পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و& e و) আমি সে পরম বন্ধু গুরু হিতকর । সেই সে উত্তম ঘর নর-কলেবর । সে জন ধনাঢ্য যেই পূর্ণ সৰ্ব্বগুণে । অসন্তুষ্ট দরিদ্র জানিব ত্রিভুবনে ॥ অজিত-ইন্দ্রিয় যেই সে জন কুপণ । গুণে সঙ্গ শাহি যার ঈশ্বর লক্ষণ ॥ কহিল উদ্বব তুমি যে কিছু পুছিলে। ক্রীমদ্ভাগবত সব ঠাঞি গুণদোষ বুঝি বিঃ রিঙ্গে । প্রয়োজন নাহি আর বিস্তর বর্ণনে । সেই দোষ–গুণদেtয দেখি অসুক্ষণে ॥ সেই গুণ—গুণদোষ এ দুই বর্জন । কহিল উদ্ধব সব প্রশ্ন বিবরণ ॥ ভাগবত-আচার্যের মধুরস ভাষা । সব পরিহর লোক কৃষ্ণে ধর আশা ৷ ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে একাদশ স্কন্ধে একোনবিংশোহধ্যায়: ॥ ১৯ ৷ fәуезӱ дуeyЈТӱ / প্রভুর বচন শুনি মতি করি স্থির । তবে আর জিজ্ঞাসিলা উদ্ধব সুধীর ॥ তোমার নিগম-বাণী বিধি প্রতিষেধ । সব মঞি কহে বেদে গুণ-দোষ-ভেদ ॥ বর্ণাশ্ৰমধৰ্ম্ম গুণ দোষ-দৃষ্টি ধরে। দ্রব্য দেশকাল গুণ-দোষ ভেদ করে । স্বৰ্গ নরক দুই এই বেদ-বাণী । গুণ-দোষ দুই ভেদ বেদমুখে জানি (১) সভার ঈশ্বর বেদ সকলোক-মাখি । বেদ চক্ষে সব দেখি বেদ-মুখে লক্ষী ॥ গুণদোষ-ভেদদৃষ্টি নিগম তোমার । গুণদোষ-ভেদজ্ঞানে না ছুটে সংসার । সেই বেদে করে পুন ভেদ নিবারণ। এই বড় নাথ মোর চিত্তগত ভ্ৰম ॥ উদ্ধবের বাণী শুনি প্ৰভু ভগবান। কহিতে লাগিলা তবে ভ্রম সমাধান । লোক-পরিত্রাণ-হেতু তিন যোগ কছি। কৰ্ম্মযোগ জ্ঞান যোগ ভক্তিযোগ এছি ॥ উপায় লা দেখি আর সংসার তারণে। তে-কারণে তিন যোগ কহিল আপনে ॥ ( ১ ) পাঠান্তুর,— “স্বৰ্গ জার নৱক তই ৰেঙ্গমুখে শুনি । গুণ দোষ ভেদ এত জানি তত্ত্ববাণী ।” কেদার রাগ । কৰ্ম্ম-স্তাস করিয়া নির্কি8 হৈয়া থাকে । সভে সেই মাত্র অধিকার জ্ঞান যোগে । নিৰ্ব্বিগ্ন না হয় কামভোগগত চিত্ত । তার হেতু কৰ্ম্মযোগ বেদ বিনিৰ্ম্মিত " কিঞ্চিত বৈরাগ্য মাত্র নিৰ্ব্বিগ্ন না হয় । সুখভোগগত চিত্ত মহে অতিশয় ॥ মহাভাগ্যোদয় হয় যখনে যাহার । শ্রদ্ধা মাত্র কবে কথা শ্রবণে আমার । ভক্তিযোগ হয় তার ছুটে ভবভয় । কৰ্ম্মৰথ, নহে আর সর্বসিদ্ধি হয় ৷ বিষয়-বৈরাগ্য যার নহে যত কাল । তাবৎ করিব কৰ্ম্ম এ লোক আচার ॥ আমার অমৃত-কথা-শ্রবণ কথনে । শ্রদ্ধা নাহি যাবৎ জনমে যত দিলে । তাবত করিব কৰ্ম্ম এহি সুনিশ্চিত ॥ তিন যোগ-অধিকারী এ তিন নির্ণীত । স্বধৰ্ম্মে থাকিয়া নানা এগু করি যজে । কৰ্ম্মফল তেজিয়া কেবল আম ভজে । স্বর্গ নরক দুই সে জন না যায়। যদি কদাচিত মন বিকৰ্ম্মে না ধায় ॥ এই দেহে সৰ্ব্বসিদ্ধি ছয় উপাদান । ভক্তিযোগ আমার বিশুদ্ধ তত্ত্বজ্ঞান ৷ নরদেহ ৰাজ করে স্বৰ্গবালিগণে । নারকী না তরে দুঃখ লল্পদেহু ৰিলে ।