পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ల38 ভূমিতলে পড়িল প্ৰলম্বকলেবর । তাহার উপরে শোতে প্রভু হলধর । স্বরগণে কৈল স্থতি পুষ্প বরিষণ । পারিষদ বালকে মেলি দিল আলিঙ্গন ॥ সাধু সাধু বলি লোকে করয়ে ব্যাখ্যান । শ্ৰীমদ্ভাগবত অদ্ভুত প্ৰলম্ববধ কৈলা বলরাম । তৰসিন্ধু তরিতে কৃষ্ণের গুণ-গাথা । অষ্টাদশ অধ্যায়ে প্রলম্ব-বধ কথা ॥ ঐগদাধর ভক্তিরস*গুরু জান ৷ ভাগবত-আচার্য্যের মধুরল-গান। ইতি শ্ৰীভাগৰতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমম্বন্ধে অষ্টাদশোহধ্যায়: ॥ ১৮ ॥ উনবিংশ জণ্ডTয় / তবে আর ৰে কহিব শুন পৃপবর । গোবিন্দচরিত্র পুণ্য প্রবন্ধ সুন্দর। এইরূপে নানা ক্রীড়া করে দামোদর। গোয়ালা ছাওয়াল লঞা সঙ্গে হলধর । ছেলঞি সময়ে আর যতেক গোধন । সব নৰ তৃণলোতে গেল দূরবন ॥ মুগাটৰী পশি ধেস্থ সব আউলাইল । মালা ভিতে গোঠে গোঠে সব ধেন্থ গেল । হেনকালে শিশু সব না দেখি গোধন । ভাজিয়া খেলার মেলি চাছে বনেবন। ভয়েতে ৰাকুল শিশু গোধন হারায়্যা । চৌদিগে চাহিয়া বুলে বিৰেকী হইয়া ॥ দত্তচ্ছেদ তৃণ ক্ষুর-চিন মহীতল। সেই অনুসারে শিশু চলিল সৰল । সেই পথে মূঞ্জীটৰী বনে উপ্তরিল। আউলায়্যা গোধন বুলে তথাই দেখিল । ক্ষুধায় ছাওয়াল সব হয়্যাছে কাতর। পালটিয়া আইলা গোপীনাথের গোচর ॥ ৰেণুনাদে লাম ধরি গোষ্ঠের গোধন । আপনার নিকটে আনয়ে ততক্ষণ ॥ ছেনকালে দাৰাগ্নি অরণ্যে উপণিল । পুড়িয়া সকল বন চোঁদিগে বেঢ়িল। সৰ শিশুগণ দেখে চৌদিগে আওনি। কান্দিছে ব্যাকুল হয়্যা মনে ভয় মানি ॥ কৃষ্ণ কৃষ্ণ যন্থাপ্রভু প্ৰণতপালন । एछवकछ-ठछन छूत्रिष्ठ दिनांलन ॥ ভূমি প্রাণ তুমি পতি বান্ধৰ আমার । তুমি বই শিশু সব নাহি জানে আর ॥ যে যে বৈসে গোকুলে তোমার পরিজন । জানিএা উদ্ধার পায় লইলু শরণ ॥ এতেক বলিয়া শিশু গোধন সহিতে । অভয় রণে পড়ি লাগিল কান্দিতে ; ভয়ে ভীত বালকে দেখিয়া দয়াময় । एछब्र नiक्षिः खब्र नiद्धिः॥ ३८ण पश्ांश्च । ভূমি সৰ অffখ মুদ এ ভয় খণ্ডল । এখনে করিব আমি বলে নারায়ণ ॥ কৃষ্ণের এ সব বাণী শুনিএpা ছাওয়ালে । দুই আখি মুদি তারা রছিল নিশ্চলে। যোগবলে কৈলা পান দাৰহুতাশন । অগ্নি পান করিয়া উদ্ধারে লিজ জন ॥ প্ৰণতপালন নাম ভকতবৎসল । ভকত উদ্ধার নাম করিতে সফল। অগ্নি পান করি কৈলা গোপের রক্ষণ । গোকুলে চলিতে চিত্ত কৈলা নারায়ণ ॥ আগে সব গোধন চলিল যুণে যুখে । পাছে গোপতনয় চলিল ধুফ সাথে । ভূবনপাবন গুণ অম্বুগতে গায়। গোকুলেতে প্রবেশ করিলা যন্ধুরায় ॥ গোপীর আনন্দ হৈল কৃষ্ণ দরশনে । তিল এক যুগশত ৰায় যাহা ৰিলে । দৈত্য বধে বলভদ্র বড় চমৎকার। অগ্নি পান কৈল কৃষ্ণ এছ চিত্র অtল্প।