পাতা:শ্রীমাধুর্য্য-কাদম্বিনী.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩ ) “বিশ্বস্ত নাথরুপোহসেী ভক্তিবস্তু প্রদর্শনীং । ४ ভক্তচক্রে বৰ্ত্তিতত্বাৎ চক্রবর্ত্যাখ্যয়ীভবৎ ৷” অর্থাৎ “সকলকে (ভক্তশ্রেষ্ঠ বিশ্বনাথ মহাদেবের স্যায়) ভক্তিপথ প্রদর্শন করিয়াছিলেন বলিয়া ই হার নাম বিশ্বনাথ এবং ভক্তমণ্ডলীর শ্রেষ্ঠস্থান অধিকার করায় ইনি চক্রবর্তী।” ফলত এই ব্যাখ্যা যে তাঙ্কার সম্বন্ধে কিঞ্চিম্মাত্রও অতিরঞ্জিত হয় নাই, ইহা তাৎকালিক বৈষ্ণব-সমাজের ইতিহাসভিজ্ঞ ব্যক্তিগণই স্বীকার করিবেন। তিনি অনুমান ১৬৭৬ শকে একশত বর্ষ বয়সে মাঘীশুক্লাপঞ্চমী তিথিতে শ্রীরাধাকুণ্ডে অন্তৰ্দ্দশার অবস্থায় শ্ৰীবৃন্দাবনে অপ্রকট হন। শ্ৰীবৃন্দাবনের পাথুরিয়াঘাটায় অদ্যপি তঁছার সমাধি বর্তমান । * মহামহোপাধ্যায় বিশ্বনাথ বহু গ্রন্থ রচনা করিয়াছিলেন ; কালবশে তাঙ্কার বহু গ্রন্থ লোপ পাষ্টয়াছে ; আমরা অনেক অনুসন্ধানেও তাঁহার কোনও কোনও গ্রন্থের অনুসন্ধান প্রাপ্ত হই নাই। যতদূর অনুসন্ধান প্রাপ্ত হইয়াছি, স্তদনুসারে আমরা তৎকৃত গ্রন্থাবলীর একটি তালিকা প্রদান করিলাম ; ইহাতে কোনও ভ্রম দৃষ্ট হইলে অভিজ্ঞ ভক্তমণ্ডলী অনুগ্রহ করিয়া সংশোধন করিয়া দিলে বিশেষ কৃতজ্ঞ হইব । (ক)—টীকাগ্রন্থাবলী— ১–সারার্থদর্শিনী (শ্ৰীমদ্ভাগবতের টাকা), ২—সারার্থবর্ষিণী ( খ্ৰীমদ্ভগবদগীতার টাকা ), ৩–আনন্দচন্দ্রিক (শ্ৰীউজ্জ্বলনীলমণির টীকা), ৪— মুখবর্তনী (আনন্দবৃন্দাবনচম্পূকাব্যের টীকা), ৫—শ্ৰীকবিরাজ-গোস্বামিকৃত- শ্রীচৈতন্যচরিতামৃতের সংস্কৃত টীকা, ৬—শ্ৰীঠাকুর মহাশয়কৃত প্রেমভক্তি-চন্ত্রিকার সংস্কৃভ টকা, ৭-বিদগ্ধমাধবের টীকা, ৮-স্ববোধিনী ( অলঙ্কারকৌস্তুভের টীকা)। (খ)—সংগ্ৰহ-গ্রন্থাবলী । ৯–গোপালতাপনীয় টকা, ১• –ভক্তিরসামুতসিন্ধুর টীকা, ১১–ললিতমাধবের টীকা, ১২—দনিকেলী কৌমুদীর টীকা, ১৩–ব্রহ্মসংহিতার টাকা,

  • জনৈক শেঠজী বাঙ্গালীর গৌরবস্থল এই সমাধি-ভূমি ক্রয় করিয়া লইয়াছেন। বর্তমানে এই • সমাধিটার অবস্থা বিশেষ মলিন। বাঙ্গালীবৈষ্ণবর্ণণ কি শ্ৰীল বিশ্বনাথের সমাধি-রক্ষীরও উদাসীন থাকিবেন ?