পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆడి 4, খ্ৰীমদ্ভগবদগীতা । সঞ্জয় কছিলেন, মহারাজ ! ) আমি বাসুদেব ও অৰ্জ্জুনের এইরূপ অদ্ভুত ও লোমহর্ষণ কথোপকথন শ্রবণ করিলাম । ৭১ ৷ ল্যাস প্রসাদাৎ শ্রতবানিমং গুহ্যমহং পরং । যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়তঃ স্বয়ম্ ॥৭৫। ব্যাসের অল্প গ্রহে আমি যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখে এই পরম গুহ যোগ শ্রবণ করিয়াছি । ৭৫ ৷ রাজন সংস্মৃত্য সংস্মৃত্য সংবাদমিমমদ্ভুতম। কেশবার্জনয়োঃ পুণ্যং হৃষামি চ মুহুৰ্ম্ম হুঃ ৭৬ ৷ হে বাজন ! কৃষ্ণাৰ্জ্জুনের এই পবিত্র ও অদ্ভুত সংবাদ স্মরণ করিয়া বারংবার হৃষ্ট ও সন্তুষ্ট হইতেছি । ৭৬ ৷ তচ্চ সংস্মত্য সংস্মৃত্য রূপমত্যদ্ভুতং হরেঃ । বিস্ময়ো মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ ॥ ৭৭ ৷ হে রাজন । আমি শ্রীহরির সেই অলৌকিক রূপ স্মরণ পূৰ্ব্বক বারংবার বিস্ময় ও হর্ষসাগরে ভাসমান হইতেছি । ৭৭ ৷ যত্র যোগেশ্বরঃ কৃষ্ণে যত্র পার্থে ধনুৰ্দ্ধরঃ । তত্ৰ শ্ৰীবিজয়ে ভূতি ধ্রুবা নীতিৰ্ম্মতিৰ্ম্মম ॥ ৭৮ ৷ এক্ষণে আমার বোধ হইতেছে, যে পক্ষে যোগেশ্বর কৃষ্ণ ও অর্জন অবস্থান করিতেছেন, তাহাদিগেরই রাজ্যলক্ষ্মী, অভু্যদয় ও নীতি লাভ হইবে ॥ ৭৮ ৷ ইতি মোক্ষযোগে নাম অষ্টাদশোহধ্যায়ঃ । গ্রন্থ সমাপ্ত ।