পাতা:শ্রীরামচরিত.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R প্রীরামচরিত। মারদের রামচন্দ্র, বিনি স্বদেশের—এই বৃহত্তম ভারত রাজ্যের—অতীব অধমাবস্থায় জন্ম গ্রহণ করিয়া তাহার সৌভাগ্যসুখ সমানয়ন করেন, যিনি নিষ্কলঙ্ক চরিত্রের এক আশ্চৰ্য্য অতুল্য প্রায় দৃষ্টান্ত প্রদর্শন করিয়া গিয়াছেন ; তাহাকে এতদেশের স্বভাবতঃ অতু্যক্তিপ্রিয় পণ্ডিতেরা নে ঈশ্বর বলিয়া বর্ণনা করিয়াছেন, ইহ কোন মতেই বিচিত্র নহে। বস্তুতঃ অলঙ্কারশাস্ত্রে মনুষ্যকে ঈশ্বর বলিবার যদি কুত্রাপি কোন প্রকারে বিধি থাকে, তবে রামচন্দ্র অবশ্যই সেই উপাধির উপযুক্ত। তাহার গুণের তুলনাস্থল কি দুর্লভ | তিনি গৃহ মধ্যে থাকিয়া স্বকীয় অপার ঔদার্য্যগুণ এবং বদান্য স্বভাব বশতঃ বন্দ্রপ পিতা, মাতা, ভ্রাতা, ভার্ষ্যা, সুহৃৎ, এবং দীন দরিদ্র জনগণের পরম প্রীতি পাত্র হইয়াছিলেন, সিংহাসনস্থ হইয়া অপক্ষপাতসম্পন্ন সুবিচারদ্বার প্রজাবগহইতে তদ্রুপ ধন্যবাদ উপার্জন করিতেন, এবং অমিততেজঃপ্রভাবে সংগ্রামস্থলে আততায়ি শত্রুদল নিপাত পুৰ্ব্বক সেই ৰূপ যশোভাজন হইতেন। সিকন্দর, বোনাপাৰ্ত্তি, এবং সুইদেনের দ্বাদশ চার্লসের ন্যায় তিনি যদি দেশ জয় মাত্রকে আপনার অভিসন্ধি করিতেন, তবে এক্ষণে তাহার নামোচ্চারণ মাত্রে আমারদের অস্তঃকরণে যে এক অপুৰ্ব্ব ভাবের আবির্ভাব হুইতেছে, তাহা কদাপি হইত না । বস্তুতঃ যে সকল ব্যক্তি জনসমাজে সৌজন্যমূল্যে ব্যর্থ গৌরব মাত্র ক্রয় করিবার লালসায় যুদ্ধ বিগ্ৰহাদি উৎপতি স্বজন করেন, র্তাহার কদাপি আমারদের শুভকারী নহেন ; তাহার মামুষ্যের