পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

διαβ এ শব্দ শুনিঞ যত গোপগোপীগণে । শীঘ্ৰ কুষ্ণে আসি কৈল দর্শন লালনে ॥ তবে রাজা জিজ্ঞাসিল মুণির চরণে । এত বড় অদভূত ঘটিল কেমনে ॥ গোপগণে কৃষ্ণে প্রেম কৈল নিরস্তর । পর পুত্রে কৃষ্ণে প্রেম কেনে এত বড় ॥ শতভাগ প্রেম নহে আপন তনয়ে । কহ ওরু এত বড় অদভূত হয়ে ॥ মুনি বলে শুন রাজা কহিব তোমারে। আত্মাতে অধিক প্রিয় নাহিক সংসারে। আত্মা সম্বন্ধের দেহ স্বত বিত্ত দার। আত্মাতে অধিক কেহ প্রিয় নহে আর ॥ আপন আপন আত্মা প্রিয় যত বড়। পুত্র বিত্ত কলত্র না হয় এত বড় ॥ দেহবাদী আর সব দেহে আত্মা মানে । যার অাঁর প্রিয় নাহি দেহের সমানে ॥ অtহার আত্মাত বড় দেহ প্রিয় নহে । জীর্ণ হয়্যা যায় অঙ্গ জীতে মাত্র চাহে ॥ গলিত সকল অঙ্গ জীৰ্ণ হয়্যা যায় । তমু তার দুষ্ট আশা জীতে মাত্র চায় । এতেক সভার প্রিয় আজু প্রিয়তম । সংসারে কাহার প্রিয় নহে আত্ম সম ॥ সকল আত্মার আত্মা সে নন্দনন্দন । সৰ্ব্বলোক-গতি পতি জীবের জীবন ॥ জগৎ নিস্তার হেতু মায়া নববেশে । দেহু ধরি গোপৰূপে ব্ৰহ্ম পরকাশে ॥ এই রাজা তোমারে কহিলু মুনিশ্চয় । এই নন্দসুত কৃষ্ণ প্রভু সৰ্ব্বময় ॥ স্থাবর জঙ্গম তৃণ ওন্ম আদি করি । কৃষ্ণ বিনে কোন বস্তু নিরূপিতে নারি ॥ কারণের কারণ প্রকৃতি মহামাম্বা। তাহার কারণ নন্দমুত-পদ ছায়া । মুরারি চর-নৌকা যে করে আশ্রয়। মহাস্ত একান্ত গতি পুণ্য ষশময় ॥ বৎসপদ হয় তার এ ভৰ সংসার । পরম বৈষ্ণবপদে বৈসে নিরস্তর ॥ বিপদের পদ তার লহে বিদ্যমান । সৰ্ব্বত্র সম্পদপদ রহে সন্নিধান । যে তুমি পুছিলে ক্ষিতিপতি মহাশয় । কহিলু সকল আমি করিয়া নির্ণয় ॥ এক সংবৎসরে আঘামুর বধ হৈলা । আর বৎসরেতে শিশু গোকুলে কহিলা ॥ মুররিপু শিশুবেশ চরিত্র-বর্ণন । অঘাসুর বধ কথা পুলিন-ভোজন ॥ ব্ৰহ্মাস্তুতি নিরূপণ ব্ৰহ্মদরশন । ভক্তিভাবে যেবা কহে যে করে শ্রবণ । অশেষ সম্পদ তার ৰাড়ে দিলে দিনে । সৰ্ব্বপাপ হুরে ভক্তি হয় । নাৰ্দ্দনে । শ্ৰীগদাধর ভক্তিরস গুরু জান । ভাগবত অচির্য্যের মধুরল-গান । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়ালিকাং দশমম্বন্ধে চতুৰ্দ্দশোত্ধ্যায়ঃ ॥ ১৪ ॥ পঞ্চদশ অধ্যায় / শুক মুনি বলে রাজা শুন সাবধানে । আর অপরূপ কথা কহিব এখনে ॥ পঞ্চ বৎসরের উদ্ধে দশের ভিতরে । পৌগগু সময় তাথে বলি নরেশ্বরে ॥ পেীগও সময় তৰে করিয়া স্বীকার। কেদার রাগ । রামকৃষ্ণ শিশু সঙ্গে করেন বিহার ॥ ধেন্থ চরাইতে যোগ্য হৈল বুদ্ধি ৰল । শিশুগণ সঙ্গে ধেন্থ রাখে দামোদর ॥ ৰুন্দাবন ধন্য করে চরণ-পরশে । রামক্তক ধেন্থ রাখে ব্ৰজ শিশুবেশে ।