পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এতেক ৰচন শুনি হর মহেশ্বর । পাৰ্ব্বতীর তরে দিল প্রবোধ উত্তর ॥ এ ধন সম্পদ বিপ্র না মাগে মুকতি । গোবিন্দ চরণে মাগে একান্ত ভকতি ॥ হরি ভক্তি হৈল দূর গেল তবতাপ । তথাপি বিপ্রের সহে করিব আলাপ ॥ এই সে পরম লাভ বৈষ্ণব-সন্তাষ । ভক্তগণ সহে করি ভকতি জিজ্ঞাসা ॥ এতেক বচন বুলি ভবানী সচিতে। সাগণে নাম্বিলা শিব বিপ্র সম্ভাষিতে ॥ সৰ্ব্ব বিদ্যাবিশারদ শাস্তজন গতি । বিপ্ৰ-সন্তাষিতে গেলা ত্রিভুবন পতি। সাক্ষাতে বহিলা গিয়া পাৰ্ব্বতী শঙ্কর । না জানে ব্রাহ্মণ কিছু কেবা নিজপর ॥ নিশ্চলে আহিল মুনি সমাধি ধারণে । সাক্ষাতে শঙ্কর দেবী সে কিছু না জানে ॥ তবে শিব কৈল তার হৃদয়ে প্রবেশ । অষ্টভূজ ত৮িত পিঙ্গল জটা কেশ । বাঘ ছাল পরিধান এ তিন লোচন। ভম্মবিভূষিত কোটি স্বৰ্য্য বিলোচন। খঙ্গ চৰ্ম্ম ধনুৰ্ব্বাণ ডমরু কপাল । অষ্টভুজে বিরঞ্জিত ত্রিশূল কুঠার ॥ হৃদয়ে দেখিয়া শিব ব্রাহ্মণ বিস্মিত । একি একি বুলি বিপ্র হৈল চমকিত ॥ সমাধি ভাঙ্গিয়া বিপ্র মেলিল নয়ান । সগণে দেখিল শিব নিজ সন্নিধান ॥ সাম্রমে উঠিয়া বিপ্র কর ষোড় করি। দও পরণাম কৈল ভূমিকলে পড়ি ॥ কুশল জিজ্ঞাসা কৈল স্বাগত বচনে। পাভ অৰ্ঘ্য দিয়া শিব পূজিল সগণে । ধূপ দীপ গন্ধ পুষ্প নানা উপহারে। ভক্তিভাবে পুজে শিব ব্রাহ্মণকুমারে। নমো নমো হুর মহাদেব মহেশ্বর ) নমো ভবভয়ংর গিরীশ শঙ্কর। এত স্তুতি করি বোলে দুই কর যুড়ি । পূর্ণকাম প্ৰভু তুমি সৰ্ব্ব অধিকারী ॥ মুঞি কি কহিব নাথ চরণে গোচর । আমি দীন হীন তুমি মহা মহেশ্বর। এত স্তুতি কৈল যদি ব্রাহ্মণ-তনয় । কহিতে লাগিলা তবে শিব দয়াময় ॥ বর মাগ বিপ্ৰ তুমি যত ইচ্ছা মনে । সেই বর দিব আমি তোমার কারণে ॥ গ্ৰীকৃষ্ণ-প্ৰেমতরঙ্গিণী ぐ28S) আমার সাক্ষাত কতু না হয় বিফল । বর মাঙ্গ বরদাতা আমি মহেশ্বর ॥ শাস্ত ভূতহিতরত নিৰ্ম্মল শরীর । ভক্তিযুত সঙ্গ-বিবজ্জিত দয়াশীল ॥ সমদৃষ্টি হৈয়া যুত নিৰ্ব্বৈর ব্রাহ্মণ । সৰ্ব্বদেব করে তার আচচন বন্দন ॥ ইন্দ্র আদি দেব তার করে উপাসনা । ত্ৰিভূবনে কেবা জানে বৈষ্ণব-মহিমা । আমি তব ব্রহ্মা দেব আপনে শ্ৰীহরি । অৰ্চন বন্দন সেবা আমি সবে করি ॥ আমি তব ব্রহ্মা বিষ্ণু এ তিন ঈশ্বরে । তিলেকে না দেখে ভেদ ভক্ত সাধুবরে ॥ তে-কারণে বিপ্ৰ আমি তোমাকে সম্ভাষি । পরম বৈষ্ণব তুমি সৰ্ব্বগুণরাশি । জলময় তীর্থ দেব শিলা-ধাতুময়। এ সবে পবিত্র কায় চিরকালে হয় ॥ তুমি সব দৃষ্টি মাত্রে কর পরিত্রাণ। তে-কারণে আইলাঙ আমি তোমা বিদ্যমান ॥ লিতি নিতি করি বিপ্রকুলে নমস্কার । ব্রাহ্মণ প্রসাদে সব সম্পদ আমার ॥ বেদময় বিপ্ৰ সৰ্ব্ব দেবরূপ ধরে। সৰ্ব্বদেব সৰ্ব্ববেদ বিপ্র কলেবরে। হরিভক্তি যত বিপ্র উদার চরিত্র । শ্রবণ কীৰ্ত্তনে করে জগত পবিত্র । পতিত পামর মহাপতকা চণ্ডাল । দরশন মাত্রে শুদ্ধ হবে অনাচার ॥ এতেক বচন যদি বলিল শঙ্কর । অমৃতের ধারা যেন শ্রুতি-মনোহর। প্রলক্ষ্মসাগরে বিপ্ৰ ভ্ৰমিঞা দুঃখিত । তাথে চিরকাল বিষ্ণুমায়াবিমোহিত । শিবের অমৃত বাণী শুনিএ শ্রবণে । খণ্ডিল সকল ক্লেশ কহে সাবধানে । ঈশ্বরচরিত্র নাথ বুঝন না যায়। কে বুঝে ঈশ্বর-লীলা কেবা অস্ত পায়। ঈশ্বরে প্রণাম করে অধীন কিঙ্করে । ধৰ্ম্ম লওয়াইতে তৃত্যজনে স্তুতি করে। ঈশ্বরে বুঝায় ধৰ্ম্ম ঈশ্বরে লওয়ায় । ঈশ্বরে করিয়া কৰ্ম্ম জগতে করায় ॥ এতেক ঈশ্বর তেজ না টুটে না বাঢ়ে । কুহকের মায়া যেন কুহকে না ধরে। নমো নমো ভগবান কেবল ঈশ্বর। बिछशष्ठ ७क्र छांबबग्न भएश्चंद्र ॥