পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৫৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রজোগুণ ধরি তুমি স্বষ্টিশীল কর । তমোগুণ ধরি তুমি আপনে সংহার। সত্ত্বগুণে পাল তুমি মায়া যোগবলে। তমু নাথ তুমি বদ্ধ লহ কৰ্ম্মফলে । নিজ মুখে থাক তুমি সৰ্ব্বএ সমান । শুভাশুভ বিবজ্জিত নিত্য ভগবান । দান ব্ৰত তপ যোগ সমাধি ধারণে । তমু শুদ্ধ নহে লোক এ সব সাধনে ॥ যেরূপে তোমার যশ করিতে শ্রবণ । শ্রদ্ধা ভক্তি করি যেবা শুনে অমুক্ষণ । যেন শুদ্ধ হয় লোক কথা সুধাপানে। তেণরূপ শুদ্ধ জীব নহে কৰ্ম্ম ইনে ॥ তোমার পদারবিন্দ-ভব-সিন্ধু-সেতু । দুরাশয়-দুরিত-দহণ-ধুমকে ॥ মুনিগণ ধরে যাহা হৃদয়কমলে। আত্মজ্ঞানী জনে যাহা পুজে নিরস্তরে। লে পদপঙ্কজ নাথ কব ক কল্যাণে । এই বর মাগো দেব তোমা বিদ্যমানে ॥ তোমার আঙ্গের বিগলিত বনমালা । তাহাতে সতিনী ভাব করএ কমলা । হেন লক্ষ্মী-দবী তোমা পদযুগ ভজে। কমল ধরিয়া করে নিরবধি পূজে । লভে এই পদযুগ কুশলের হেতু । ঘুরাশয়-দুরিত-দছন ধূমকেতু ॥ নাকে দড়ি দিয়া যেন বলদ গাখুনি । দাম দড়ি মাঝে মাঝে সভার বান্ধনি ৷ এইরূপে এহ্মা আদি সব চরাচর। তোমার মায়াতে নাথ গাখুলি সকল। প্রকৃতি-পুরুষপর তুমি কালরূপ। আমি-সব যত কিছু তোমার স্বরূপ ৷ তোমার চরণে নাথ করুক কল্যাণ । পুরুষ উত্তম তুমি পুরুষ পুরাণ ॥ জগতের উতপতি প্রলয় পালন। তুমি সে সভার হেতু কারণ কারণ ॥ প্রকৃতি পুরুফ নাথ তোমাতে সংহার। --সকল সংহারকারী কাল চক্রাকার। যে কালে করয়ে নাথ জগত সংহার। লেছে। কাল অংশলেশ ধরয়ে তোমার । তোমা হৈতে প্রথমে পুরুষ উতপন্ন। প্রকৃতি সংযোগে কৈল বীর্ষ আরোপণ। তবে তাহা হৈতে হৈল মহত উদয় । তাহা হৈতে ব্ৰহ্মাও জন্মিল হেমময় ॥ 4ҹe শ্ৰীকৃষ্ণ-প্রেমভরঙ্গিণী ●ግቄ সাত আবরণযুত ব্ৰহ্মাও ঘটনা। তাহার ভিতরে নাথ এ লোক রচনা ৷ স্থাবর জঙ্গম নাথ এ চৌদ্দ ভুবন । ব্ৰহ্মাও ভিতরে নাথ এ সব ঘটন। তোমার মায়াতে নাথ এ সব কল্পণ । ত্রিগুণজনিত যত বিবিধ ঘটনা । জীবরূপে কর তুমি বিষয় বিলাল । ততু লিপ্ত নহ তুমি নিতা-পরকাশ । ষোল সহস্র দেবী রমণী তোমার। কামবাণে না পারিল তোমা জিনিবার ॥ কটাক্ষ বিলাস হাস ভুকুভঙ্গী বাণে। যার মন জিনিতে নারিল নাপীগণে । এক নদী তোমার অমৃত কথাময়ী । তার নদী পদনীর বহে গঙ্গা হই । তিন লোক-পাপ হরে দোহার শকতি । দুই তীর্থে স্নান করে ধন্ত মহামতি ॥ শ্রতিযোগে স্নান করি এক তীর্থ জলে । অঙ্গসঙ্গে আর তীর্থে স্বীন পাল করে । এইরূপে দুই তীর্থে করে স্বানপান । মহাতাগবত হয় বিমলগেয়ান ॥ এইরূপে নানা স্তুতি করে স্বরগণে । তৰে ব্ৰহ্মা প্রজাপতি করে নিবেদনে ॥ বুথের উপরে রহি আকাশমণ্ডলে । প্ৰণাম করিয়া ব্ৰহ্মা বোলে জোড় করে দেবগণ নিবেদন চরণে তোমার । fক্ষতিতলে অবতার হরিলে ভুতার ॥ দেবদেব জগন্নাথ প্রভু হৃষীকেশ । দেবকাৰ্য্য কৈলে কিছু নাহি অবশেষ ॥ সত্য-শুদ্ধ-শাস্ত জনে ধৰ্ম্ম আরোপিলে । জগত ভরিয়া পুণ্য যশ বিস্তারিলে। দশদিগ ভরিয়া চলিল কীৰ্ত্তি ভার। করিয়া অদ্ভুত কৰ্ম্ম খুইলে চমৎকার। সেই গুণ কৰ্ম্ম কলিমল-বিনাশন। সুখে লোক কলিযুগে কfরব কীৰ্ত্তন। শ্রবণ কীৰ্ত্তন করি তরিব সংসার। ধন্ত যদুবংশে তুমি কৈলে অবতার। পচিশ অধিক নাথ শতেক বৎসর। মতকাল ৰছি গেল ইহার ভিতর ॥ এখনে এথাতে আর নাছি প্রয়োজন । বিপ্ৰশাপে হৈৰ যদুকুল-বিনাশন ॥ ইৎসা যদি কর নাথ কর অবধান । সম্প্রতি বৈকুণ্ঠে তুমি চল নিজধাম।