পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ ধ্যায় । అjs ও জিতেক্রিয় হইয় অক্ষয়, অনিৰ্দ্দেশু, অব্যক্ত, অচিন্তনীয় সৰ্ব্বব্যাপী, হুপিবৃদ্ধিবিহীন, কুটস্থ এবং নিত্য পরব্রহ্মের উপাসন করে, তাহারা আমাকেই প্রাপ্ত হয়। ৩৪ ৷ ক্লেশোহধিকতরস্তেষামব্যক্তাসক্তচেতসাম । অব্যক্ত। হি গতিস্থঃখং দেহবস্তিরবাপ্যতে ॥ ৫ ॥ দেহাভিমানীর অতি কষ্টে অব্যক্ত গতি লাভ করিতে সমর্থ হয়, অতএব যাহারা অব্যক্ত ব্রহ্মে আসক্তমনা হয়, তাহারা অধিকতর দুঃখ ভোগ করিয়া থাকে ৷ ৫ ৷ যে তু সর্ববাণি কৰ্ম্মাণি ময়ি সংন্যস্ত মৎপরাঃ । অনন্ত্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপ.সতে ॥ ৬ ॥ তেষামহং সমুদ্ধৰ্ত্ত মৃত্যুসংসারসাগরাৎ । ভবামি ন চিরাৎ পার্থ ময্যাবেশিতচেতসাম ॥ ৭ ॥ যাহারা মৎপরায়ণ হইয়। আমাতে সমস্ত কাৰ্য্য সমর্পণ পূৰ্ব্বক একান্ত্র তক্তি সহকারে আমাকেই ধ্যান ও উপাসনা করে, হে পার্থ ! আমি তাহাদিগকে অচিরকালমধ্যে এই মৃত্যুর আকর ংসার-সাগয় হইতে উদ্ধার করিয়! থাকি । ৬৭ ৷ ময্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধিং নিবেশয় । নিবসিষ্যসি ময্যেব অত উৰ্দ্ধং ন সংশয়ঃ ॥ ৮ ॥ তুমি আমাতে স্থিয়তররূপে চিত্ত আছিত (স্থাপিত) ও বুদ্ধি সন্নিবেশিত কর, তাহ হইলে পরকালে আমাতেই বাস করিতে সমর্থ হইবে, তাছাতে সংশয় নাই ৷ ৮ ৷