রথীতরবংশ তবে হৈল দ্বিজজাতি। ইক্ষাকু বংশের কথা শুন নরপতি ॥ ইক্ষাকুর পুত্র একশত বলবান। তাহা৩ে বিকুক্ষি নিমি দণ্ডক প্রধান ॥ ইক্ষাকু করিল শ্রাদ্ধ পেয়্যা শুভকাল। ডাকিয়া আনিল তবে বিকুক্ষি কুমার ॥ ংস আনি দেহ তুমি বিলম্ব না কর । আমার বচনে তুমি শীঘ্ৰ করি চল । চলিল বিকুক্ষি তবে তুরিত গমনে। মারিয়া অনেক মৃগ আনিল যতনে । বনে গিয়া বিকুক্ষি ক্ষুধায় দুঃখ পাইল । একগুটি শশ তার আপলে ভক্ষিল ॥ সকল আনিয়া দিল বাপ-বিদ্যমানে । বশিষ্ঠ তাহার তত্ত্ব জানিল গেয়ানে ॥ কেমনে করিৰ যজ্ঞ তুষ্ট মাংস দিয়া । অবশেষ মাংস দিল বালকে আলিএ ॥ এ বোল শুনিএ রাজা বড় ক্রোধ কৈল । দেশে ছৈতে বিকুক্ষিরে দূর করি দিল ॥ ৰাপে যদি তেজিল বিকুক্ষি পাইল লাজ । পুণ্যৰলে গেলা তবে ভকতসমাঝ । ভক্তি উপদেশ পাইল বৈষ্ণবের স্থানে। পুণ্য তীর্থে বিকুক্ষি রহিলা সেই মনে । শশক ধাইয়া নাম শশাদ ধরিল। জগতে শশাদ নাম পরচার হৈল । ইক্ষাকু নিৰ্ম্মল ( ১ ) রাজা চিরকাল ধরি। অন্তকালে তন্থ তেজি গেল বিষ্ণুপুরী। শশাদ আলিম রাজা হৈল ক্ষিতিতলে । সপ্তদ্বীপ পৃথিবী শাসিল বাহুবলে । পুরঞ্জয় নামে পুত্র জলমিল তার। ককুৎস্থ তাহার নাম বিদিত সংসার। ( s ) श्रृंॉर्टांख्व्र, "श्रांहिल* । দেবে অীর দানবে বাজিল মহরিণ। সহায় করিয়া তারে নিল দেবগণ ॥ কৃষ্ণের বচনে তারে করিয়া সহায় । মুরগণে যুদ্ধ করে করিয়া উপায় ॥ যুদ্ধকালে পুরঞ্জয় কি বোলে বচন । আমার বচন তুমি শুন দেবগণ । আমার বাহন যদি হয শচীপতি । তবে সে বুঝিতে পারি দৈত্যের সংহতি ॥ ইজ বলে হৈব আমি তোমার বাহন। চড়িয়া আমার স্কন্ধে তুমি কর রণ। তৰে ইঙ্গ-কান্ধে চড়ি চলে পুরঞ্জয় । বিষ্ণুতেজে তার বল হৈল অতিশয় ॥ বেঢ়িল দৈত্যের পুরী লঞা মুরগণে । বিন্ধিল সকল দৈত্য চোখ চোখ বাণে ভল্ল ভিন্দিপালে দৈত্যে কৈল খানখান। কথো দৈত্য পলাইল লইঞা পরাণ । জিনিএা দৈত্যের পুরী দিল পুরন্দরে । এই সে কারণে ইস্ত্রবাহ নাম ধরে। ইজকান্ধে চড়িয়া সে করিল সংগ্রাম । তে-কারণে ককুৎস্থ বোলয়ে আর নাম তিন নামে পুরঞ্জয় বিদিত সংসার । জন্মিল আনেন নামে তাহার কুমার ॥ অলেনার পুত্র হৈল পৃথ, মহাবল । বিশ্বগন্ধি তার পুত্র পুণ্যকলেবর ॥ চন্দ্র নামে তার পুত্র মহা ধন্থদ্ধর। যুবনাশ্ব তার পুত্র বৃপতিশেখর ॥ শ্রাবস্ত তাহার পুত্র মহাবলবান । সেই সে শ্রাবস্তীপুরী করিলা নিৰ্ম্মাণ তার পুত্র বৃহদশ্ব বিদিতসংসার। কুবলয়াশ্ব পুত্র জনমিল তার ॥ উতঙ্ক মুনির গ্রীত করিবার তরে। ধন্ধু নামে অস্বরে মারিল বাহুবলে । একুশ সহস্ৰ পুত্র মারিয়া সংহতি । ধুন্ধু সনে মহাযুদ্ধ কৈল নরপতি ॥ তার মুখ-আনলে পুড়িল পুত্ৰগণ । অবশেষ মাত্র সে রহিল তিন জম। দৃঢ়াশ্ব কপিলাশ্ব ভদ্রাখ নাম বার। তিন পুত্র তার রণে পাইল প্রতীকীর দৃঢ়াখের তনয় হর্ষ্যশ্ব তার নাম । তার পুত্র নিকুম্ভ আছিল বলৰান্।