পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

اما به & বারুণী মদিব পাশে তন্মলিত অঙ্গ । যুবর্তী সমাঝে বাড়ে মদণ তবঙ্গ । বিমও বারণ-জিনি মনোচর লীলা । রম মণ্ডলে খেলে নানামত ( ১ ) থেলা ॥ হেনরূপ রামে গিয়া দেখিল বানর। লম্ফ দিয়া উঠে দুষ্ট বৃক্ষের উপর। নিষ্ঠুর শবদ করে গাছ কাপায় । ক্ৰকুটি করিয়া দুষ্ট আপনা দেখায়। . সহজে চপল জাতি বেঢ়ি চারি পাশে । তার কৰ্ম্ম দেখিরা যুবতীগণ হাসে । সম্মুখে দাণ্ডায়া৷ গুহ্য ( ) দেখায় বামর । লজ্জা পেয়্য নারীগণ পালাষ সত্বর ॥ তবে প্রভূ বলভদ্র বিপক্ষ-বিদার। ক্রোধ করি কলা এক শিলার প্রহর । এড়ায়্যা রহিল দুষ্ট নিকটে দাণ্ডায়। মদিরা-কলস ধরি ঠেলিয়া পেলায় ॥ হাসে দুষ্ট বানর কলস ভাঙ্গি যায় । টান দিয়৷ নারীগণের বসন খসায় ॥ তুলিয়া অঙ্গের বস্ত্র নেহারিক্ষা চায় । জটি করিয়া দুষ্ট সত্বরে পালায়। তবে ৭েtধ কৈলা গ্রাম মারিবার তরে । লাম্বল মুঘল তুলি লেল দুই করে । তবে শাল উফারিয| তুলিল বাণর । পেলিয়া মারিব বলরামের উপর । শাল গাছ পড়িব দেখিয়া বলরাম । বামহস্তে ধরিয়া ভাঙ্গিল বৃক্ষখান । তার মুণ্ডে মারে রাম মূষলের বাড়ি । তভু দুষ্ট বানর রহিল ক্রোধ কবি । ( ১ ) পাঠাস্তুর,-“মনমথ" অপিচ "অপরূপ" । ( ২ ) পঠাগুর,—"মাগ" । শ্রীমদ্ভাগবত ভাঙ্গিল ষ্টের মাথা মুষলপ্রচায়ে । অঙ্গ বাই রধির পডিয়ে শতধারে ॥ তৰে আর শালবৃক্ষ তুলিলা বিশাল । মোচাড়িয়া পেলিল গাছের পাতা ডাল ॥ ক্রোধ করি পেলিয়া মারিল বৃক্ষখান । শত খণ্ড করিষ। পেলিল বলরাম ॥ তবে আর শাল বৃক্ষ তুলিল বানর। পেলিয়া মারিল বলভদ্রের উপর সেই বৃক্ষ বলরাম কল শতখান । পুন আর গাছ লঞা হৈল আগুয়ান । সেই বৃক্ষ কাটা গল আর বৃক্ষ তোলে । নিবারণ করে রাম সে বৃক্ষ মূষলে । তুলিল সকল বৃক্ষ শূন্ত হৈল বন । তবে আর করে দুষ্ট শিলা-বরিষণ । (সহ চুৰ্ণ কৈলা রাম মুষল প্রচারে। তবে দুই বাহু তুলি ধাইল সত্বরে । মারিল ট্রামের বুকে মুষ্টির প্রহর । তবে বলভদ্র রাম চিস্তিল প্রকার । তেজি মুষল হল মুষ্টি করি কর । কর্ণখুলে মুকি মাjরলা হলধর । কর্ণমুল ভাঙ্গিয়া রুধির পড়ে ধারে । কাপিয়া পড়িল বীর মুষ্টির প্রচারে । নদ নদী fগীর কম্পিল সাগর । পড়িল ছাড়িয়া প্রাণ দ্বিবিদ বানর : জয় জয় শবদ উঠিল স্বরগণে । সাধু সাধু করিয়া বাখালে মুনিগণে ॥ দ্বিবিদ বানর বধ কল হলধরে । নিজপুরে পণ্ডি রাম আনন্দে বিহরে । ভক্তিসেগুরু শ্ৰীগদাধর জান । ভাগবত আচার্ধ্যের মধুত্বস গান । ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পৰমহংস্তাং সংহিতায়া” বৈয়াসিক্যাং দশমাস্কন্ধে rপ্তষষ্ঠিতমোহধ্যায়: ॥৬৭