পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©08 ত্রিতুবননাথগণ-বন্দিত চরণ। ত্ৰিজগত-গতি গুরু অখিল কারণ ॥ হেন লেজু কলিযুগে কেহ না ভজিব । পাষণ্ড কুসঙ্গ সঙ্গে জগত মজিব । যার নাম বারেক স্মোঙরি অস্তকালে । স্থলিত পতিত কিবা আকুল অস্তরে । দৃঢ় কৰ্ম্ম-নিগড় ছিণ্ডিয়া ততক্ষণে । কৃষ্ণময় হৈয়া তার বৈকুণ্ঠ গমনে ॥ হেন হরি কলিযুগে না ভজিব নর। লা করিয়া সাধুসঙ্গ মজিব সকল । ভক্তিভাবে হৃদয়ে ধরিলে নারায়ণ । চিত্তগত কলিমল করে বিমোচন । শৰণে করুক কিবা করুক কীৰ্ত্তন। ধেয়ান পূক্তন কিবা আদর মোদন ॥ হৃদয়ে থাকিয়া তার প্রভু দয়াময় । অযুত জনম পাপ সব করে ক্ষয় ॥ হেমগত বহি যেন বর্ণদোষ হরে । এইরূপ চিত্তগত যদি হরি করে । অশুত হরিয়া ছরি করে শুভাশয় । পুনরপি তার আর তবতয় নয় ॥ বিদ্যা ব্ৰত তপ জপ তীর্থ পৰ্য্যটন। শ্ৰীমদ্ভাগবত যজ্ঞ দান তীর্থ-স্নান পবন-রোধন ॥ এ সব অস্তর শুদ্ধি তত বড় নহে। হৃদিগত কৃষ্ণ যেন পাপরাশি দহে ॥ এ বোল বুঝিয়া রাজা স্থির কর মন ৷ মরণ-সময় আলি দিল দরশন। হৃদিগত করি হরি পরম যতনে । হৃদয়ে চিন্তিলে হয় গতি নারায়ণে । মরণ দেখিতে হরি চিস্তিব হৃদয় । সৰ্ব্বময় সৰ্ব্বগতি সভার আশ্রয় ॥ হৃদয়ে চিন্তিলে ছরি আত্মভাব করে। অশেষ পাতক বন্ধ ভূত্য পাপ হরে ॥ কলিকাল দোষময় গভীর সাগর । এক মহাগুণ মাএ শুন ৰূপবর দ্র কৃষ্ণ সঙ্কীৰ্ত্তন মাত্র ভববন্ধ নাশ । কৃষ্ণময় হয়্যা চলে কৃষ্ণপদে বাস ॥ সত্যযুগে ধ্যানে যত পুণ্য উপজয়। নেতাযুগে যজ্ঞদানে যত পুণ্য হয়। দ্বাপরেতে পরিচর্ষ্যাগত যত ফল । কলিযুগে লতে হরি-কীৰ্ত্তনে সকল । ভাগবত-আচাৰ্য্যের মধুরল-ভাষা । গদাধর-পদযুগ বিলে নাহি আশ । ইতি ইতাগৰতে মহাপুরাণে দ্বাদশস্কন্ধে শুকমুনি বোলে রাজা কর অবধান । কছিল তোমারে কালগতি পরমাণ । চল্লিযুগ যুগমন কহিল সকল । এখন প্রেলয়-কল্প শুন নরেশ্বর ॥ চারি সহস্ৰ চারি যুগে এক করি। এতেকে ব্ৰহ্মার এক দিন করি ধরি। চতুদশ মন্থ হয় কল্পের ভিতরে। এক এক মন্ত্র রছে এক মন্বস্তরে ॥ রজনী জানিব তত যুগ-পরিমাণে । সেই সে প্রলয় যাতে ব্ৰহ্মার শয়নে ॥ এই পরলয়ে ছয় তিনলোক নাশ । অনন্ত শয়নে যাতে শোয়ে শ্ৰীনিবাল ॥ কৃতীয়োইধ্যায়: ॥ ৩ ।

      • f yе уTў І

তিনলোক উদরে করিয়া নারায়ণ । প্রলয়সাগরে করে অনন্ত শস্থল ৷ এই দৈনন্দিন বলি খণ্ড পরলয় । এইরূপে কত কত কোটি কল্প হয় । শতেক বৎসর যদি ব্ৰহ্মার প্রমাণে । পুরিব ব্ৰহ্মার পাত জানিব তখনে ॥ ( ৯ ) প্রকৃতি পুরুষ কাল যাথে যায় নাশ । এই মহাপরলয় কৃষ্ণের বিলাস । (১) পাঠান্তুর"গ্রাসিব ব্ৰহ্মাওখণ্ডে জানিব তখনে ৷”