পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

898 কুলের অধম সেই কুল-বিনাশন। সে বঁাচিতে করি আছে কুশল কল্যাণ ॥ নামে সে মা গুল মোর তত্ত্বে কেহ লয় । সে দুষ্ট থাকিতে কারো না ঘুচৰ ভয় ॥ এত অপরাধ হৈল যাহার কারণে । যাহার কারণে পিতামাতার বন্ধনে ॥ তোমা সহ দরশন হৈল শুভদিনে । কহ দেখি এথা তুমি আইলে কি কারণে । এ বোল শুনিএ তবে গান্দিনীনন্দন। আদি হতে কহিল সকল বিবরণ ॥ দূত করি কংস ব্রজে পাঠাইল মোরে। কালি তোমা-সভা লঞা যাব মধুপুরে । নন্দ আদি গোপ লৈব সাজিয়া সম্ভার। দধি দুগ্ধ ঘৃত লৈব রাজ-উপহার ॥ সকলে চলিয়া যাবে রাজ-বিদ্যমান । আর এক কথা কহি কর অবধান ॥ নারদে আসিয়া মন্ত্র কহিল তাহারে । রামকৃষ্ণ গোপতে থাকয়ে নন্দঘরে ॥ বসুদেব দুই পুত্র রাম দামোদর। সেই সে মরিল যত দৈত্য অমুচর। তোমার নাশের হেতু দেবের মন্ত্রণা। উপায় করিয়া তাহা করহ খণ্ডলা ॥ নারদে কহিয়া দিল এ সব বচন। ক্রোধে কংস জলে যেন দীপ্ত হুতাশন ॥ বসুদেবে কাটিবারে খড়গ নিল হাথে । নিবারিয়া নারদ রাখিলা নানামতে ॥ বসুদেব দৈবকীরে বান্ধিয়া নিগড়ে। এইরূপে বন্ধুবর্গে পরাভব করে। ( ১ ) সভার হৃদয়ে থাক তুমি সব ও নি। আমি কি কহিব তুমি চিত্তে অনুমান। এ সব বচন শুনি রাম দামোদর। হাসিয়া কহিলা সব নন্দের গোচর। এ বোল শুনিএ তবে ননাঘোষ রায় । কোটাল পাঠায়্যা সব গো ; লে জানায় ॥ ভীক দিয়া কোটাল কহয়ে ঘরে-ঘরে । দধি দুগ্ধ তুলি লহ শকট উপরে। তেটঘাট তুলি লহ বার যে যোগান। চলিবে সকল গোপ কংস বিদ্যমান ॥ প্রভাতে চলিব কালি মথরা নগরে। দেখিতে রাজার পুরী মঙ্গল-আচারে । -ההשולזי ( צ) *बहेभड दकूकर्म नाना नैौछा करब्र * শ্ৰীমদ্ভাগবত ধন্থর্যজ্ঞ কংলরাজা কৈলা অফুরন্ধ । সভেই মেলিয়। গিয়া দেখিব আনন্দ ॥ অকুর কংগ্রে দূত আইল নন্দঘরে। কালি রামকৃষ্ণে লঞ যাব মধুপুরে। এইরূপে গোকুলে কোটাল দিল সাড়া। শুনিএ) চিস্তিত হৈল যত ব্রজবালা ॥ হৃদয়ে উঠিল তাপ শ্রীবদনে শ্বাস। মলিন হইল মুখ-কমল-প্রকাশ । কোন গোপী রহে ধ্যান করি অবলম্ব । খসিল দুকুল বেশ কার কেশবন্ধ ॥ চিত্রের পুত্তলি যেন কোন গোপী রহে। কোথা আছে কিবা করে কার মনে নহে ॥ কৃষ্ণের ঈষৎ হাস্ত মধুর বচন। কটাক্ষ ভঙ্গিম কারো হইল সস্মরণ ॥ কেহ স্মঙরিল গতি ললিত বিলাস । কোন গোপী স্মঙরিল মন্দ পরিহাস ॥ উদার চরিত্র কারে হইল স্মরণ। সেই সেই ভাবে গোপী হরযে চেতন। লাজ ভয় পরিহরি ব্রজ-পুরনারী । এক এক স্থালে কত শতেক আভিরী । ( ১ ) উচ্চস্বরে কছে গোপী মনে পেয়া খেদ । সহিতে নারব কতু কৃষ্ণের বিচ্ছেদ । কান্দিতে কান্দিভে গোপ কহে কোন বাণী । আহহ বিধাতা তুমি ভাল হেন জানি। সখ্যভাবে পারিতি বাঢ়ায়্যা দেহ সঙ্গ । না পুরায়্যা মনোরথ পুর্ণ কর ভঙ্গ । wলকা-মণ্ডিত মন্দ হালিভ-মুন্দর । কেন বা দেখাইলে তার শ্ৰীমুখমণ্ডল। এখনে করিয়া লহ এ নহে উচিত । কেবল মুরুখ তুমি কে বলে পণ্ডিত ॥ কে বলে অকুর ভারে ক্রুর দ্বরাচার । হরিলি নারীর চক্ষু এ তোর বেতার। যদি বল আমি নহি হরিয়ে লোচন । কৃষ্ণে হরি নিল চক্ষে নাহি প্রয়োজন। বিশ্ব নিরমিল তুমি বিচিত্ৰ নিৰ্ম্মাণে । সকল দেখিয়ে তার এক অঙ্গ স্থানে ॥ হেন কৃষ্ণে হেরিলে নয়নে কিবা কাজ । তালত ষিধাতা তুমি ভাল নহে কাজ । ভাল নন্দমুত তার ভাল এই রীতি। নব অম্বুরাগে গোপীয় তেজিলে পারিতি। ( ১ ) "এক এক ঠাঞি গোপী শত শত্ত মেলি"-পাঠাস্তৱ ।