পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আছে ধন্য গোপী তুমি জগতে পূজিতা। সাধিলে সকল সিদ্ধি ব্ৰলোক্যবন্দিতা ৷ গোবিনে এরূপ যার চিত্ত আরোপণ । কি তার কছিৰ ভাগ্য সফল জীবন ॥ দান ব্রত তপ কোষ জপ যজ্ঞ করি । কোটি কোটি জন্মে যদি সাধিবারে পারি। তবে সে এমল ভক্তি হয় নারায়ণে । হেন ভক্তি তুমি সব লভিলে কেমনে ॥ মুনির স্কুলত ভক্তি দেখিল তোমার । ভাগ্যে তুমি তেজিলে বান্ধব পরিবার ॥ আহো ভাগ্যপতি আৰ্য্য { ১ ) তেজিলে সকল । কুলশীল তেজিয়া ভজিলে দামোদর ॥ পূৰ্ণব্ৰহ্ম কুষ্ণে কৈলে সৰ্ব্ব সমর্পণ । তাগ্যে তোমা-সভা সাঙ্গ ছৈল দরশন্স ॥ এত অন্ধু গহ কৈল রষ্ণের বিরহে । তে-কারণে দরশন তোমা সভা সহে ॥ ( এত কহি উদ্ধব হইয়া পুটাঞ্জলি । স ল নয়নে কহে প্রেমে কুতুsলী । ) শুন গোপী কৃষ্ণের সন্দেশ মুখময় । যে কংি য় আমাকে পাঠাইলা দয়াময় ॥ সৰ্ব্বভাবে নাহি হয়ে আমার বিচ্ছেদ । বিচারিয়া বুঝ গোপী পরিহর খেদ । পঞ্চভূত ব্যাপৃত সকল চরাচর । অস্তরে বাহিরে হেন আছে নিরন্তর ॥ এইরূপ তুমি-সব জানি নিশ্চয় । সৰ্ব্বজীবে বসি আমি সৰ্ব্ব জীমময় ॥ আপনে আপন মজি করিএ সংহার। আপনাকে আপনি পলিএ সৰ্ব্বকাল। হেন আছে আমার মায়াম অজু ভাব । ব্ৰহ্মাদি বুঝিতে নারে অচিন্ত্য গ্রতাৰ । জ্ঞানময় গ্রীব মিত্য শুদ্ধ মুখময় । নাহি জানি লাভ তার নাহি অপচয় ( )। মুখ দুঃখ যত তারা মনের ৰিলাল । জ্ঞান হলে সেই সব অবিদ্যা বিনাশ । মিথ্যা হেন জানি যেন জাগিলে স্বপন । এইরূপ বিচারিলে ছুটমে ভরম। সকল ইঞ্জিয় যদি রুধিএ যতনে । নিত্য শুদ্ধ সৰ্ব্ব বেদে তাহ জালয়ে তখনে ॥ सििकन्6aधबज्रब्रजिी এই অর্থ সৰ্ব্ব ৰেঙ্গে কহে সৰ্ব্ব শাস্ত্ৰ । সাংখ্য যোগে কহে সত্তে এই তত্ত্ব মাত্র। ত্যাগ তপ দয়া সত্য এই মাত্র সাধি । নদ নদী গতি যেন সমুদ্র অবধি । দূরে আছি আমি তার কহি এ কারণ। আমার ধেয়ান যেন করে আকুক্ষণ । যার প্রিয়পতি থাকে অতি দূরদেশে । সতত নারীর চিত্ত পতিদেহে বৈসে। নিকটে থাকিলে তার না হয় আদর। বিশেষে নারীর চিত্ত সঙ্কজে চপল । এই সে কারণে আমি দূব দেশে বসি । সতত থাকিবে চিত্ত আমাতে নিবেশি। অামা লাগি লোক বেদ সকল তেজিলে । চিত্তৰুক্তি সকল আমাতে নিয়োজিলে। আমার চরিত্র কর সতত ধেমান। আমা বিনে f ত্তে কিছু নাতি তীব জান ॥ সতত পারিতি করি আমারে ভf লে। এতেকেচি তুমি-লব আমারে পাইলে । আমাকে লভিঙ্গে তার নাহি কোন সিদ্ধি । এ বোল বুঝিয়া আমা চিস্ত নিরবধি ॥ এতেক বচন কুষ্ণ কহিল সাক্ষাতে । তুমি সৰ বৃঝিয়া সন্তোষ কর চিণ্ডে । কৃষ্ণের বচন শুনি উদ্ধবের মুখে। আশ'-তরু অবলম্বী গোপী পাইলা স্থাখে। (১) এতেক বচন শুনি ব্ৰজবধুগণে । কহিতে লাগিলা কিছু হরবিত মনে ॥ এই তাগ্য কংস সবংশে হইল নাশ । রিপু সংহারিয়া কৈলা যদুকুলে বাস ॥ সৰ্ব্ব মনোরথ সিদ্ধি হৈল বন্ধুগণে । গোষ্ঠী সঙ্ক কুশলেত আছেন এখনে ॥ এক কথা পুছিব উদ্ধৰ মহাভাগ । পুরবধূগণে কৃষ্ণ করে অম্বুরাগ ॥ পুরনারী প্রসাদ কক্ষক পুররাজে । তার কথা না কহিয় গোপীর সমাঝে ॥ সকৃত অধর-মধু করাইয়া পাল । তেজি গেল ৱষ্ণ যেন তুহারি লমণি ॥ কিৰূপে কমলা দেবী সেবে পদযুগে। এমত বঞ্চকে না বাঢ়াই অমুরাগে । ( ১ ) পাঠাভয়,--“আম্বো ভাগ্য পত্তি স্বত্ত ।" ( ९ ) *ा#ांछब्र,-'चडिनइ' ! o -, שזלזף (ג) “শুনিএ গোপীয় চিষ্ণে পূৰিল ৰোঁতুৰে ।”