পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমরা বালকসৰ কৌতুক করিয়া । সেই সাধুবরে সদা দেখিতাম গিয়া । আমরা সকলে গোপকুমারে পাইয়া । নমস্কার করিতেন অতি আদরিয়া । গাঢ় আলিঙ্গিয়া প্রেমে সৰ্ব্বাঙ্গে চুম্বন । পরিত্যাগ করিতে না পারে কদাচন । ৰহুদিনাস্তরে প্ৰিয়বন্ধুরে পাইয়া । যেন নাহি তঞ্জে, তেন মোদিগে ধরিয়া ॥ দধিদুগ্ধদান, জলপাত্র-আহরণ ॥ সমীপবৰ্ত্তি দ্ব-আদি অনেক সেবন । করিয়া আiমই তারে প্রসন্ন করিল ॥ কৃপা করিবার তরে উন্মুখী হইল । একদিন পায়। মোরে যমুনার তীরে ॥ আrিঙ্গিয়া কহিতে লাগল। ধীরেধীরে— ॥ সকল-অভীষ্ট-সিদ্ধি বৎস হে ! তৎক্ষণ । যদ্যপি করই ইচ্ছা— শুনহ বচন । জামা হৈতে জগদীশ-প্রসন্ত্র-কারণ । কেশিতীর্থে মান ফরি করং গ্রহণ ঃ এমত কহিয়৷ মহামন্ত্র দশাক্ষরী । তুমি যাই, উপস-৷ কল্প শ্রদ্ধ করি । পূর্ণকামাশপেক্ষ ধয়ালুশদোমীণ ! সেই ৰিজোত্তম 1লজ,চত্তে কৃপা গণি ॥ মালোত্তরে ক1সলেল আদেশ আমারে । পূজfiবধি স্তাগধ্যানাদক শিক্ষাবারে । জপে ধেjয় মদলগোপলি-রূপসার। উচ্চারণ জিহবাগ্রে করিয়৷ একবার। বিপ্লহিণী নারী প্রয়বিঘ্নহৰ্ত্ত হ'য়ে । "মরণে বিহবল মত যেমত যেমত কী’য়ে ॥ লেহমত প্রেমাণুলiচত্তেতে রোদণ । কfর হইলেন দ্বজোত্তম অচেতন ॥ ৰতক্ষণ পরে পুন: পাহলা চেতন । ভয়ে ৭ি ছু জিজ্ঞাiসতে নামিবু বচন । প্রেমভরাi৭ভাkেতে বিমনন্ত-মন ৷ আপনিও কিছু লাহ কমলা কারণ ॥ কোথায় গেলেন,—অন্বেষয়া পুনৰ্ব্বার । নাহি পাইলাম আমি দর্শন তাহার । কি ইহা পাইলু —ফল বা কিবা ইহার । ৰদি মন্ত্ৰ হয়—সাধনৗধু fকপ্রকার । কিরূপে ব৷ ল -1সদ্ধ হইবে উদিতে । ইহা কিছু না পাiংলু আমিই জানিতে ॥ সেই মহাত্মভাবের বাক্যের গৌরবে । কৌতুকেতে নিরস্তুর অলক্ষিত সৰে। শ্ৰীবৃহত্তাগৰতামৃত ጓ > কেবল মুখেতে সেই মন্ত্র জপ করি । আতি বিরলেতে লোকলজ্জা পরিহরি ॥ তত্ত্বজ্ঞানাভাবেতেও মহাপুরুষের । প্রভাবেতে, আর দ্বারা সে মন্ত্রজপের ॥ চিত্তশুদ্ধি হৈল—কামক্রোধাদিনিবৃত্তি । হইল মন্ত্রর জপে শ্রদ্ধার প্রবৃত্তি ৷ "জগদীশপ্রসাদ গ্রহণ করা যেই । শ্ৰীশুরুর বাক্য, অনুসন্ধালিয়া সেই ॥ সেই মন্ত্র জগদীশ্বরের স্বসাধক । মানি তোষ পায়্যা হেন জপ-প্র-কারক । কীদৃশ শ্রীজগদীশ,—কিবা রূপ তার । । কবে বা হইবে দৃষ্টিগোচর আনার ? ॥ ইহাতে লালসাযুক্ত অত্যন্ত হইয়া । জাহ্নবীর তীরে গলু গৃহাদি ত্যজিয় ॥ দূরে হৈতে শঙ্খ ধ্বনি করিয়া শ্রবণ । ধ্বনিস্থানে পুলিনেতে কংিলু গমন ॥ শালগ্রামশিলাচ্চক ব্রাহ্মণে দেখিয়া । করিলাম প্রণাম নিকটে তার গিয়া ॥ fঞহ কে,—কাহার পূজা করিতেছ স্বামি । ব্রাহ্মণে জিজ্ঞাসা যবে করিলাম আমি ৷ হাসিয়া কহিল তবে—ন জান বালক ! ! ঞিহ জগদীশ্বর—জগৎপ্ৰপালক ৷ তাহা শুনি হইলাম সুসংগ্রাস্ত-বিধি । দরিদ্র মানব যেন পাইলেক নিধি । মৃতবন্ধুজনে যেন বাঞ্চব পাইল । cং মত পয়ম হর্ষ আমার হইল । শালগ্রাম-রূপি-জগদীশে বারবার । দেখি প্রতে করি দণ্ডবত-নমস্কার । ৰিপ্লের কৃপায় কিছু লিমাল সহিত । পাদোদক পাইলাম—পরম-হার্যত । সেই ৰিপ্ৰ গৃহে যাত্যে উম্ভত হইয়া । শালগ্রামে করওে রাখিল শোষাইয়া । জগদীশে এইমত দেখিয়া পাড়িত । কfরলু প্রলপ বহু রোদন-সহিত— । ছায়হায় করওমধ্যে অষোগ্যস্থানে । f-ক্ষেপ করিল পরমেশ্বরে কি-জ্ঞানে ? ॥ দ্রব্যাদি সকল আছে—কিছু না খাইলা । ক্ষুধায় কি-মতে নিদ্রীযুক্ত সে হইলা ? ॥ এই শালগ্রাম হৈতে কোন বিলক্ষণ । কোথায় জগদীশ্বর আছেন কেমন ? ॥ প্রকৃত না জানি আমি ইহা সৰ্ব্বথায় । মাণুর ব্রাহ্মণোত্তম | কহিয়ে তোমায় ॥