পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্ৰহ্মভাব করিয়া বা সতত চিন্তহ । পুত্রভাব কন্ধিয়া বা পীরিত করহ ॥ অবশ্য পরমগতি পাইবে দুজনে । অবধান কর বাপ আমার বচনে ॥ গোকুলে আমাকে লৈয়া থোহ শীঘ্ৰ করি। এখানে আলিয়া থোছ নন্দের কুমারী। এতেক বুলিয়া হরি হৈলা নিশবদ । মায়ার রহিলা যেন সহজ বালক । তবে যমুদেৰ নিজ পুত্র করি কোলে । অলপে অলপে গেলা পুরের দুয়ারে ॥ হেনকালে কোন কৰ্ম্ম করে মহামায়া । পেলিল প্রহরিগণ নিদ্রায় ঝাপিয়া ॥ বড় বড় লোহার কপাট দৃঢ়তর। যতেক লোহার খিল লোহার শিকল । খণ্ড খণ্ড হৈয়া সব মিলিলা বিদার। রবির কিরণে যেন ঘুচে অন্ধকার ॥ মন মন্দ গরজন মেঘ বরিষণে । বামুকি আসিয়া ফণা ধরিলা আপলে । ঐকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী &to তরঙ্গ কল্লোল নীর গভীর যমুনা। পথ ছাড়ি দিল নদী ভয়ে কম্পমান ॥ তবে বসুদেব গেলা নন্দের গোকুলে । নিনো অচেতন গোপ প্রতি ঘরে ঘরে ॥ নন্দঘরে গিয়া তবে কৈলা পরবেশ । যশোদার শয়নে লৈয়া থইলা হৃষীকেশ। যশোদার কস্তাখানি তুলি লৈল কোলে । পুনরপি সেইরূপে গেল মধুপুরে। কস্তা সমপিল লৈয়া দৈবকী-শয়নে। লোহার নিগড় নিল আপন চরণে ॥ তবে বসুদেব রহে করিয়া শয়ন। না জানে যশোদাদেবী এত বিবরণ ॥ জনমিল অপত্য এই সে মাত্র জানে। কিবা কন্যা পুত্র কিছু নছিল গেয়ালে। এতেক প্রসবদুঃখ পাঞছে যাতনা। তাহে মহামায়া গিঞা কৈল অচেতন ॥ রঘুনাথ পণ্ডিতের মধুরস-বাণী । গীতবন্দে কহে কৃষ্ণপ্রেমতরঙ্গিণী ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমস্কন্ধে তৃতীয়োহ্যায়ঃ ॥৩ ॥ চতুর্থ অধ্যায় । মুনি বলে শুন রাজা বিচিত্র কথন। কহিব এখনে রাজা যে যে বিবরণ ॥ সেইরূপে কপাট লাগিল থরে থরে। লোহার শিকল খিল লাগিল দুয়ারে। ছাওয়ালের ক্ৰন্দন শুনিয়া ত্বরাত্বরি । জাগিয়া উঠিল সব দুয়ারী প্রহরী ॥ তুরিতে জানাল্য গিয়া কংলবিদ্যমানে। চমকিত হৈয়া কংস উঠিল তখনে ॥ না জানো কি হয় আজি মোর প্রতিকার। ষম জনমিল মোর করিতে সংহার ॥ পড়িলে উঠিতে যার চিস্তায় বিহবল ৷ ( ১ ) খসিল মাথার কেশ ধাইল সত্বর ॥ ধাঞা গিয়া পরবেশ কৈল স্বতি ঘরে ( ২ )। দেখিয়া দৈবকী দেবী কাকুবাণী করে। ( ১ ) অন্ত পুথির পাঠ, "ব্যস্ত হঞ যায় তলে চিস্তায় বিকল।" ( ২ ) পাঠাস্তুর,ভরিতে প্রবেশ স্বাঞ করে স্থতিত্বরে।" শুন শুন আরে তাই কংস মহাশয়। এবার মোহর তরে হইবা সদয় ॥ না মারিহ কষ্ঠাখানি মোরে দেহ দান। মারিলে বিস্তর পুত্র আগুনি সমান ॥ না মারিহ ভাই মোর এই নিবেদন । কস্তাবধ করিয়া কি তব প্রয়োজন। যে কৈলে সে কৈলে মোয় তাথে নাহি ৰেথ । গৰ্ভশেষ কষ্টাখানি কর যদি রক্ষা ॥ এত কাকুবাণী যদি দৈবকী বুলিল। তস্থত পাপিষ্ঠ কংস সদয় না হৈল। দৈৰকীরে বিস্তর ভৎসিয়া দ্বরাচার। টান দিয়া হাতে হৈতে আনিল ছাওয়াল। দুই পায়ে ছাওয়ালে ধরিল দৃঢ় করি। শিলার উপরে লৈয়া আছাড়িল তুলি। খসিয়া ছাওয়াল তার হাত হৈতে গেল । আকাশমণ্ডলে গিয়া আরোহণ কৈল ॥ দিব্য মূৰ্ত্তি হৈল তথা ত্ৰিদশমোহিত । অষ্টভূজা অস্ত্ৰ-শস্ত্ৰে ভূষণে ভূষিত।