পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৬৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

<©&Nor এইরূপে কোটি কোটি প্রণাম স্তবন। করি আর কহে স্থত পুরাণ-লক্ষণ । দানফল পাঠফল পুরাণ মহিম। একে একে কহে স্বত করিয়া গণন ॥ পাচ পঞ্চাশ দশ সহস্র প্রমাণ । ব্ৰহ্মপুরাণের সংখ্যা এই সম্বিধান ॥ তেইশ সহস্ৰ বিষ্ণু পুরাণ লক্ষণ । চব্বিশ সহস্ৰ শৈব পুরাণ লিখন । শ্ৰীভাগবত অষ্টাদশ পরমাণ । পঞ্চবিংশতি লিখি নারদ পুরাণ ॥ মার্কণ্ডেয় পুরাণ নব সহস্ৰ লিখনে । পঞ্চদশ চারিশত অগ্নিপুরাণে । চৌদলছন্ত্ৰ সংখ । ভবিষের লিখি । তাহাতে অধিক আর পাচশত দেখি ৷ ব্ৰহ্মবৈবৰ্ত্ত অষ্টাদশ পরিমাণ । একাদশ সংখ্যা করি লিঙ্গ পুরাণ ॥ একশতাধিক একাশতি সংখ্যা করি । স্কন্ধ পুরাণের এই লেখা অবধারি। বোল সহস্ৰ লিখি বরাহপুরাণ । বামন পুরাণ দশ সহস্ৰ বিধান । কুৰ্ম্ম সপ্তদশ সহস্র সংখ্যা করি । মৎস্ত পুরাণ চতুদশ সংখ্যা ধরি ॥ উনবিংশ সহস্ৰ লেখি গরুড় পুরাণ । স্বাদশ সহস্র ছয় ব্ৰহ্মাও পুরাণ ॥ চারি লক্ষ অষ্টাদশ পুরাণের সংখ্যা । তাতে অষ্টাদশ শ্ৰীভাগবত লেখা ॥ পূৰ্ব্ব এই ভাগবত দেব নারায়ণে। নাভিপঙ্কজবাসী ব্ৰহ্মার কারণে ॥ করুণাসাগর হরি সর্ব৪ীব-গতি । প্রকাশিল ভাগবত দেখি প্রজাপতি ॥ আজি মধ্য অবসানে কৃষ্ণ-গুণ-কৰ্ম্ম । ভক্তি-জ্ঞাণ-বৈরাগ্য সংযুত নানা ধৰ্ম্ম ॥ হরিকথা বিনে ভাগবতে নাহি আন । হরিকথা-গীলা ধার অমৃত-নিদান ॥ কেবল কৈবল্যনিষ্ঠ দ্বৈত বিবর্জিত। বেদ বেদাস্তের সারব্রহ্ম সুলক্ষিত ॥ দান করে যেব ভাদ্র পৌর্ণমালী দিনে। ছেম সিংহবুত ভাগৰত মহাদানে ॥ শ্রীমদ্ভাগবত সে পায় পরম গতি ভব বিমোচনে । ভাগবত-সম শাস্ত্র নাহি ত্রিভুবনে ॥ ভাগবত যাবৎ সাক্ষাতে নাহি দেখে । অন্ত শাস্ত্র তাবত ভকতগণ রাখে । শ্ৰীভাগবত বেদ বেদাস্তের সার । মহাভাগবত সম শাস্ত্র নাহি আীর ॥ ভাগবত-রসসিন্ধু-মধুবিন্দু পানে। অস্ত শাস্ত্রে শ্রদ্ধা নাহি করে বুধজনে ॥ নদী মধ্যে গঙ্গা যেন দেবমধ্যে হরি। বৈষ্ণবের মধ্যে যেন শম্ভ, ত্রিপুরারি। পুরাণের মধ্যে তেন ভাগবত শাস্ত্র । হরিকথামৃত পান বিনিৰ্ম্মিত পাৰে। ভাগবত পুরাণ বৈষ্ণবের জীবন । পরম বৈরাগ্য-প্রেম-আনন্দ-বিধান ॥ পঢ়িলে শুনিলে কিবা করিলে বিচার। ভক্তিযুক্ত হৈয়া নর হয়ে ভবপার। জ্ঞানদীপ ভাগবত ব্ৰহ্মার আননে । উপদেশ দিয়া প্রকাশিলা নারায়ণে । তবে ব্ৰহ্মা কৈলা নারদেরে উপদেশ । বেদব্যাসে সমৰ্পিলা ধরি মুনিবেশ ॥ ব্যাসরূপে শুকমুখে কৈলা সমর্পণ । শুকৰূপে পরীক্ষিত মুখে নিয়োজন ॥ হেস সত্য পর শুদ্ধ নিত্য ভগবান। সে দেবচরণে রক্ত অনন্ত প্রণাম ॥ নমো নমো বাস্থদেৰ দেব গুণধাম । কৃপায়ে ব্ৰহ্মার মুখে অর্পিল পুরাণ ॥ শুকদেৰ যোগেশ্বরে বন্দে; নিরস্তর। মুনীন্দ্ৰবন্দিত পদ লীলা-কলেবর। বর্ণিল সকল ভাগবত উপাখ্যান । যাহার কুপায়ে বিষ্ণুয়াত পরিত্রাণ ॥ রঘুনাথ পণ্ডিতে রচিল গীতবন্ধ । শুনিলে সকল লোকে বাড়িৰ আনন্দ ॥ মুখে ভাগবত লোক বুঝিবার তরে । রঘুনাথ পণ্ডিত রচিল কথাচ্ছলে । বুধজনে লৰে মোর এই পরিহার। দোষ ক্ষমা করি গুণ করিহ বিচার ॥ ঐযুত ঐগদাধর পদযুগ জান । ভাগবত-আচার্ধ্যের মধুরল গান। BB BBBBB BBBBB BBBBB BBBBBB BBBBBB BBBBB BBBBBBBBtttg সমাপ্তশ্চায়ং শ্ৰীভাগৰতস্ততাষা-প্ৰেমতরঙ্গিণী-দ্বাদশস্কন্ধঃ ॥ ১২ ॥ -- - مر -صاصر جا. نه/tv2حرينaxtrtي ، rr: