পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&g e হৃদয়-পঙ্কজে হরি কংয় ধেয়ান । ৰোগৰলে কৈলা যোগ চিত্ত সমাধান ৷ সমাধি করিয়া যোগ রহিল ধেঙ্গানে । ছয় মদ্বস্তর বহি গেল এইমনে ॥ সতি মস্বস্তর বেলে দেব পুন্দের । শুনিয়া মুনির তপ চিন্তিল অস্তর ॥ তপোতঙ্গ করিতে চিস্তিল পরকার । গন্ধৰ্ব্ব অপ্সরাগণে পাঠায় তৎকাল ॥ বসন্তু মলয় বাত কাম পঞ্চশর । দম্ভ লোভ মদ মাল পাঠায় সত্বর ॥ তারা সব শীঘ্ৰ গেল মুনির আশ্রমে । হিমালয়পৰ্ব্বত-উত্তর তপোবলে । পুষ্প দ্রা নদী যাহা বিচিত্র পাষাণ । পুণ্যাশ্রম ( ১ ) লতাবলী ললিত উষ্ঠান ॥ পুণ্য দ্বিজকুলাধুল পুণ্য জলাশয়। মত্ত শুক পিকবর ভ্রমর সঞ্চয় ॥ মত্ত বিহগকুল শবদ ঝঙ্কার । মত্ত ময়ুর লট লটল বিহার ॥ মন্দ মারুত বছে হিমকণজাল । কুমুম বরিষে গন্ধ মদলবিকার । উদিত রজনীনাথ প্রজণীবদন । প্রবাল-স্তবকজাল ক্রম আলিঙ্গন । মূৰ্ত্তিমান হৈল আলি সাক্ষাত বসন্ত । গন্ধৰ্ব্ব কিয়রে গায় সুগীত সুমন্দ ॥ রতিপতি দরশন দিল ফুলশরে । স্থর-বিদ্যাধরী নৃত্য করে মনোহরে ॥ আসিয়া দেখিল মুলি মুদিত লোচম । মহাতেজোময় যেন দীপ্ত হুতাশন । ইজের নাচনী নাচে মুনির গোচরে । ৰীণ বেণু মৃদঙ্গ বাজন মনোহরে ৷ পঞ্চশর মদন যুড়িল শরাসনে ॥ সাক্ষাতে বসস্ত কৈল পুষ্প বরিষণে । সমুখে পুঞ্জি ঞ্চস্থলা গেভুয় খেলায় । স্তনতর ললিত মন্থর গতি যায় । ৰিগলিত কেশবন্ধ বিলোলিত মালা । ৰিঘটিত তত্ত্ববাস কটিতে মেখলা। পৰন-চলিত বাস মদন-বিলাস । ভুরুতঙ্গ ৰিকলিত মন্দ মধুহাস । পঞ্চশর পঞ্চ বাণে বিন্ধিল অম্ভর । চৌদিগে খচিত মুণি ইঞ্জের কিঙ্কর ॥ (s ) गा?ांखब्र,-"भूना अभ* । শ্ৰীমদ্ভাগবত কেৰা কত লীলা কৈল কত পরকার । কেছে না পারিল তপোভঙ্গ করিবার ॥ মুনির শরীর-তেজে দহে কলেবর । বাহুড়িয়া গেল যত ইন্দ্রের কিঙ্কর । কহিল সকল কথা ইন্দ্রের গোচর। বিস্ময় পfuল ইন্দ্র চিস্তিল বিস্তর ॥ এইরূপে তপোযোগ সমাধি ধেয়ালে । নিরস্তর চিস্তে হরি চিত্ত সমাধানে ॥ অনুগ্রহ করিতে আপনে ভগবান । দরশন দিলা নর-নারায়ণ নাম ॥ শুক্ল কুষ্ণ দু হার বরণ মনোহর । লবকল্প বিলোচন ভুবন সুন্দর { চারু চতুভূজ মহাপুরুষ লক্ষণ । বাঘছাল বৃক্ষ ছাল দুহার বসন ॥ দও কমণ্ডলু ধরে পবিত্র মেখলা । ব্রহ্মস্বত্র কটিস্ময় ধরে অক্ষমালা ॥ দীর্ঘ মহাভূজ রুচি তড়িত প্রবtশ । নর-নারায়ণ ঋষি জগতনিবাস ॥ দেখিয়া সন্ত্রমে মুনি উঠিলা সত্বরে । দও পরণাম করি পড়ে ভূমিতলে । অস্তরে বাহিরে হৈল আনন্দ তরঙ্গ । নয়নে আনন্দ-জল পুলকিত M ; করযোড়ে করে স্তুতি প্রণতকদ্ধর । নমো নমো নারায়ণ গদগদ অস্তর ॥ রতন আসনে মুনি বসায়্যা আদরে । পুণ্যজল দিয়া তার চরণ পাখালে । ধূপ দীপে পুজে মুনি সুগন্ধি চন্দলে । পুনঃপুন প্ৰণময়ে বিনয় বিধানে ॥ স্তুতি করে মুনিরাজ শিরে ধরি কর । কি বর্ণিব প্ৰভু তুমি প্রকৃতির পর । তোমা হলে সৰ্ব্ব জীব হয়ে উতপন্ন । সকল ইজিয়গণ বুদ্ধি বাণী মন ॥ তোমা হলে উতপতি সঞ্চার সংছর। তুমি সৰ্ব্বগতি পতি ভুবন-আধার। তথাপি ভকত বন্ধু প্রিয় হিতকারী । তোমার মহিমা নাথ কি কহিতে পারি। লোক-পরিত্রাণ-হেতু কর অবতার। আপলে স্বজিয়া পাল করহ সংহার। শ্রতিমুখে যেরূপে ধিয়ায় মুনিগণ । হুম্বন প্রণাম করে আর্টচন বন্দন । সেই নারায়ণ তুমি প্ৰভু ভগবান। দরশন দিলে মোরে কৈলে পরিত্রাণ ॥