পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লক্ষ্মী দেবী যে-পদ কমল-তলে বৈসে । বেম্ব-পাছে চেন-পদ কালনে প্রবেশে । ব্ৰহ্মাদি দুলভ ওই-অভয়চরণ। হেন পদ কৈল কালি শিরের ভূষণ । তবে কেনে কৃপা নাহি নিজ গোপীগণে । প্রাণ রাখ স্তনে পদ কর আরোপণে ॥ তোমার মধুর বাণী মোহে বুধজন। নারীজাতি আমারে মোহিতে কতক্ষণ ॥ সেই সুধা-বাণী শুনি হয়্যাছি কিঙ্করী। প্রাণ রাখ অবয়-অমৃত দান করি । তোমার চরিত্র কথা অমৃতের ধারা । এ-ঘোর-সংসার দুঃখ সস্তাপ নিবারা। পুরাণ-পুরযগণে গায় নিরস্তর। শুনিলে দুরিত হরে শ্রবণ-মঙ্গল। মহাজন জনে কৈল জগতে বিস্তর । কেবল চরিত কথা কহিলে নিস্তার ॥ হেন পুণ্য গুণকথা কহে যে বা জনে । সৰ্ব্ব দান-পুণ্য-ফল লভে সেইক্ষণে । অমৃত মধুর ভাষা মন্দ-মধু হাস । কুটিল কটাক্ষপাত লীলা পরিহtল । ললিত চঞ্চল লীলা-চলন চপল । এ সব তোমার লীলা স্মরণ-মঙ্গল । আমি-সব মুগ্ধ হুৈলু দেখি এই লীলা । দরশন দিয়া প্রাণ রাখ নন্দবালা ॥ গোধন চালায়া৷ তুমি যদি চল বনে। অমল-কমল-জিনি কোমল চরণে ॥ শিল-তৃণ-অস্কুরে লাগয়ে জানি যাও । তা লাগি হৃদয় দহে স্থির নহে গাও । গোকুলে যখন আইসে দিন অবসানে। চৌদিগে বালক সঙ্গে চালায়্যা গোধনে ॥ কুটিল কুন্তলযুত শ্ৰীমুখমণ্ডল । গোধূলি-ধূসর চার অরুণ অধর। তা দেখিয়া মনে উঠে মদন-আণ্ডনি। কেমন উপায়ে প্রাণ রাখিব রমণী ॥ প্রণত জনের গৰ্ব্বকাম ফলদাই । লক্ষ্মীদেবী বে-চরণ সতত পূজই ॥ গোপীর ধেয়ান পদ ধরণীভূষণ। হেন পদ কর প্রভু কুচে আরোপণ । তোমায় অধরযুগ শোক বিনাশন। শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 8వ মধুর মুঘলীরন্ধ করযে চুম্বন ॥ দেখিলে বাঢল্পে কাম-রমি-অমুরাগ । না দেখিলে সে বড় সঙ্কট-দুঃখ ভাগ । (১) হেন বে অধর-মধু যদি কর দান । তবে সে রহিব গোপীগণের পরাণ ॥ দিবসে বেড়াহ যদি কানন-আটনে । এক ক্রটি (২) যুগসম হেন লয় মনে ॥ না দেখিলে কত-কুত বাঢ়য়ে বিষাদ । চান্দমুখ দেখি যদি সে বড় প্রমাদ। নয়ন তরিয়া যদি দেখিব আনন। তাথে বিধি জড়মতি কৈল বিড়ম্বন। অাখির নিমিষ দিল আর লোমাবলি । মনের সস্তোষে মুখ চাহিতে না পারি। পতি সুত কুল ধন তাই পরিবার। তেজিয়া চরণযুগ তজিল তোমার। মধুর মুরগীনাদে মোহিলে যুবতী। নিশিতে রমণী তেজে কে ছেন কুমতি ॥ হাস-পরিছাস বাণী প্রেম-দরশন। কমলা-নিবাস বক্ষ হসিতবদন। এ সব চিস্তিতে মন মোহো অতিশয় । সঙ্কটে পড়িলা গোপী জীবন সংশয় ॥ চরণ-কমল-যুগ অতি সুকোমল । সহজেই মোদের কঠিন কুচস্থল। ভয় মানি কুচে আরি করি আরে পণ । হেন পদে কর তুমি বিপিনে ভ্রমণ ॥ শলী-তৃণ-অঙ্কুরে বেদন জানি লাগে। স্মঙরি স্মঙরি মনে বহু দুঃখ জাগে । যদি বল মোরে বাজে তোদের কি দায় । তাহার কারণ শুন আছে শু্যাম রায় ॥ তুমি মোদের পরমায়ু হও যদুবীর। তোমারে বাজিলে প্রাণ কৈছে রহে স্থির ॥ এই পরকারে ৰিরহিণী ব্রজনারী। কতেক বিলাপ কৈল কহিতে না পারি। ভাগবত-আচাৰ্য্য-রচিত রসময়। শুনিলে দুরিত হরে খণ্ডে ভবতয় ॥ ( ১ ) সংসার-বাসনা-বন্ধে করাহ বৈরাগ' ৷ -भांोछुग्नु। ( ২ ) পাঠাস্তুর,—"তিল এক” । ক্রটি জর্থে ক্ষশাপ্ত । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমম্বন্ধে একত্রিংশোইধ্যায়: ॥ ৩১ - (১)