পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩e তাঁর পুত্র রাজা হেব নামে দৃঢ়মাণ। তার পুত্র জলমিব অনিষ্টকৰ্ম্মা নাম ॥ হীনেয় তনয় তল তনয় তাহার । জনমিব তার পুত্র পুরীষ কুমার। তার পুত্র রাজা হৈব নামে সুনন্দন । চকোর তনয় তার বটক নন্দন। শিবস্বাতি পুত্র তার অরিন্দম নাম । তাহার গোমতী পুত্র তার পুরীমান ॥ মেদশিরা পুত্র তার শিবস্কন্ধ হৈব। যজ্ঞশ্ৰী তাহার স্বত বিজয় জন্মিব। অন্ধ বংশে শূদ্ৰজাতি কুড়ি ক্ষিতিধর। ছয়পঞ্চাশৎ চারি শতেক বৎসর } পৃথিবী ভুঞ্জিব তারা নিজ ভুজবলে । সাত অাভীয় হৈব তাহার অস্তরে ॥ জন্মিব গর্দভকুলে দশ নরপতি । তবে আর ষোড়শ জন্মিব কঙ্কজাতি ॥ তবে অষ্ট যবন জন্মিব ক্ষিতিতলে । চতুর্দশ শুর হৈব তাহাব অস্তরে ॥ তবে দশ শুরও পৃথিবীবতি হৈব। তবে একাদশ মৌল পৃথিবী ভুঞ্জিব। নয় অধিক নব্বই বৎসর দশ শত । এ সবে পুথিবী ভাগ কৰিব তাবত ॥ একাদশ মৌল তবে হেব আরবার। তিনশত বৎসর করিব অধিকার ॥ তৰে কিলকিলা নামে আছে একপুরী । তাতে ভুতলনা নামে হৈব অধিকারী ॥ তবে রাজা বন্ধিরি স্বনন্দি তার পাছে । তবে যশোনন্দি প্রবীর তার শেষে ॥ ছয়াধিক একশত বৎসর প্রমাণ । এ সবে কবির রাজ্য মহাবলবান ॥ তা-লভার ত্রয়োদশ জন্মিব কুমার । তবে হৈব বাহিলকের রাজ্য অধিকার ॥ ভবে পুষ্পমিত্ৰ হৈব ক্ষত্রিয়-কুযায়। দুর্শ্বি এ পাইব তবে রাজ্য-অধিকার। এক কালে এই সব নৃপতি হইব । সপ্ত অন্ধ, সপ্ত কোশল জনমিৰ। জন্মিৰ ৰেছরপতি তাছার অস্তরে। তৰে কত রাজা হৈব নিষধের কুলে । শ্রীমদ্ভাগবত মগবংশে রাজা ( ১ ) হৈব বিশ্বস্ফুজি নাম । তবে পুরঞ্জয় রাজা হৈব বলবান। আন বর্ণ করিয়া স্থাপিব আন জাতি । যদু মদ্র পুলিন্দ করিব মন্দমতি ॥ লিজ রাজ্য তেজিয়া রহিব আন স্থানে । পদ্মাবতী নামে পুরী করিয়া নিৰ্ম্মাণে ॥ প্রয়াগ অবধি ভাগীরথী সমিধান। তথাই রহিব পৃথী ভূঞ্জি বলবান । সৌরাষ্ট্র আরণ্য (২) রাজা হৈব তার শেষে । অৰ্ব্বদ মালব রাজা হৈব তার পাছে। তবে শূদ্র (৩) আভীর বৃপতিগণ হৈব । শুদ্রবৃত্তি হৈয়া বিপ্র কেবল বৰ্ত্তিব। শুদ্রপ্রায় রাজা হৈব সিন্ধুতীরে বাস। (৪) চন্দ্রভাগ কুস্তাঁদেশ কাশ্মীর-নিবাস ॥ শুদ্রজাতি রাজা হৈব পতিত ব্রাহ্মণ । কোম রাজ্যে মেচ্ছ কোন রাজ্যে হীনজন । প্রায় স্লেচ্ছ রাজা হৈব দুষ্ট কলিকালে। অসত্য অধৰ্ম্ম মাত্র জানিব সংসারে ॥ অল্পদাতা তীব্রক্ৰোধ হৈব নৃপগণ । পরদার পরধন লঙ্ঘন হরণ ॥ স্ত্রী বালক গো ব্ৰাহ্মণ বধিব পরাণে । অল্পধন আল্পসত্য হৈব সৰ্ব্বজনে ॥ অল্প পরমায়ু হবে লিনিস্ত আচার। কুলকৰ্ম্ম-হীন দেহ-গেহ-অহঙ্কার। রজোগুণে তমোগুণে সব বেয়াপতি । ক্ষেত্রিবেশে মেচ্ছ রাজা করিখে নিন্দিত । প্রজাক্ষয় করিব ভক্ষিণ সৰ্ব্বঞ্জল । অন্তোদ্যে সকল লোক কাল্পৰ পশুখল । দুষ্ট রাজা দেখি প্রজা হেব দুরাচার। সেই ধৰ্ম্ম লৈব সেই শল ব্যবহার ॥ এইরূপে কলিযুগে হৈব প্রজাক্ষয় । ভাগবত-আচার্য্যের ভাষা রসময় ॥ ( ১ ) পাঠাস্তুর,—“মগধ ব rশর " ( २ ) "छदङ्ख्छौ ।।' ( & ) is I ( s ) পাঠা স্তর,— "শূদ্র প্রায় হইয়া সিন্ধুতীরে হৈব বাস।” ইতি শ্ৰীভাগবতে মহাপুরাণে দ্বাদশস্কন্ধে প্রথমোইধ্যায়: ॥১ ॥