পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ט)ט8 পশু কুলে জন্ম তোমার হইল সফল। প্রিয়া-কুচ-কুকুম-রঞ্জিত কুন্দমালে । হের দেখ বহে তার গন্ধ-পরিমলে। স্বরূপে দেখিলে তোরা লে নন্দনন্দন। কহ উপদেশ কথা শুন মৃগীগণ ৷ উত্তর না পেয়ে মৃগীস্থানে গোপীগণ । তারে বিরহিণী মানি করিলা গমন । অগ্রে দেখে পাদপ-সকল পুষ্পভরে । নম্রমাথে আছে শাখা মধুধার ক্ষরে ॥ কৃষ্ণে প্ৰণমিল বৃক্ষ মনে অনুমানি । কৃষ্ণের উদ্দেশ পুছে সকল গোপিনী ॥ কহ দেখি তরুগণ পুছি এ তোমারে। তোমরা দেখিলে যাইতে নন্দের কুমারে । ফল-ফুলে নম্র হৈয়া কৈলে পরণাম । সাধু সাধু বলি হরি কৈল কি বাখান । কৃষ্ণদরশন-চিহ্ন দেখিল বিদিতে । বলিকা ভাঙ্গিয়া কৃষ্ণ গেলা এই-তিতে ॥ গোপীস্কন্ধে বামবাহু দিয়া কাম-রঙ্গে ॥ দক্ষিণে কমল ধরি ফিরায় ঐ অঙ্গে । কুমুম-তুলসীমাল আপাদলম্বিত। তাহার আমোদে মত্ত মধুপ্রচুম্বিত । অভাগিনী গোপনারী করয়ে জিজ্ঞাসা । স্বরূপে কহিবে তুমি কৃষ্ণ-উরদেশ । এইমতে তরু লতায় পুছিয়া বেড়ায় । সৰ্ব্ব-বৃন্দাবনে চাহি উদ্দেশ না পায় । ধরিতে না পারে চিত্ত না রহে জীবল । উপায় করিম। প্রাণ রাখে কতোক্ষণ ॥ যত-যুক্ত কৰ্ম্ম কৃষ্ণ কৈলা অবতারে । গোপীগণ সেই-সেই-লীলা-রূপ ধরে ॥ এক গোপী বলে আমি রক্ষণী পুতলা । আর গোপী কৃষ্ণরূপ ভাবিল আপল । পুতলাভাবিনী-স্তন পিয়ে কৃষ্ণুমতি । কহিতে না পারি দুই-ভাবনী-শকতি ॥ এক গোপী বলে আমি শকটস্বরূপা । চরণে ক্ষেপিল তারে আর কৃষ্ণ-রূপা ৷ এক গোপী হৈল তৃণাবত্ত-চক্রৰাত । আর গোপী বলে আমি গোপাল সাক্ষাৎ ॥ দৈত্যরূপ গোপী হরে গোপাল-ক্সপিণী। সে তাব দুহার দুই কহিতে না জালি । বৎস-দৈত্য-রূপ ভাব ধরে এক রামা । আর গোপী কৃষ্ণভাব চিস্তিল আপনা ! ♚बढांचवड দৈত্যরূপ গোপী বধে গোপাল-তাৰিণী । আর এক গোপী হৈল গোবিন্দ-রূপিণী ॥ পায়ে ঠেলি করে কালী-দমন-বিহার । কহে দুষ্ট নিবারিতে মোর অবতার ॥ এতেক বলিয়া কালীনাগ-মাথে চড়ে । আর এক গোপী বক-দৈত্য-ৰূপ ধরে ॥ বকাসুর যেমতে বধিল যদুমণি । বক-রূপী গোপী বধে গোপাল-রূপিণী ॥ বলরাম-রূপ ধরে কথে। ব্ৰঞ্জরামা । কথো গোপী কৃষ্ণ-রূপ চিস্তিল আপনা । ব স-রূপ ধরে কত আভlরযুবতী । কত গোপী ধরে ব্রজবালক মুরতি ॥ রামকৃষ্ণ রূপিণী রমণী বেণু বায় । শিশু-রূপ গোপীগণ রুষঃগুণ গায় ॥ আর গোপী কৃষ্ণরূপ ধরিয়া আপনে । বসন উড়ায়। হস্তে ধfরল যতনে ॥ গোবৰ্দ্ধন গিরি আমি তুলিয়া ধরিল। নাহি ঝড় বরিষণ সব দূরে গেল । যশোদারূপিণী হৈল আর রূপবতী । কুসুম-মালায় বান্ধে গোপাল-মুরতি ॥ দধি দুগ্ধ খেয়া ভাও ফেলিলে ভাঙ্গিয়া । এখনো শকতি বুঝে পেলিমু বান্ধিয়া ॥ এইরূপে গোপাল-চরিত্র রূপ ধরি । ৰনে-বনে গোপীনাথ চাহে এজনারী। এইমতে বণে-বনে গেল কথোদুরে । গোৱিন্দ-চরণচিহ্ন দেখে পৃথ, পরে। ধ্বজবজাঙ্কুশ মান ঘোণী উদ্ধরেখ । শতপএ যব আদি লক্ষণ অনেক । আনন্দে পূরিয়া গোপী চকিত নয়নে। লভে মেলি কৃষ্ণপদ করয়ে সন্ধানে ॥ এই মনে বলে-বনে কথোদূর গেলে । এক-সখী-পদচিহ্ন দেখে ক্ষিতিতলে। দেখ-দেখ প্রাণসখি কোন দুচারিণী । কৃষ্ণ লয়্যা দূরবনে আইল একাকিনী । এই উনমতি কৈল এত পরমাদ। এ ঘোর গছল বলে আনে প্রাণনাথ । কৃষ্ণঅঙ্গে হস্ত দিয়া গমন তাহার । অনুমানে বুঝি পদ যায় ধীরে ধার। এ দুষ্ট মে-লভারে করাইল অনাদরে । কৃষ্ণের অধরমধু পিয়ে নিরস্তরে ॥