পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত গোপালের পূজা স্থাপি গোবৰ্দ্ধন মঠে । সৰ্ব্বদাই ধ্যান করে গোপালেরে গোঠে ॥ এ সকল কথা অতি মধুর শ্রবণে । তলাইয়া ভাব যদি দেখিবে আপনে ॥ আপনার কার্য্য সিদ্ধি শঙ্কর করিল। লোকের চক্ষেতে ধূলি দিতে না ছাড়িল । জ্ঞানবাদী তবে ল’য়ে তাহার বিচার । খুলি ঢাকা চক্ষে তাহার করিল প্রচার ॥ আপনাকে ব্ৰহ্মাসনে করিল স্থাপন । এই দুঃখে মহাভ্রমে করেন ভ্রমণ ॥ ব্ৰহ্মলোকে গতি র্তার কোনক্রমে হয় । কিন্তু তহুপরি যেতে শক্তি না যুয়ায় ॥ পরমাত্মা ভগবান বুঝিতে না পারে । গোলক বৈকুণ্ঠ স্থান দেখিবারে নারে ॥ দ্বৈত বুদ্ধি অভাবেতে অহঙ্কারে বাড়ি। পড়ে ব্রহ্মলোক হ’তে আসন উপাড়ি ॥ তখন তাহারে কেহ না পারে রাখিতে। ধরাতল রসাতল অস্ত নাহি তাতে ॥ সে পতন অসম্ভব শ্রদ্ধা যদি করি । জ্ঞানযোগী ধীরে ধীরে জ্ঞান পরিহরি। অনন্য ভক্তিতে ধরে সাধুসঙ্গ তবে । , তখন অবশ্য র্তার সুমঙ্গল হবে ॥