পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●●も রাম অবতার লীলা-চরিত্র-বর্ণনা । নিমি দেহু পরিত্যাগ জলম খণ্ডন ॥ ভৃগুপতি রাম অবতার-গুণ কথা । চন্দ্রবংশচরিত্র যযাতি-পুণ্য গাথা ॥ দুষ্মন্ত-ভরত-পুণ্যচরিত্র আখ্যান । শাস্তম্ব-চরিত্র যদুবংশ-গুণগ্ৰাম । যে বংশে সাক্ষাত কৃষ্ণ পূর্ণ অবতার । বসুদেব-গৃহে জন্ম গোকুল-বিহার ॥ তার পুণ্য যশ কহি এই ভাগবতে । অতুল-বিক্রম-লীলা বর্ণিল সাক্ষাতে ॥ পুতনা স্বাক্ষসী বধ বিষ স্তন-পানে । শকট-ভঞ্জন পদঅঙ্গুলি-ঠৈকলে । তৃণাবৰ্ত্ত-বধ বক-বৎস-বিনাশন । ধেছুক-প্ৰলম্ব-বধ গোকুল-রক্ষণ ॥ কালিনাগ দমিএ কালিন্দাজল-পান । দাবাগ্নি করিয়া পাল গোপ পরিত্রাণ ॥ মহালগি বধি নন্দগোপের উদ্ধার । গোপকন্ত-ব্রতচয্য বস্ত্র-অপহর । যজ্ঞপত্নী-অম্লভিক্ষা বিপ্র অজুতাপ । গোবৰ্দ্ধন-ধারণ ইন্দ্রের স্তুতিবাদ ॥ শক্ৰ সহে গোলোক সুরভি আগমন । কৃষ্ণ অভিষেক কৈল সৰ্ব্বদেবগণ । রমণীমণ্ডলে রাসক্রীড়া অবতার। শঙ্খচূড়-বধ কথা অরিষ্ট-সংহার। কেশি-বধ গোকুলে অঙ্কুর আগমন । অকুরের সহে রাম কৃষ্ণ সম্ভাষণ ॥ মথুরা-প্রবেশ ব্ৰজযুবতী বিষাদ । রঙ্গকার-মালাকার-প্রচর-প্রসাদ ॥ রঙ্গভূমি-পরবেশ গজ-বিনাশন । চানুর মুষ্টিক বধ কংস-নিপাতন ॥ যমপুরে গুরুপুত্র আনিএ প্রদান । মধুপুরে যদুবংশ-স্থাপন-বিধান ॥ জরাসন্ধ-সৈন্তবধ বহু বারেবার । মুচুকুন্দে কৃপা কালযবন সংহার। দ্বারক-নিৰ্ম্মাণ দ্বারাবতীপুরী-বাস । পারিজাত হরণ নরক কুল-নাশ ॥ দেবগণ-অপমান স্বধৰ্ম্মা-হরণ । রুক্মিণী-হরণ রিপুকুল-বিনাশন ॥ বাণ-যুদ্ধ রণভঙ্গ চর-পরাজয় । বোল সহস্ৰ কন্ত। কীর পরিণয় । দস্তবক্স ওরাসন্ধ শত্ব শিশুপাল । দ্বিবিদ-সম্বর বধ বিপক্ষ সংহার। শ্রীমদ্ভাগবত কুরু-পাণ্ডুবিবাদ ভারতযুদ্ধ কথা । ক্ষিতিভার হরণ গোবিন্দ-গুণগাথা । বিপ্রশাপচ্ছলে যদুকুলের বিনাশ । উদ্ধব-সংবাদ ভক্তিযোগ-পরকাশ। মৰ্ত্তলোক-পরিত্যাগ বৈকুণ্ঠ গমন । কালগতি চারিযুগ প্রমাণ-লক্ষণ ॥ চতুৰ্ব্বিধ প্রলয় বিবিধ উতপতি । পরীক্ষিত দেহত্যাগ বিষ্ণুপদে গতি ॥ চরিবেদ বহুশাখা-বিস্তার কথন । মার্কণ্ডেয় মুনির প্রলয়-দরশন ॥ তুমি সব যত জিজ্ঞাসিলে মুনিগণ । আদি হনে কহিল সকল বিবরণ ॥ লীলা-অবতার কথা বিচিত্র বিহার । কহিল কৃষ্ণের যশ-মহিম-বিস্তার ॥ স্থলিত পতিত অlও কাল শ্বাস বশে । উচ্চ করি হরি হরি শবদ প্রকাশে ॥ সৰ্ব্বপাপ-বিমোচন হয়ে লেইক্ষণে । কি কহিব নিরবধি শ্রবণ কীৰ্ত্তনে ॥ অনস্ত পরমানন্দ প্রভু ভগবান । যে জন কীৰ্ত্তন তার করে গুণগান ৷ চিত্তে প্রবেশিয়া তার প্রভূ নারায়ণ । ধুলিয়া পেলায় দু:খ জ্বরিত-বন্ধন । স্বৰ্য্য তম হরে যেন বায়ু ঘনাবলী । এইরূপে ভবভয় হরয়ে শ্রীহরি ॥ অসত্য প্রলীপ কথা যথ তথা কহি । মিছা বাণী জানিব কেবল পাপময়ী । যে কথায়ে না থাকে কৃষ্ণের গুশলাম । সাধুজন নহে কভো তার সন্নিধান ॥ সেহ সত্য স্বমঙ্গল সেহ পুণ্যময় । যাথে কৃষ্ণ গুণ নাম-মহিমা-উদয় ॥ সেই রম্য ধন্ত যেন নব মহোৎসৰ । সেই শোক-সমুদ্র শোষণ মনোভব। যাথে কৃষ্ণ-গুণনাম চরিত্র-বর্ণনা । যাথে পদে পদে কহি গোবিন্দ-মহিম। বিচিত্র অক্ষয়-পদ শ্রীতি-মনোহর । কৃষ্ণকথা যশ যাথে জগত-মঙ্গল ॥ যে বচন সৰ্ব্বজন-অঘবিপ্লাবন । যাথে প্রতিপদে হরিনাম সংকীৰ্ত্তন ॥ অপশব্দযুত যদি সে বচল হয় । তথাপি শ্ৰৰণ মানে সৰ্ব্বপাপ ক্ষয় ॥ যে নাম শ্রবণ গান সাধুজনে করে। উচ্চারণ কীৰ্ত্তন মোদন নিরস্তরে ।