পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্ৰীকৃষ্ণ-প্রেমভরঙ্গিণী ●Uግ যথা শাৰ তথা রথ চালাহ সত্বরে । সগণে মারিব তারে রণের ভিতরে ॥ তবে রুথ টিপিয়া সারথি দিল ঝাটে। অখির নিমিখে নিল শাহের নিকটে। হেনকালে তথাই গরুড় দেখা দিল। দেখিয়া সকল সৈন্ত চমকিত হৈল । তবে কোন কৰ্ম্ম করে শাল্ব জ্বরাচার । শক্তিপাট তুলিয়া ফিরায় সাতবার। পেড়িল মারিল শক্তি সারথির শিরে । উল্কাপাত হৈল যেন আকাশ উপরে ॥ শক্তিপাট পড়িব দেখিয়া ভগবান । তীক্ষুবাটে কাটিয়া করিল শতখান ॥ বিন্ধিল ষোড়শ বাণে শাঙ্গের শরীরে । রথখান জরজর কৈল শরজালে ॥ তবে কোন কৰ্ম্ম করে শাল্ব সুরাচার । আকৰ্ণ পুরিয়া দিল ধমুকে টঙ্কার ॥ বাম হাত কৃষ্ণের বিন্ধিল তীক্ষু বাণে । খসিয়া পড়িল ধন্থ নিজ হাত হলে ॥ পড়িল শারঙ্গ ধন্থ দেখি চমৎকার ; ত্রিভূবনে শবদ উঠিল হাহাকার। ডাকিয়া বোলায় শাল্ব আরে রে গোয়াল । আজি মোর হাতে তোর নহিব নিস্তার । মোর সখা তোর ভাই হয় শিশুপাল । তার ভার্ষ্য সাক্ষাতে করিলি দুরাচীর । তে-সম নিলঞ্জ কেহ নাছি ত্ৰিভুবনে । সভা মধ্যে তাই বধ কৈলি আগেয়ানে ॥ (১) তীক্ষু বাণে আজি তোর হরিব পরাণ । রণে স্থির হয়্যা রহ মোর বিদ্যমান ॥ শাস্বের বচন শুনি বলেন শ্রীহরি। কেন বেটা এতেক বলিল দপ করি ॥ পূর হয়্যা বিক্রম দেখায় আপনার । বীর হস্ন্যা বচনে না করে অহঙ্কার। এ বোল বুলিয়া হরি গদাপাট তুলি। মারিল শাস্বের গালে তীক্ষু এক বাড়ি ॥ ৰাপিয়া উঠিল শাশ্ব রক্ত পড়ে ধারে। অম্ভরীক্ষ হয়্যা গেল আকাশ উপরে ॥ ক্ষণেক অস্তরে এক পুরুষ আসিয়া । রছিল কৃষ্ণের আগে প্রণাম করিয়া ॥ দৈবকী তোমার মাতা পাঠাইল মোরে। নিৰেদন করে। নাথ তোমার গোচরে । --- - (s)•ार्याउब,"ठियाप्न" কৃষ্ণ কৃষ্ণ মহাবাক প্রমাদ ঘটিল। বান্ধিয়া তোমার পিতা শাস্বে লৈয়া গেল । কোন বুদ্ধি করিবে কি হইবে প্রকার। কোনমতে করিবে বাপের প্রতিকার। এ বোল শুনিএঃ কৃষ্ণ ভাবিয়া বিস্ময়। দুঃখ শোক পেয়্য। হরি চিস্তে অতিশয় ॥ মাম্বষপ্রকৃতি লীলা প্রকট করিয়া । কহিতে লাগিলা কিছু বিস্ময় ভাবিয়া ॥ ৮্যেষ্ঠ ভাই তথাতে থাকিতে বলরাম । ত্রিভুবনে নাহি বীর তাহার সমান। অল্পবল শাল্ব হরি পিতা লঞা যায় । বিধি বাম হয় যাথে কি করি উপায় ॥ হেনকালে শাল্ব আলি দিল দরশন। বসুদেব করে ধরি কি বলে বচন ॥ হের দেখ বৃষ তোর বসুদেব পিতা । এইক্ষণে তোর বিদ্যমানে কাটো মাথ।। যদি কৃষ্ণ পারিস, খাপের রক্ষা কর । নহে হের মাথা কাটি তোহোর গোচর । এতেক বলিয়া শাল খঙ্গে কাটি শির। আকাশে উড়িয়া গেল শত্ব ম "বীর । ক্ষণেক রহিলা কৃষ্ণ হয়। মুরুছিত। মাছুষ-স্বভাবে চিত্ত করে নিয়োজিত ॥ যদ্যপি পরমানন্দ শুদ্ধ জ্ঞানময় । সঙ্গদোষে তথাপি অবশ্য দোষ হয় । এই বুঝাইতে প্ৰভু নরলীলা ধরি। বুঝএ সকল লোক এই শিক্ষা করি। তবে কৃষ্ণ উঠিলা মিলিয়া দুই আঁখি । জানিলা শাস্বের মায়া সর্ববলোক সাক্ষী ॥ নাহি দূত তথাতে বাপের কলেবর। তিলেকে শাস্বের মারা খণ্ডিল সকল। আকাশে দেখিল শান্ত্রে সোভের উপরে। ক্ৰোধ করি জগন্নাথ উঠিলা সত্বরে। এইরূপ বলে কোন কোন মুণিগণ। আপন আপনে তারা না বুঝে বচন ॥ (১) কোথা শোক কোথা মোহ কোথা প্রেমতয় । কোথ) বা পরমাননা শুদ্ধ জ্ঞানময় ॥ যাহার পদারবিন্দ সেবা অমুভাব। অবিদ্যা বিনাশ করে হরে ভবতাপ। (১) পাঠাস্তুর,"জাপনে না বুঝে তারা আপন ৰচল ।”