পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্রেমতরঙ্গিণী ని(s) দেবগণে তখনে সভ্রমে পড়ে সাড়া ॥ না জানি কি হয়ে আজি দেবের সমাঝে । ধন্থকে টঙ্কার দিল কংস মহারাজে। তুমি যদি কর রাজা শর বরিবণ। পালীএ সকল দেব রাখিবা জীবন ॥ কেহো কর যুড়িয়া করয়ে কাকুবাদ । কেহো অস্ত্র পেলাইয়া করে দণ্ডপাত । কেহো কেশ বান্ধে কেহো কাছা মুকুলায় (১) না মার মা মার বুলি তরালে পালায়। রথী হৈয়া যদি রথ ছড়িয়ে সংগ্রাম । অস্ত্র তেজি ভএ যেবা করয়ে প্রণাম । সংগ্রামে বিমুখ হৈয়া যে জীব পালায় । ধন্থরজ্জ্ব ভাঙ্গে যেবা যুঝিতে না চায় ॥ ইহাতে না কর তুমি অস্ত্রের প্রহার । (২) তুমি সে বীরের ধৰ্ম্ম জান সৰ্ব্বকাল। দেবে কি করিতে পারে রণে ভয়াকুল । দপ করিবার কালে (৩) লভে তারা শুর। বিষ্ণু করি তিলেক না কর বস্তুজ্ঞান। সৰ্ব্বত্র গোপতে থাকে নহে বিদ্যমান ॥ হরে কি করিবে তার অরণ্যে বসতি। কি করিতে পারে অল্পবল শচীপতি ॥ কি করিব ব্ৰহ্মা তার সতত ধয়ান। তপ ছাড়ি অন্ত তার নাছি অবধান ॥ এ বোল বলিয়া উপেক্ষিত না বুঝায় । শক্ৰ উদ্ধারিতে তহু করিব উপায় ॥ আজ্ঞা দেহ আমি সব কিঙ্কর তোমার। আমি সব বিপু-মূল করিব উদ্ধার ॥ অজে ব্যাধি হয় যদি অলপ সময় । না খণ্ডিলে সেই ব্যাধি বাঢ়ে আতিশয় ॥ (s) পাঠাগুর,-"কেহ কেশ বান্ধে বারে। কাছ আউলায়" । (২) “তাহার উপরে অন্ত্র না কর প্রহার" । (৩) পাঠাগুর,-"বেলে ।” পাছে বেন সেই ব্যাধি না পারে খণ্ডিতে। শত্রু বলবান হৈলে না পারি জিনিতে ॥ সকল দেবের মূল বিষ্ণু যার নাম । সত্যধৰ্ম্ম যথা তার তথা উপাদান ॥ গো ব্রাহ্মণ তপ যজ্ঞ বেদ ব্রত যথা । এ সব ধর্মের মূল ধৰ্ম্ম রহে তথা । ব্ৰহ্মবাদী যজ্ঞশীল তপস্বী ব্রাহ্মণ । হবিৰ্দ্ধানী (১) যত গাই আছে ঋষিগণ । এ সব মরিব আর যথা পাই লাগ । তবে বিষ্ণু মারিব তাহাতে কোন বাদ । গো ব্রাহ্মণ তপ যজ্ঞ বিষ্ণুর শরীর। বিষ্ণু মারিবারে এই বুদ্ধি কর স্থির। সেই বিষ্ণু অমুর হিংসয়ে নিরস্তর। সকল দেবের মূল দেবের ঈশ্বর। এই সে উপায়ে বিষ্ণু মারিবারে পারি। সভেই মেলিয়া গিয়া গে৷ ব্ৰাহ্মণ মারি ॥ পাপমতি কংস তার পাপেতে উৎপত্তি । কুমন্ত্রি মন্থণা সেই দঢ়াইল যুগতি ॥ দুষ্ট দেত্য যত তারা কনলে পরিতি। চৌদিগে পাঠাঞা দিল দুষ্ট সেনাপতি। পাপমতি তারা সব দুষ্টমতি খল । গো ব্রাহ্মণ সাধু যত হিংসিল সকল। পরমায়ু ছিরি যত বেদধৰ্ম্ম যশ । এই লোক পরলোক সকল সম্পদ ॥ এ সব যাহার নাশ হয়ে একবারে । সেই লে গোব্রাহ্মণ বৈষ্ণবে হিংসা করে ॥ কংসের সকল নাশ হৈব হেন আছে । দেব দ্বিজ হিংসা করি মজিল সবংশে ॥ কৃষ্ণগুণ-সমুদিত অসুর মন্ত্ৰণ ৷ রঘুনাথ পণ্ডিতের মধুর রচনা ॥ (১) মূলে "হবিহু ঘা" পাঠ আছে । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যং দশমৰুদ্ধে চতুর্থোছধ্যায় ॥ ৪ ॥