পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভূ বলে জ্ঞান হৈতে পুত্র-প্রেম বড় । জামাতে রহিতে চাহে প্রেম-ভক্তি দঢ় ? নিজ প্রেম দিয়৷ প্ৰভু জ্ঞান দূর করে। আপনার ভক্তজনে আপনে উদ্ধারে । এইরূপে মাতাপিতায় করিয়া সচাষা। ৰন্ধুবর্গে জানি তবে করয়ে জিজ্ঞাসা। ডাক দিয়া মাতামহ উগ্রসেনে আনি । সুপতি করিয়া তারে স্থাপিল আপনি। ব্যাতি রাজার শাপ আছে পূর্বকালে । রাজ্য অধিকার না করিব যদুকুলে । সেই যদুবংশে বাপু জনম আমার ! তে কারণে নাহি করি রাজ্য অধিকার । তুমি রাজা হও কিছু না করিছ ডর। আমি আজ্ঞাকারী আছি তোমার কিঙ্কর ॥ পৃথিবীমণ্ডলে যত আছে নরপতি। ধন দিয়া পদযুগে করিবে প্ৰণতি ॥ ইজ আদি দেবে অজ্ঞা রাখিব তোমার। পৃথিবী যুড়িয়া ছৈৰ রাজ্য অধিকার । আমি হেন ভৃত্য যার থাকিব নিকটে। ত্রিভূবনে তার কিছু না হৈব উৎকণ্ঠে। (১) এইরূপে উগ্রসেনে করিয়া আশ্বাস। স্থাপিলা নৃপতি করি প্রভু শ্ৰীনিবাস । ইষ্ট মিত্র জ্ঞাতি বন্ধু বান্ধব সকল। ত-লতা আনিঞা কৃষ্ণ তুষিল বিস্তর। কংলভয়ে সে সব আছিল নীনাদেশে । দুঃখ শোক পায়্যা আছে চির-পরবালে । তাহা সভা আনাইলা আশ্বাস-বচনে। সত্তোষিয়া দিল নানা (২ ) বসন ভূষণে । মহাধন দিয়া কৈল পরিক্তি বিস্তর। নিজ ঘরে নিজপুরে স্থাপিল সকল । রাম-কৃষ্ণ প্রভুজ করিয়া অবলম্ব। খণ্ডিল সকল দুঃখ বাঢ়িল আনন্দ ॥ ত-সভার সর্ব-দুঃখ হৈল বিমোচনে । সৰ্ব্ব মনোরথ সিদ্ধি হৈল সেই হনে ॥ বৃদ্ধগণ যুৰা হৈল মহাবীৰ্য্য বল । সৰ্ব্বলোক মুকুমার দেখি মনোহর। শ্ৰীমুখ মুন্দর সদা করে নিরীক্ষণ । কেৰল আনন্দময় হৈল সৰ্ব্বজন ॥ -, השן לזו" (3)

    • बण्णांक उिऊरग्न एकांब्र नाशिक गकd *

(R) "הזה"-ההשזלזן" | ●ዊ बैङ्कक-cथवच्छानेिकै 8参翰 তৰে য়াম-কৃষ্ণ গেলা মন্দ-বিম্ভমালে । ভূজ আলিঙ্গন দিয়া কৈল সম্ভাৰণে। কি কথা কহিব পিতা তোমার নিয়ভু । পুষিয়া পালিয়া তুমি কৈলে এত বড় ॥ তুমি সে আমার পিত। যশোদা জননী । তোমা সভা বিনে আর কিছুই না জানি। পুত্রেতে অধিক প্রীতি কৈলে সৰ্ব্বক্ষণ । সেই মাতা সেই পিতা ষে করে পালন । বন্ধুগণে না পারিল পুষিতে পালিতে । তোমার মন্দিরে আমি রহিলু গোপতে ॥ তুমি যত করিয়াছ পারিতি পালন । পুত্রেতে অধিক তুমি দেখ সৰ্ব্বক্ষণ । কোটিযুগে শুধিতে নারিব সেই ধার। এৰে আজ্ঞা দেহ দোষ ক্ষমহ আমার ॥ বন্ধুগণ দেখি এথা কখোদিন বসি । তা-সভার পরিতি করিয়া পাছে আসি । গোপগণ লঞা তুমি চল নিজ ঘরে। সদ্বত আমারে তুমি দেখিৰে নিৱড়ে । নন্দবোবে সস্তোবিয়া এতেক বচনে । বহু ধন রত্ন দিল বিবিধ ভূষণে ॥ নানা ধাতুপাত্র সোণা রূপার কলসী। শকট তরিক্ষা কত দিল রাশি রাশি । কোল দিয়া কৈল পাছে চরণ বন্দনে । সস্তোব করিয়া পাঠাঃ ল গোপগণে । লনা আদি গোপগণ চলিল গোকুলে। অঙ্গ পুরাইল সৰ লয়নের জলে । রামকৃষ্ণ রহি তৰে মথ রামগুলে। ৰঘুবংশে ডুবাইল আনন্মসাগরে । ৰমুদেব বিচারিয়া কৈল শুভক্ষণ । পুরোহিত আদি যত আনিল ব্রাহ্মণ ॥ ব্ৰহ্মমন্ত্র উপদেশ কৈল শুভকালে । যজ্ঞসূত্র দিল যবে বিধি অনুসারে । ৱাহ্মণ পূজিল দিব্য ৰসন ভুবণে । বৎস সহ ধেস্থ দিলা ভূষিয়া কাঞ্চনে। ৰিবিধ দক্ষিণ দিল বহুবিধ ধন । দিব্য আভরণ দিয়া ভূবিল এক্ষণ । বসুদেব মহামতি কৃষ্ণ জন্ম দিনে । দশ সহস্ৰ ধেন্থ দিয়াছিলা মনে মনে ॥ লে ধেস্থ হরিয়া কংস লঞাছিল বলে । সেই ধেন্থ আনি দিল ব্রাহ্মণ সকলে । হেনমতে কৈল ৰিজ কুলোচিত কৰ্ম্ম । শিখাইল গর্গমুনি জি-স্কুল ধৰ্ম্ম ।