পাতা:শ্রীমদ্ভক্তিবিনোদ চরিত.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিবিনোদ চরিত θty» AMAeeeMeAeMAMAMAMMAAAS সাধুব্যক্তি নাহি ভিড়ে তাহার মতেতে। তাহাতে বিষম জ্বালা তাহার গাত্ৰেতে ॥ সাধুজন প্রতি করে শত্রুতা তখন । পথ পরিষ্কার করে যাহাতে মরণ ॥ সুপ্রচ্ছন্ন ছলধৰ্ম্মী এই সব জন। এদের কথাতে কভু নাহি দিবে মন ॥ ইহাদের দল পুষ্টি অনায়াসে হয় । সাধুজন সৰ্ব্বদাই নিঃসঙ্গে রহয়। নিঃসঙ্গে থাকিয়া সদ। হরিনাম করে। সাধু সঙ্গ পাইলেই সেই সঙ্গ ধরে ॥ অতিবড়ী নেড়ানেড়ী রসিক যাযক । সহজিয়া দরবেশ কিশোরীসাধক ৷ আউল বাউল কৰ্ত্তাভজ। আর যত আছে । মায়াবাদপুষ্টকারী যাইও না কাছে। যেইজন এ সকলে বলে গৌর শিক্ষা । শুনি মাত্র তার বাক্য করিবে উপেক্ষ ॥ জানিবে সে মহাশক্রীচৈতন্ত বিরোধী। চৈতন্ত্যের পদে হয় ভারি অপরাধী ॥ গৌরনাম ল’য়ে তার দোকান পশার । ফোঙ্কাকার ভিতরেতে সকলি অসার ॥ গৌরাঙ্গের কৃপা লব তাহাঙেত নাই। জানিবে নিশ্চয় তুমি মোর কথা ভাই ॥