পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী USసి প্রতিকার করি তোর দেখহ প্রতাপে । (১) এরূপে দেবযানীরে ভৎসিয়া বিস্তর । ধরিয়া পেলিল তারে কুপের ভিতর। শক্টিভ চলিয়া তবে গেলা নিজপুরে। যযাতি মিলিল যথা হেন অবসরে ॥ মৃগয়া করিয়া রাজা বুলে বনে বনে । তথা উত্তরিল গিয়া জলের কারণে ॥ বিবসনা কস্তা দেখি কুপের ভিতরে। ৰূপায় তুলিল তারে ধরি নিজ করে। তবে দেবযানী বলে শুন নরেশ্বর। পাণি গ্রহণ কৈলে মোরে দিয়া নিজকর ॥ তোমা বিনে পতি আর নহিব আমার । এ বোল বুঝিয়া তুমি করহ বেতার ॥ বিধিধ ঘটনা কেবা করিব খণ্ডন। দৈবযোগে তোমা সনে হৈল দরশন। এ বোল শুনিয়া রাজা ভাবিল বিস্ময় । নিজ পুরে চলি গেলা চিস্তিত হৃদয় ॥ তবে দেবযানী গেলা আপন ভবনে। কহিল সকল কথা পিতা-বিদ্যমানে ॥ এ বোল শুনিয়া শুক্র বিস্মিত হৃদয় । অস্তরেতে ক্রোধ মূলি কৈলা অতিশয় । অমুরগণের আমি হই পুরোহিত । আমারেই করে এত বড় অমুচিত । এ বোল বলিযা কন্যা লয়্যা ক্রোধ মনে । তেজিয়া অমুরপুর চলিলা তখনে ॥ বৃষপৰ্ব্ব শুনে তবে এ সব কাহিনী চরণে ধরিয়া তবে রাখে শুক্র মুনি । শুক্র বলে কভু আমি ক্রোধ নাহি করি। কন্তার বচন আমি ছাড়িতে না পারি ॥ কস্তার বচন তুমি কর সমাধানে। তবে সে রহিতে পারি তোমার বচনে ॥ তবে বুষপৰ্ব্বা রাজা কোন কৰ্ম্ম করে । দেবযানীর চরণ ধরিল দুই করে। দেবযানী বলে রাজা কহিব তোমারে । বাপে মোরে বিভা লঞা দিব রাজঘরে ॥ তোমার শৰ্ম্মিষ্ঠা কন্ত| মোর দাসী হয় । করিব আমার সেবা দাসীগণ লয়্যা । (১) পাঠাস্তর,"প্রতিফল দিব তোকে দেখুক সৰ্ব্বলোকে” । জভক্ষ-প্রতিফল করে তোর দেখু সকলোকে" । তবে সে রহিতে পারি কছিলু নিশ্চয়। ভাবিয়া চিন্তিয়া তুমি দঢ়াহ হৃদয় ॥ তার বাক্য দেত্যরাজ কৈলা অঙ্গীকার। তবে শুক্র বাহুড়িয়া আইল আরবার ॥ আনিল যযাতি রাজা করি শুভক্ষণে । দেবযানী বিভা দিল যযাতির স্থানে ॥ শৰ্ম্মি৪ কুমারী তার দিল দালী করি। তষে শুক্র মুনি বলে বোল দুই চারি ॥ শৰ্ম্মিষ্ঠাকে কভু তুমি না নিহ শয়নে । আমার কন্যার তুমি করিহ পালনে ॥ অঙ্গীকার কৈলা রাজা মুনির বচনে । আপনার রাজ্যে তবে চলিলা তখনে ॥ এইরূপে দেবযানী আছে কতকাল। কথোদিন বই দুই জন্মিল কুমার। শৰ্ম্মিষ্ঠা রা5ার স্থানে কৈলা নিবেদন । ভজিব তোমারে আমি অপত্য-কারণ ॥ তবে রাজা যযাতি চিস্তিল মনে মনে । শুক্রের বচন চিত্তে কয়ে স্মঙরণে ॥ তিরিজাতি ভজিলে ছাড়িতে না জুয়ায়। শুক্রের বচনে হৈব কেমন উপায় ॥ অদৃষ্ট মানিঞ তার পালিল বচন। তিন পু : তার গর্ভে হৈল উৎপন্ন ॥ যদু আর তুৰ্ব্বস্ব লভিল দেবযানী । শৰ্ম্মিষ্ঠার কহি এৰে পুত্রের কাহিনী (১) ক্রন্থ্য অনু পুরু নামে তিন পুত্র হৈল । তা দেখিয়া দেবযানী মনে ক্ৰোধ কৈল। ক্ৰোধ করি গেলা দেবী বাপের মন্দিরে । তার পাছে যযাতি চলিল ধীরে ধীরে ॥ বিস্তর সাধিল তারে করিযা বিনয় । চরণে ধরিল তমু নহিল সদয় ॥ সেইমতে গেলা দেবী বাপ বিদ্যমান। ক্রোধে শুএ জলিল যেন দীপ্ত হুতাশন ॥ ধিক্ ধিক্ আরে রাজা পুরুষ-অধম ৷ এত বড় তিরিঙিত তুঞি দুষ্ট জন ॥ তোর দেহে করু গিয়া জরা পরবেশ । তিলোক হরয়ে যেন দিব্য রূপ বেশ ॥ তবে রাজা যযাতি চিস্তিল মনে মনে । শুক্র মুনি শাপ দিল বিনয় বচনে। তৃপ্তি ন হইল মোর কাম ভোগ করি। তব দুহিতার প্রেম ছাড়িতে না পারি। (১) পাঠান্তর,-“আর অপূৰ্ব্ব কাহিনী"।