পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

€१२ সভাপতি তুমি সব আছ বিদ্যমান। হেন সত্তা মাঝে কর গোয়াল প্রধান ॥ ৱত-বিদ্যা-তপোময় মহামুনিগণ । দিব্যজ্ঞান ব্রহ্মলিষ্ঠ ভুবন-পাবন ॥ এ সব থাকিতে মহাঋষি যোগেশ্বর । ব্ৰহ্মা ভব চন্দ্র স্বৰ্য্য যাহে পুরন্দর ॥ তাহাতে উত্তম পাত্র হয় কি গোয়াল । ফুলশীলবিবর্জিত আশ্রম-আচার। কুল বিনাশন সৰ্ব্বধৰ্ম্মবহিষ্কৃত । স্বচ্ছন্দ আচার সর্বগুণবিবর্জিত ॥ (১) হেন গোপজাতি কৃষ্ণ পূজিতে যুয়ায় । কাকে যেন যজ্ঞভাগ আগে বলি পায় ॥ ষযাতি রাজার শাপ আছে যদুকুলে । ৰজবংশে কেহ জানি রাজ্যপদ করে । হেন বছকুলে জন্ম লোক বহিস্কৃত । বৃথাপানরত সাধুজন বিবর্জিত । খন্তজন-সেবিত ছাড়িয়া পুণ্যদেশ । গড় বান্ধি করে গিয়া সাগরে প্রবেশ ॥ হেন কৃষ্ণ হয় কি পূজার অধিকারী। এইরূপ শিশুপাল দিল নানা গালি । যত গালি দিল শিশুপাল দুষ্টমতি । সেই স্তুতি করিয়া বর্ণিল সরস্বতী ॥ কিছু না বলিল তাথে প্রভু শ্ৰীনিবাসে । শৃগাল শবদে যেন কেশরী না রোষে । কৃষ্ণনিন্দ শুনিয়া উঠিল সভাসদে । দুই কৰ্ণ ধরিয়া চলিল সচকিতে ॥ কৃষ্ণ-নিন্দা শুলে কিংবা সাধুনিনা শুনে । কৰ্ণ ধরি যে জন সা চলে তথা হলে ॥ অধোগতি চলে তার পূর্বপুণ্য ক্ষয় । সাধু নিন্দ সম পাপ কহনে না যায় । তৰে পাণ্ডুস্থত আদি মহাবীরগণে । ক্ৰোধ করি অস্ত্র ধরি উঠিল তখনে ॥ খড়গ চৰ্ম্ম ধরিয়া উঠিল শিশুপাল । কৃষ্ণপক্ষ বীরগণ ভৎলিল অপার । তবে হরি বীরগণে করি নিবারণ । চক্র ধরি আপলে উঠিল। লারায়ণ ॥ ( ১ ) পাঠাস্তর,*ৰন্থ-জাচার গুণহীন বিনিন্দিত" । एँचौबड़ांशंषप्ङ ক্ষুরধার চক্রে যাথা কাটিয়া পেলিল । হাহাকার কোলাহল শবদ উঠিল । শিশুপাল পক্ষ যত আছিল নৃপতি । প্রাণ লয়্যা তারা সব গেল ভিতাভিতি তার অঙ্গজ্যোতি গিয়া উঠিলা গগনে । তড়িত সঞ্চরে যেন দেখে সৰ্ব্বজনে ॥ প্রবেশ করিল জ্যোতি গোবিন্দচরণে । নয়ান মুদিয়া লোক রহিল খেয়ানে ॥ বৈরভাব ধরে দৈত্য তিন জন্ম ধরি । সতত চিন্তিল কৃষ্ণে বৈরিভাব করি ॥ কৃষ্ণধ্যান করি দৈত্য হল কৃষ্ণময় । জ্যোতীরূপে চিস্তিলে গোবিন্দরূপ হয় ॥ তবে যজ্ঞ সমাধিল ধৰ্ম্মের নন্দন । বিবিধ দক্ষিণ দিয়া পূf ল; ব্রাহ্মণ ॥ বিধি অনুসারে কৈল সৰ্ব্বলোকে পূজা । যজ্ঞ সমাধিল তবে যুধিষ্ঠির রাজ ॥ মহাযোগ যোগেশ্বর প্রভু ভগবান । যুধিষ্ঠির যক্ত করাইল সমাধান ॥ বন্ধুগণে রাখিল ধরি । পদপুগে । কথোদিন রহিলা বান্ধব-অম্বুরাগে । কথোদিন রহি বন্ধুগণ সঙ্গা ষয়া । চলিলা দ্বারকাপুঞ্জে নিজ গুণ লয়n a হেন অপরূপ কৰ্ম্ম করিলা শ্ৰীহরি । অনন্ত কালের কৰ্ম্ম কে কহিতে পারি ॥ যজ্ঞ সমাপিয়ং রাঙ্ক ধৰ্ম্মের নন্দল । যজ্ঞশেষ পুণ্যজলে কjরয় মজ্জণ ॥ আসলে বসিলা রীজ যেন পূরন্দর । ব্ৰাহ্মণ ক্ষত্ৰিয় বৈশু রচিত মণ্ডল ॥ স্বর মুনি গন্ধৰ্ব্ব কিন্ত্রর নরনারী । চলিল সকল লোক কৃষ্ণে মল ধরি ॥ আনন্দে চলিলা লোক কুষ্ণে প্রশংসিয়া । তবে দুর্যোধন গেলা মনে এঃখ পাম্য ॥ শিশুপাল-বধ নৃপগণ বিমোচন । মহাযজ্ঞ পুণ্যকথা যে করে কীৰ্ত্তন ॥ কৃষ্ণগুণ-কথা পুণ্য যশ পরকাশ । সৰ্ব্বপাপ হরে তার বিষ্ণুপদে বাস ॥ ভাগবত-আচাৰ্য্যের মধুরস-বাণী । চিত্ত দিয়া শুন লোব প্ৰেমতরঙ্গিণী ॥ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে পরমহংস্তাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দশমম্বন্ধে চতুঃসগুতিতমোহুধাৱ ॥৭৪