পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নমো আজ জগত-জনক পূর্ণবোধ । অনন্ত-শকতি ভৰ-জলনিধি-পোত ॥ অজোগুণ ধীর ভূমি বিশ্ব-স্বষ্টি কর । তমোগুণ ধরি তুমি জগত সংহার। সত্ত্বগুণ ধরি কর । গত পালন । প্ৰকাত পুরুষ কাল তুমি মারায়ণ ॥ মুঞি পূর্থী জল জ্যোতি আকাশ পবন । বিষয় ইঞ্জিয় আদি সব দেবগণ ॥ জীব জীবগতি আর যত চরাচর । এ সব কল্পিত প্ৰভু ভরম কেবল । অদ্বৈত পরমানন্দ তুমি সতে সত্য । প্রতিহতো যত: নাক-পত তয়৷ বিদ্ধো মালাহত ইৰ ৰিপঃ । শূলং ভেীমচ্ছ তং হণ্ড মাদদে বিতখোজমঃ - ১ - ৫১১১২ তোমা বিনে ভ্রম সব কিছু নহে নিত্য ৷ নরকের পুত্র-এই ভয় পেয়্যা মনে । চরণপঙ্কজে নাথ পশিল শরণে ॥ গ্ৰপন্ন-পালন নাথ করিবে পালন । করপদ্ম কর নাথ শিরে আরোপণ ॥ এত স্তুতি কৈলা যদি ভক্তি-ভাব করি। পৃথিবীর তরে তুষ্ট হইলা শ্ৰীহরি। নরকের পুত্রকে অভধ বর দিয়া। অন্তঃপুরে গেল। তবে আপনে চলিয়া । ষোড়শ সহস্ৰ কস্তা জিনিএ স্থপতি। জানিএা নরক রাজা রাখিল দুৰ্ম্মতি ॥ ষোড়শ সহস্ৰ কঙ্কা দেখিয়া শ্ৰীহরি । বিমোহিত হৈল তার লজ্জা পরিহরি ॥ মনে মনে বরিল সকল কস্তাগণে । এই পতি হৌক মোর জনমে জনমে । দেবগণ তুষ্ট হউ বিধি অমুকুল । এই পতি হয় যেন রূপের ঠাকুর ( ১)। ত+সতার হৃদয় বুঝিয়া বনমালী । দ্বারকা পাঠায়্যা দিল নরযানে তুলি ॥ মহাধন-ভাণ্ডার বিচিত্র রথ ঘোড়া । মদমত্ত গজ যেন পৰ্ব্বতের চুড়া । ঐরাবত-কুলজাত পাণ্ডুরবরণ। চারি দত্ত মনোহর সর্ব মুলক্ষণ ॥ ৰাছিয়া চৌষট্টি গজ আনি গদাধরে। সকল পাঠায়্য। দিল দ্বারকানগরে। ( ১ ) পাঠান্তর,-“জনম সকলে - ऎs२ शैिङ्कक-८eथेबज्रक्रिगै Sbro তৰে কৃষ্ণ স্বৰ্গলোকে কৈলা আরোহণ । ইজ-আদি দেবগণ কৈলা সম্ভাষণ ॥ স্বৰ্গলোক পবিত্র করিতে আছে মন । স্বৰ্গপুরে গেল হরি তাহার কারণ ॥ অদিতির ভরে দিল রতন-কুগুল । মহামণি-ছত্ৰ দিল ইন্দ্রের গোচর ॥ ইঙ্গ-আদি দেবগণ পূজিল বিধানে । সত্যভামা দেৰী পূজে দেবপত্নীগণে ॥ দেৰগণ সনে হরি কৈলা সম্ভাষণ । পুনরপি ক্ষিতিতলে করিলা গমন ॥ সত্যতাম বচনে তুলিয়া পারিজাত । গরুড়ের উপরে স্থাপিলা যদুনাথ । তবে দেবগন সঙ্গে ৰাজিল সংগ্রাম । ঞ্জিনিএ আনিলা পারিজাত ভগবান ॥ সত্যভামাদেবী-পুরে কৈলা আরোপণ । গন্ধ-লোতে স্বৰ্গ হৈতে আইল ভূজগণ ॥ হরিবংশে পরিজাত-হরণ বিস্তার। ভাগবতে কহি সার করির উদ্ধার। ষোড়শ সহস্র পুরী করিয়া নিৰ্ম্মাণ । ষোড়শ সহস্ৰ কন্যা থইলা ভগবান। ষোড়শ সহস্র রূপ ধরিয়া আপনে । ষোড়শ সহস্ৰ বিভা কৈলা একিক্ষণে ॥ প্রতিরূপে প্রতি পুরে রহে সেইমনে। স্বার সম অতিশয় নাহি ত্রিভুবনে । লেীতধ্যাদি (১) মত নহে কায়বgছাতাল । শুন পরীক্ষিত কৃষ্ণে-অচিন্তা-প্রকাশ ॥ পুরে পুরে রামাগণ লঞা রমাপতি । রমিঞা দেখায় গৃহ-মুখ-ভোগগতি ॥ হেন রমাপতি পতি লঞ নারীগণে । ব্ৰহ্ম-তৰ-অাদি যার পথ নাহি জানে। অবিরত কৈল তারা চরণ ভজন । সলজ্জ কটাক্ষপাত মধুর ভগৰণ ॥ দূরে দেখি ভয়ে সকচিত বধূগণে । আসলে বলায়া করে পাদপ্রক্ষালনে ॥ তামূল ৰোগায় ক্ষণে চামর চুলায়। ক্ষণে দিব্য গন্ধ মাল্য ভূষণ পরায় ॥ শয়ন তোজন পান কেশপ্রসাধন । সৰ্ব্বতাৰে বধুগণ ভজে সৰ্ব্বক্ষণ ॥