পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত ৩৬ শ্ৰীজীব গোপাল ভট্ট ভট্ট রঘুনাথ । শ্রীরূপ সনাতন দাস রঘুনাথ ॥ এ সবার চরণে মোর কাকুতি প্ৰণতি । দয়া করি ভক্তি দিয়া কর মোর গতি ॥ বহু গ্রন্থ র্তারা সবে রাখিছে লিখিয়ী। যার এককণা লাভে নাচে মোর হিয়া। : সে সকল গ্রন্থ হয় বৈষ্ণবের পাঠ্য । ভক্তির সে রাজ্য হয় দূর করে শাঠ্য ৷ যাহাতে গৌরের কৃপা কিছুমাত্র আছে। সেইজন যোগ্য হয় গ্রন্থ রাখে কাছে ॥ সেইজন সদা করে তার আলোচনা ৷ মহাসুখ পায় আর ভুলয়ে আপন ॥ ক্রমে ক্রমে হয় তার নিৰ্ম্মল মুবুদ্ধি। আনন্দ সাগরে ভাসে যেন হেমশুদ্ধি ৷ চৈতন্য চরণে হয় তার দৃঢ় মতি। গেীর বিনা আনে কিছু নাহি করে রতি ॥ প্রেমরতি মহাভাব পূর্ণ তবে হয়। তখন বৈষ্ণব তাকে জানিবে নিশ্চয় ॥ এইত নিগুঢ় কথা বলিবার নয়। তথাপি জগত হিতে বলিতেত হয় ৷ গোস্বামী সিদ্ধান্ত ক্রম ভজনের নীতি । তাহার বিধান শ্লোক পড় করি স্তুতি ।