পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনোহর পরম আকৃতি । অভিনয় করেন প্রকৃতি৭ কদাচিৎ কহেল—জননি । বিতরহ আমারে নবনী । কছু বলি "ঐরাধে ললিতে’ । আমারে ডাকেন ভ্রাক্তিচিতে ॥ কন্তু 'চজাবলি-সম্বোধনে। *কিবা মোরে করহ বঞ্চনে । ইহা কহি করে আকর্ষণ। মম শাটী করিয়া গ্রহণ ॥ কখনো বা নয়নের জলে । श्रृंख्T-चांझेि डिछांब शकटल ॥ স্বপ্ন হৈতে উঠিয়া তৎক্ষণ । জার্ভস্বরে করেন রোদন ॥ বাতে মগ্ন হই মোরা সবে । দুঃখ-শোকরূপ-মহার্ণবে ॥ অস্ত রাত্রে স্বপ্নে কি দেখিয়া । হৈলা শোকে বিকল কান্দিয় ॥ বিমনস্ক-কারণে পীড়িত । শিরে বস্ত্র করিয়া অপিত ॥ মুগু-তুল্য পালঙ্কে আছেন । নিত্যকৃত্য নাহি অচিরেন ॥ সত্যভামা শুনিয৷ কথিত । স-সপত্নী হই ঈর্ষ্যান্বিতা ৷ সহিতে না পারিয়া ভামিনী । কহিতে লাগিলা—হে রুঞ্জিণি ! । নিদ্রাতে সেমত আচরণ ; ইহা তুমি কি কর জল্পন । কিমপি-কিমপি জাগরণে । নিজচিত্তে করিয়া চিস্তনে ॥ মুগু-তুল্য করেন তাদৃশ । বিস্তারিয়া কহিলা যাদৃশ । স্বারকানগরে মোরা-সব । মামমাত্ৰ ভাৰ্য্যা অমৃভব ॥ নন্দব্ৰজবাসি-গোপীচয়। তাহাদের দাসী যারা হয় ॥ বস্তুত তাহারা সুবিদিত। শ্রীকৃষ্ণের প্রিয়া মুনিশ্চিত ॥ তবে বলরাম নাহি পারে । তাহাঁদের বাক্য সহিবারে ৷ গোকুল গোকুলবালিজন। অতি প্রিয়তম যার হন। चैौवृहछtभदखांशृङ 83 ক্লক্সিপ্যাদিবাক্য মিথ্যা মানি । রোহিণীনন্দন রোযে বাণী ॥ কহেল—শুনহ বধূগণ । ভ্রাতার কহিলে আচরণ ॥ ব্ৰজবাসি-সহজ-দৈম্ভের । বার্তা-কথHপর আমাদের ॥ বঞ্চনানিমিত্ত সে আচারে । কপটকাৰ্য্যেতে পটুতরে। গোকুলে থাকিয়া মালদ্বয়ে । তাহাদের স্বাস্থ্যের আশয়ে ॥ তাহাঁদের মন বুঝাবারে । কহিলাম অনেকপ্রকারে— ॥ তোমাদের বিরহে ব্যাকুল । হইয়াছে শ্রীকৃষ্ণ আকুল ৷ অতিদুঃখে করিতে সাস্বন। করিলেন আমারে প্রেরণ ॥ শেষ বৈরিবর্গ আছে যত । তাহাদিগে করিয়া নিহত । অম্ভ কিম্বা কল্য সুনিশ্চিত ॥ স্বয়ং আসিবেন দিতে প্রীত ॥ ইত্যাদি কহিয়া নানামত । আর আচরিয়া লীলা কত ॥ না পারিমু করিতে সাত্বনা। করিলাম তবে বিবেচনা— ॥ রুষ-ব্যতিরেকেতে কখন । না হইবে শাস্ত ব্ৰজজন ॥ ইহ দেখি শপথ বিবিধ । শতশত দিয়া নানাবিধ ॥ করি যত্ন বহু আচরণ । ঈষৎ করিয়া আশ্বাসন ॥ তাহাদের সম্মতি-ব্যতীত । আইলাম এখানে ত্বরিত। কছিলাম কাতর-প্রকারে— । গিয়া কৃষ্ণ ! ব্রজে একবারে ॥ করি বাল্যলীলাঙ্কাচরণ। ব্ৰজজন রক্ষহ জীবন ॥ ‘যাইতেছি? মুখে মাত্র কহে । মন তার সেইমভ নহে ॥ মানসের থাকে যেই ভাব । কাৰ্য্যদ্বারা সাক্ষী অমুভাৰ । বাক্যে অন্ত মুখে অন্ত র্তার। কপট-পাটব এই সার ॥