পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐবৃহত্তঙ্গৰতামৃত S:్స এই কোন উপদ্রব আমার হইল ? । তহে মহাবিঘ্ন আলি নিশ্চয় জন্মিগ ॥ অদ্য কার জপ মোর সমাপ্ত নছিল । । কি করি উপায়—রাত্ৰি আগত হইল । এই অচেতন কিবা নিদ্রাতে প্রভব ? । কিবা হইল আমারে ভূত-অভিভব ? । ং ছা মম দুঃস্ব ভাব জানিলু নিশ্চয়। শোকস্থানে হৃদয়ের স্বগ যাহে হয় ৷ একদিন উক্তমতে করিয়া শোচন । নিদ্রিত হইল বিপ্র না করি ভোজন ॥ স্বপ্ন আদেশেল শ্ৰীমাধব স-লাম্বন— । কি কারণ বৃথা শোক করহ ব্ৰাহ্মণ । উপবাসে মোরে আপনারে দেহ' ক্লেশ । শীঘ্ৰ সিদ্ধ হৈবে তব মানস অশেষ । উমাপতি-বিশ্বেশ্বর কথিত বচন । অ{পনার চিত্তে তাহী করষ্ঠ স্মরণ ॥ যমুনার তারপথে ত্বরায় ব্রাহ্মণ । যাহ তুমি অনিবচনীয় বৃন্দাবন ॥ আমার প্রসাদে পেস্থান অসাধারণ । তোমার হইবে লাভ হর্ষ বিচক্ষণ ॥ পথমধ্যে কোনমতে বিলম্ব কখল । কুত্রাপি না করি শীঘ্র করহ গমন ॥ শ্ৰীমাধবাদেশে প্রাতে উঠিয়া ব্রাহ্মণ । হষ্টচিত্তে প্রস্থান করিল ততক্ষণ । পথগতিক্রমে যায়৷ শ্ৰীমন্মথ রায় । স্বান করি বিশ্রামতীর্থেতে যমুনায় । ঐযুত ঐকৃন্দাবনে গিয়া ততঃপর । নিজ জপে ধ্যায়মান মত পরিকর। গো-গোপ-কদম্ববৃক্ষ প্রভৃতি মুন্দর। প্রায় দেখি হৈল অতি আনন্দিততর ॥ সেই গে-ভূষিত বৃন্দাবনে ইতস্তত: । কোনজনে না দেখি ভ্রময়ে অভিমত । ঐকেশিতীর্থের পুৰ্ব্বদিগেতে ব্রাহ্মণ । হঠাৎকারে শুনিবারে পাইল রোদণ ১ সেইদিগে গিয়া—প্রেমে নামসঙ্কীৰ্ত্তন। শুনি বারম্বারে—তারে করে অন্বেষণ । নিবিড়ান্ধকার বনে না দেখিয়া করে । কোথা হৈতে আস্তে শস্ব ?—অন্বেষয়ে তাৱে । সেই সঙ্কীৰ্ত্তনধ্বনিস্থানে নিরূপিয়া । যমুনার তীরে বিপ্র উপনীত গিয়া ॥ কদম্বনিকুঞ্জমধ্যে করিল দর্শন— । গোপবেশ বেণু-শৃঙ্গ-বেত্ৰাদিধারণ ॥ কিশোর সুকুমারাঙ্গ পরমসুন্দর। সৰ্ব্বাঙ্গ-সৌষ্ঠবযুক্ত অতি মনোহর । নিজেষ্টদেবতাশ্রমে সে গোপকুমারে । মহাভর্ষে গোপালেতি সম্বোধিয়া তারে । প্ৰণমিয়া দণ্ডতুল। ক্ষিতিতে পড়িল । তাহাতে তাঙ্গর বহিদৃষ্টি সে জন্মিল। সৰ্ব্বজ্ঞের শিরোমণি শ্ৰীগোপপুমার। জানিল—মাথ রবিপ্রকুলে জন্ম তার ॥ কামাখ্যাদেবীর কামরূপনামে দেশ । তথায় নিবাস বিপ্র করয়ে বিশেষ ॥ শ্ৰীমদ-গোপালের উপাস করে । দূর হৈতে আসিয়াছে এথা সমাদরে ॥ কুঞ্জে হৈতে বহিরিয়া করি উত্থাপন । নমস্করি আলিঙ্গিয়া বসাল্য তখন ॥ করিলেন সন্তোষ আতিথ্য-ব্যবহারে । শ্ৰীগোপকুমার করি করুণ। তাহারে । দেবী-আরাধনাবধি ব্রজে আগমন। পৰ্য্যস্ত যে অতুভব করল ব্রাহ্মণ ॥ হাসিয়া সংক্ষেপে তাহ কহিল। তখন । নিজ বক্ষ্যমাণ বাক্যে বিশ্বাসকারণ ॥ বুঝিয়া ব্রাহ্মণ গোপকুমার তাহায় ! অতি হর্যে আপনার প্রিয়জনে পায় ॥ বিশ্বাসী জানিয়া তারে আপন বৃত্তাস্ত । সকল কহিল বিপ্ৰ যত আদ্যোপাস্ত । 'সত্তম গোপনন্দন সৰ্ব্বজ্ঞের বর।' জানিয়া তাহরে বিপ্ৰ হইয়া কাতর। বিনম্নাবনত দৈন্তসহিত তখন । পুনৰ্ব্বার বৈশেষিস্থা কহেন বচন— ॥ স্বৰ্গ--মাক্ষ-আদিরূপ সাধ্য নানামত । তাহার সাধন—কৰ্ম্ম-জ্ঞান-আদি স্বত । গঙ্গাতীর-বারাণসী-আদিস্থানে আর । ৰহু-ৰাদ-শ্রবণ হইল যে আমার ॥ তার মধ্যে প্রাপ্য কিবা করণীয় হয় । । আমিহ না পারি তাহা করিতে নির্ণয় ॥ দেবীর আজ্ঞায় যে কিঞ্চিত অনুষ্ঠান । নিত্য করি, তার তত্ত্ব নাহি মোরে জ্ঞান ॥ কিবা তার ফল, কিবা কৰ্ম্ম প্রয়োজন— । ধৰ্ম্ম জ্ঞান ভক্ত ?—ইহ না জানি কখন ॥ সাধ্য আর সাধন নির্ণয়াভাবে মনে । বিফল মানিয়ে জন্ম—বাঞ্ছিয়ে মরণে ॥ কেবল কামাখ্যা-শিব-মাধবধ পায় । জীবন ধরিয়ে আমি প্রবল আশায় ॥