পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাড়েশ্রীতিতম অধ্যায় / ঐরাগ । ভৰে রাজা জিজ্ঞালিলা মুনির চরণে । আর অদভূত কথা পুছিৰ এখনে ॥ আছিলা সুভদ্রা দেবী কৃষ্ণের ভগিনী । কিরূপে অৰ্জুনে বিভা কৈলা যশস্বিনী ॥ পিতামহী আমার পরম রূপবতী । কিরূপে অৰ্জ্জুনে বিভা কৈল মহাসতী ॥ মুনি ৰোলে শুন রাজা কহি বিবরণ। যখনে অর্জুন কৈল তীর্থ পৰ্য্যটন। পৃথিৰী ভ্ৰমিঞা তেঁচো মিলিল প্রভাসে। লোকমুখে এই কথা শুনিল বিশেষে । কৃষ্ণের ভগিনী আছে সুভদ্রা সুন্দরী। দুৰ্য্যোধনে বিভা দিব রাম অধিকারী ( ১ } শুনিএpা সন্তোষ হৈলা অর্জুণের মনে । বরিয়া সন্ন্যাসৰেশ চলিল আপনে ॥ দ্বারকামণ্ডলে গেলা করিয়া সন্ন্যাস । চারিমাস রহিলা করিয়া তীর্থবাস ॥ পুরজনে পূজা করে দেখিয়া সন্ন্যাসী । অন্নপানে পূজা করে যত গৃহবাসী ॥ না জানিএা বলরাম করে তার পূজা । ভক্তিভাবে পূজে তারে দ্বারকার প্রজা । একদিন বলভদ্ৰ দিয়া লিমন্ত্ৰণ । স্বরে আনি ভিক্ষণ দিয়া করায়ে ভোজন ॥ মন্দিরে দেখিয়া কন্যা অর্জুন মোহিল । কামে বিমোহিতচিত্ত চিস্তিতে লাগিল ॥ অর্জনে দেখিয়া কন্যা কামে বিমোহিতা । কিঞ্চিত কুঞ্চিত ভুরুভঙ্গ সলজ্জিতা । দোহে দেtহ ধেমান করয়ে নিরস্তর। দোহার হৃদয় কাম-শরে জরজর ॥ দৈবযোগে তীর্থযাত্র হৈল পুণ্যকালে । রথে চঢ়ি গেলা কক্সা গড়ের বাহিরে ॥ কৃষ্ণের ইঙ্গিত পায়্যা অর্জুন সুধীর । রথে চঢ়ি বাহিরে চলিলা মহাবীর ॥ হরিয়া জুলিলা কষ্ট রথের উপরে । ধন্থকে টঙ্কার দিয়া চলে ধনুৰ্দ্ধরে । ৰীরগণে চারি পাশে বেঢ়িল সংরে। খেদিয়া সকল বীরে চলে একেশ্বরে ॥ ( > ) *ांठांख व्र,-"श्लथां शैो* ॥ সিংহ যেন মৃগগণ মাঝে হরে ভাগ । কত হরি যায় বীর অতুলপ্রতাপ ॥ শুনিএ কুপিলা রাম দীপ্ত হুতাশন। শাস্তিয়া রাখিলা কৃষ্ণ ধরিয়া চরণ ॥ যৌতুক পাঠায়্যা দিল বহুমূল্য ধন । দিব্য পরিচ্ছদ রথ কুঞ্জর বাহন ॥ আর এক কথা কহি শুন পরীক্ষিত । আছিল ব্রাহ্মণ এক উদারচরিত ॥ গৃহাশ্রমে বৈসে ৰিপ্র শ্রতদেব নাম। শাস্ত দান্ত অলম্পট ভকত প্রধান ॥ মিথিলা নগরে ৰৈসে চেষ্টা পরিহরি । যথালাতে তুষ্ট রছে নিজ কৰ্ম্ম করি ॥ দেহুমাত্র ধারণ ধনের প্রয়োজন । অধিক না লয়ে বিপ্ৰ তুষ্টিপরায়ণ ॥ আছিল রাজ্যের রাজা বহুলাখ নাম । সেইরূপ গুণ শীল ভকতপ্রধান। অহঙ্কার বিবর্জিত শুদ্ধ কলেবর । কৃষ্ণ-কৰ্ম্ম-পরায়ণ কৃষ্ণ-প্রিয়ঙ্কর । দোহারে করিব কৃপা প্রভু গুণনিধি। ডাকিয়া আনিল প্রভু দারক সারথি । ঝাট করি আন রথ করিয়া সাজন । সারথি আনিএsা রুথ দিল ততক্ষণ । নারদাদি মুনিগণে নিজ রথে তুলি । রথে চঢ়ি আপনে চলিলা বনমালী ॥ বামদেব বেদব্যাস অত্ৰি বুহম্পতি । নারদ চ্যৰল কৰ্থ রাম মহামতি ॥ মুনিগণে তুলি লৈয়া রথের উপরে । আপনে চলিল হরি মিথিলা নগরে ॥ কুরু ধৰ কক্ষ মৎস্ত পঞ্চাল কোশল । কুক্তি মধু আদি দেশ কেকয় জাঙ্গল । তরিয়া অনিৰ্ব দেশ মিথিলাতে যায় । পথে পথে আলিয়া সকল লোক চয় । পান্ত অর্থ্য দিয়া পুজে কৃষ্ণের চরণ । ধন্ত হৈল সব লোক সব পুরজন ॥ দেশে দেশে পূজে লোক দিয়া উপহার। ৰিবিধ ভূষণ বাস বিৰিখ সভার ॥ উদার রুচির হীল সরোজ-নয়ন । বিলোল অলকাৰলী মুদিত ৰন্ধন ।