পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী eei. যার অনুগ্রহে স্বষ্টি করে তত্ত্বগণে । ব্ৰহ্মাও নিৰ্ম্মাণ করে বিবিধ বিধানে ॥ ব্ৰহ্মাও স্বজিয়া কর ব্রহ্মাণ্ডে প্রবেশ । প্রলয়ে সকলে তুমি থাক অবশেষ । কাৰ্য্যকারণের পর ঋত সত্যময় । তোমা বিনে কারো নাথ কিছু সিদ্ধ নয় ॥ ভকতজনের মিলে সৰ্ব্বত্র কল্যাণ। না তঞ্জিলে কতো তার লছে পরিত্রাণ ॥ এখনে কহিব ধ্যান গুরু-উপদেশ । ধ্যান অবলম্ব করি ভজিব বিশেষ । স্থূলবুদ্ধি-জনে করে উদরে চিন্তন । মুনি যোগপথে যার স্থির নছে মন ॥ সূক্ষমতি জনে ব্ৰহ্ম ধেয়ায়ে শরীরে । নাড়ীভেদে চিস্তে ব্ৰহ্ম হৃদয়-কমলে । ৰট্‌চক্ৰ ভেদিয়া তোলে শিরের উপরে। নিরমল জ্যোতি যথা সহস্ৰ কমলে। যার সমাগমে পুন না হয় সংসার । যে ব্রহ্ম চিস্তিষ যোগী হয় তবে পার । যদি সৰ্ব্বদেহে আমি বলি নিরপ্তর । আমার জীবের সঙ্কে কি ছয়ে অন্তর ॥ হেন যদি বল দেব কহে শ্রীতিগণে । আর কিছু সত। নাথ লহে তোমা বিনে । সৰ্ব্বভূত-সাক্ষী তুমি বৈল গুরুপে। নিলেপ নিগুণ তুমি বৈস সৰ্ব্বরূপে। ছোট বড় তৃণ তরু বিবিধ রচনা। আপনে করিষ! তুমি ব্ৰক্ষাও ঘটনা । জাপনে স্বজিয়া তাথে কর পরবেশ । দেহু-অনুরূপে তুমি ধর নিজবেশ ॥ শকতি প্রকাশ কর দেহ-অম্বুসারে । কাষ্ঠ অনুরূপ যেন হুতাশন জলে ॥ তথাপি অসত্য সৰ তুমি মাত্র সত্য । এক রসময় ধাম তুমি সতে তথ্য । নিরমল মতি যার বিগত সংসার। তারা সব এইরূপ চিস্তরে তোমার ॥ কিন্তু পুন তোমার নাথ প্রকৃতি প্রসঙ্গ । বিচারে জীবের কিছু নাহি ভববন্ধ । ভকতি করিয়া জীব তোমার চরণে। এ ঘোর সংসার তরে কহে শ্রীতিগণে ॥ নিজ কৰ্ম্ম ৰিণিৰ্মিত প্রতি কলেৰয় । কর্তা হৈয়া জীৰ ভাথে থাকে নিরভর • তথাপি তোমার অংশ জীৰ বন্ধ নয় । সৰ্ব্বশক্তিধর ভূমি সবার আশ্রয়। কাৰ্য্য কারণের জীব না হয় অধীন। দেহে মাত্র থাকে জীব দেঙ্ক নহে তিন ॥ এইরূপ জীবগতি বুঝিয়া পণ্ডিত । সৰ্ব্বকৰ্ম্ম তোমাতে করিয়া নিয়োজিত । তোমার চরণযুগ ভব-নিবারণ। বুঝিয়া পণ্ডিতজনে করে আরাধন । আৰ্টচন বন্দন সেবা শ্রবল ক ৰ্ত্তন। ভকতি সাধিয়া তব তরে বুধজন। তোমারে জালিতে নাহি কাছার শকতি । (১) তে-কারণে ধর তুমি বিবিধ মুরতি ॥ জীব-পরিত্রাণ হেতু নানা মুক্তি ধর। নানা অবতারে তুমি নানা লীলা কর। সেই লীলা-চরিত্র-অমৃত-সিন্ধু জলে । কঠিয়া মজ্জন পান পরিশ্রম হরে । অপবগ-পদে তার নাহি অভিলাষ । ভক্তিরল-মুখে বিসরিল গৃহবাস । তোমার চরণ-সরোরুহ-মধুকর। তার সঙ্গমুখরসে পাসরে সকল ॥ নর-কলেবর নাথ ভগন দুয়ার। নরদেহ ধরি কষে সংসারের পার। হেন দেহ আপনার প্রিয় করি মানে । তুমি আত্মা প্রিয় সখা এ সব না জানে। অসত্য সেবিয়া লে যে নহে শুদ্ধমতি । তামার পদারবিদে নহে তার রতি ॥ আত্মঘাতী অসত্য ধেয়ায় দুরাশয় । না ভজে পদারৰিলা না ঘুচে সংশয় । অসত্য ধেয়ালে নহে শুদ্ধ কলেবর । মহাভয় সংসারে ভ্রময়ে নিরস্তর ॥ সকল ইঞ্জিয়গণ করিয়া রোধন । দৃঢ়যোগে করি মন পবন সংঘৰ । মুনিগণ চিস্তে যারে হৃদয়-কমলে। বৈরভাবে দৈত্যগণ সতত স্মঙরে । ভোগী ভোগ ভূজদণ্ড হৃদয় খেয়ায়। কামভাৰে গোপীগণ সেই কৃষ্ণ পায়। আমি সব শ্রীতিগণে সেই অজুলারে। চরণ-পঙ্কজ ধরি হৃদয় কমলে । যোগী ৰোগপথে যাকে চিস্তৰে ধেমানে । ৰৈৱতাবে হেন প্ৰভু পায় দৈত্যগণে । مس-,itiNgnه ( د ) "তোমায় জগনিতে পাৱে কাহার লকfত '