পাতা:শ্রীবৃহদ্ভাগবতামৃত.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰহুজপ বহুনিষ্ঠা বহুভোগচয় । বহুকালে ক্রমে সেইসব সিদ্ধ হয় ॥ এই জন্মে সিদ্ধ হবে কেমতপ্রকারে ? । এই আশঙ্কায় আশীৰ্ব্বাদ করে সারে— ॥ মন্ত্রজপপ্রভাবেতে চিরজীবী হও । এই গোপশিশুরূপে চিরকাল রও। এই মন্ত্রজপের যে ফলনিরূপণ। শ্ৰীমদনগোপালের সাক্ষাৎ দর্শন । ক্রীড়াকৌতুকাদিরূপ যেই ফল গার। তার প্রাপ্তিযোগ্য মন হউক তোমার ॥ পূৰ্ব্বের অমুক্ত মন্ত্রসাধন যে হয়। যথা-অবসর-স্থান কর সমুদয় ॥ আমারে কখনো এইস্থানেতে দেখিবে। কদাপি বা বুন্দাবনে দর্শন পাইবে ॥ এইমত গমুক্ত করিয়া ততক্ষণ । করিলেন কোন স্থানে সহসা গমন ॥ তাহার বিয়োগে থৈয়৷ দীনতর-মল । জগন্নাথ দেখিবারে করিলু গমন ॥ দেখিয়া পাইলু শাস্তি—ছুঃখ গেল দূর । কেবল মন্ধের জপে যত্ন সে প্রচুর। এই ব্ৰঞ্জভূমির দর্শনোৎকণ্ঠীচয়। যখন আমার মনে হয় অতিশয় ॥ তখন শ্রীজগন্নাথদেবের মহিমা । আমার উপর স্ফৰ্ত্তি হয় ত গরিমা । সেই ত পুরুষোত্তমক্ষেত্র উপবন । ফুর্ভি হয় আমারে—যেমত বৃন্দাবল । যমুনারূপেতে বোধ হয় ত সাগরে । গোবৰ্দ্ধনরূপ "রে নীলগিরিবরে ৷ এইমতে সুখে তথা করি নিবসন । প্রোতঃকালে করি মহাপ্রভুর দর্শন ৷ পশ্চাৎ আপন বাসে করি আগমন । যেগঃtথসেবাগ্রাপ্তি করি সঙ্কল্পন ॥ তার সিদ্ধিহেতু গুরুচরণজ্ঞামতে । নিজমন্ত্রজপ নিত্য করি আবিরতে ॥ কতদিনপরে চক্রবত্তী নৃপবর । কালপ্রাঞ্চে দেহত্যাগ করিল সত্ত্বর ॥ তার জ্যেষ্ঠপুত্র অতি বিরক্ত সম্ভক্ত । প্রভুর দর্শন বিনা অন্তে নহে সক্ত। না করিল কোনমতে রাজ্য অঙ্গীকার। জ্যেষ্ঠপত্ত্বে কনিষ্ঠের নাহি অধিকার । এইহেতু নিয়মপুৰ্ব্বক মন্ত্ৰিগণ । জগন্নাথদেবস্থানে কৈল লিবেদন ॥ শ্ৰীবৃহদ্ভাগবতামৃত ማኅ আজ্ঞা হৈল—গোবৰ্দ্ধনবাসী সাধুতর। এক গোপকুমার—আমার ভক্তবর। মহারাজচিহ্ন দক্ষহস্তে চক্র হয়। দুইপদে পদ্মকোষ তাহার আছয় ॥ তারে কর অভিষেক ত্বরাযুক্ত হৈয়া । এত শুনি পরীক্ষিয় গেল মোরে লৈয়া ॥ অভিষেক করিল আমারে লুপাসনে । সাৰ্ব্বতোমরাজ্য করিলেক সমর্পণে ॥ আমারে হইল যেই রাজ্য সমৰ্পিত । মহাপুজামহোৎসব হইল বৰ্দ্ধিত । বিশেষত মহাযাত্রা দ্বাদশ প্রভুর ॥ বাড়াইলু অতিশয় করি যত্নপুর । সৰ্ব্বযাত্রা হইতে গুণ্ডিচাযাত্রা শ্রেষ্ঠ । পুথিবীর যত সাধু জানিয়া সদেষ্ট ॥ আসি প্রেমে উন্মত্ত হইয়া যত মর। নৃত্য-গীত-আনন্দ করয়ে নিরস্তর ॥ রাজ্য আর রাজেপিভোগীয় দ্রব্যচয় । প্রত্বর পদাঞ্জে সমপিয়া সমুদয় ॥ যখন যে সেবা হয় ইচ্ছা আপনার । তখন করিয়ে সেবা সেই ত প্রকার । নিজপ্রিয়তম-নিত্যসেবকসহিত । ক্রীড়াকৌতুকাদি প্রভু করেন বিদিত। লীলাক্রমে মৌনভাবে হয়েন কখন। নানামত বিনোদ কৌতুক আচরণ ॥ সেইসেই লীলা অনুসারি ভক্তগণ । প্রভুর আশ্চর্য্যভাবে সুকৌতুক-মন ৷ নীলাচলক্ষেত্রবাসী ভক্তগণ যত । প্রভুসহ কৌতুকাদি করয়ে যেমত ॥ সেই-সেই ভাবে হয় আমারো আশয় । তাহাতে হৃদয়ে দুঃখ আমার জন্ময় ॥ আগস্তুক আমি–মহি সেবক বিরল ৷ নীলাচলনাথে নাহি নিষ্ঠাত নিশ্চল ॥ অতএব সে প্রসাদভাগ কিসে হব ? । তথাপি উৎকগবাসী ভক্ত যেইসব । র্তাদের নৰ্ম্মগোষ্ঠ্যাদি সৌভাগ্য-ভাবনে । জন্মিয়। আশয় হয়,—তাহে দুঃখ মনে ॥ কিঞ্চ "শ্ৰীমথ রানাথ গোবৰ্দ্ধনধর ; বৃন্দাবনচন্দ্র শ্রীরাধিকামনোহর । বংশধারী" ইত্যাদিক নাম সংকীর্তিত । স্তোত্র পৌরাণিক আর কবি-বিরচিত। স্বরতাপাদিকযোগে গাথা সব গান । মথ রাস্মারক প্রভু-অগ্রে গীয়মান ॥