পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাগ্লজির্তী লয়্যা কৃষ্ণ বিচিত্র মন্দিরে। রমাপতি বিবিধ কৌতুকে রতি করে। শ্ৰুতকীৰ্ত্তি নামে বসুদেবের ভগিনী। তার কন্যা তদ্রা নামে পরম রমণী ॥ কেকয় রাজার কষ্ঠা পিসাত ভগিনী । তাইগণে দিলা বিভা কৈলা চক্রপাণি । সন্তৰ্দ্দন-আদি তার যত ভাইগণে । কল্প আনি দিল তাবা কুষ্ণের চরণে ॥ মদ্রদেশে আর এক আছিল নৃপতি । শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী 8ሆፃ লক্ষ্মণা তাহার কস্তা মহাৰূপৰতী ॥ তার স্বয়ম্বর হয় শুনিএ কেশৰে । নিজপুরে হরি আনি বিভা কৈলা তবে t ষোড়শ সহস্র আর রাজকন্তু আনি । নরক মারিয়া বিভা কলা চক্রপাণি ॥ অষ্ট মহিষী বিভা গোবিন্দ-চরিত। শুনিলে সম্পদ বাঢ়ে হরয়ে ছুরিত। ভাগবত-আচার্ধ্যের মধুরুস বাণী। ভাগবত-পুণ্যকথা প্রেমতরঙ্গিণী ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পারমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমম্বন্ধে অষ্টপঞ্চাশেহধ্যায়: ॥৫৮ এাকানস্তষ্ঠিতম অংTয় । তবে রাজা জিজ্ঞাসিলা মুনির চরণে । নরক অসুর বধ কৈল কি কারণে ॥ ষোড়শ সহস্ৰ কন্যা করিয়া হরণ ॥ নরকে আনিল কিবা তাহার কারণ । কহ গুরু যদুনাথ-বিক্রম বিস্তার । শ্রীতি-মুখ হরিকথা অমৃতরসাল। শুকদেব বলে কহি শুন নরেশ্বর । অদভূত কৃষ্ণকথা শ্রুতি-মনোহর । নরক ইন্দ্রের ছত্র আনিল হরিয়া । অদিতির নিল শ্রীতি-কুণ্ডল কাঢ়িয়া ॥ দেবের ৰিহার স্থল মণিময় গিরি । স্বরগণসম্পদ সকল নিল করি। কৃষ্ণের চরণে ইন্দ্র কৈল বিজ্ঞাপন। নরক জনিত দুঃখ যত নিবেদন। এ বোল শুনিএঃ কৃষ্ণ চলিলা সত্বরে । সত্যভামা তুলি লৈল রথের উপরে। প্রাগজ্যোতিষপরে যাই হৈলা উপসন্ন । পৰ্ব্বতের গড় পুরী টেদিগে দুর্গম। অন্ত্রে-শস্ত্রে গড় আর দেখি ভয়ঙ্কর । বিষম জলের গড় তাহার ভিতর ॥ আনলের আর গড় পরশে আকাশ । পবনের গড় ঝড়বাত পরকাশ । দৃড়তর মুরপাশ তাহার ভিতরে। তবে মুরহরহরি কোন যুক্তি করে। রামকিরী রাগ । ভাঙ্গিলা পৰ্ব্বত গড় গদার প্রহারে । কাটিলা অস্ত্রের গড় খরশান শরে । অগ্নিগড় গুলগড় পবলের গড় । চক্রে কাটি কৈল দূর প্রভু গদাধর। খঙ্গে মুরপাশ কাটি কৈলা খানখান । শঙ্খনাদে দৈত্যগণে কৈলা কম্পমান । মারিয়া গদার বাড়ি ভাঙ্গিলা প্রাচীর ॥ শস্থলাদ শুনিএ উঠিল মহাবীর । ত্রিশূল তুলিয়া বীর ধাইলা সত্বরে। প্রিলয় কালের যেন জলস্ত আনিলে । ত্ৰৈলোক্য গিলিতে মুখ মেলে পঞ্চখান। ফিরায় ত্রিশূল পাট বজ্রের সমান। গরুড়ের শিরে তুলি মারিল লিখু। পঞ্চমুখে কৈল মই শবদ নিখুব ॥ দশদিক্ আকাশ পূরিল দিগন্তর । ব্ৰহ্মাও-কটাহ যুড়ি পুরিল অন্তর। পড়িল ত্রিশূলপাট দেখিল ঐছরি । দুই শরে টে শুল তিনখাণ করি। পাচ শরে পঞ্চমুখ বিন্ধিল তাহার। ক্রোধেতে জলিল লে অম্বর দুরাচার ॥ পেলিয়া মারিল গদা কৃষ্ণের উপরে। তবে নিজ গদা তুলি নিলু গদাধরে। ( ১ ) ( ১ ) পাঠাস্তর,— “তবে নিজ গদা তুলি ধাইল গদাধরে ।