পাতা:শ্রীরামচরিত.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ খ্রীরামচরিত। ‘ਗ਼ੈਰ ষে আঞ্ছাদিত হইবেন, তাহ আশ্চর্ঘ্যের বিষষ নহে। যাহা হউক, সুগ্ৰীবের আশ শীঘ্রই সফল হইল; যেহেতু রামচন্দ্র বালিকে বিনাশ পুৰ্ব্বক তাহাকে রাজপদ প্রদান করিলেন। আক্ষেপের বিষয় এই যে রাম অতি অন্যায় ৰূপে বালির প্রাণবধ করেন ; তিনি বালির অজ্ঞাতসারে নিভৃত স্থল হইতে তাহাকে শরবিদ্ধ করেন। এই একটি কুকৰ্ম্মের দ্বারা তাহার চরিত্র কলঙ্কিত হইয়াছে। সুগ্ৰীব যথাকলে কিষ্কিন্ধ্যার রাজমুকুট গ্রহণ করিলেন এবং আপনার প্রতিজ্ঞানুসারে সীতার অন্ত্রেষণার্থ ভ্রাতুষ্পভ্র অঙ্গদ হনুমান, এবং অপরাপর ব্যক্তিকে প্রস্থাপন করিলেন। سے 0()بسمے বোধ হয়, উত্তরকালের ন্যায় তৎসময়েও লঙ্কাদ্বীপে দাক্ষিণাত্যলোকের গতিবিধি ছিল ; কারণ হনুমান অনায়াসে লঙ্কায় গমন পুৰ্ব্বক সীতার অনুসন্ধান করিয়৷ আসিলেন, এৰূপ আখ্যান আছে। হনুমান সীতার চরিত্রকে বিলক্ষণ ৰূপে নিরীক্ষণ করিয় তাহার দৃঢ়তর পতিভক্তির পরিচয় পাইলেন ; এবং লঙ্কা হইভে প্রত্যাগমন পুৰ্ব্বক রামচন্ত্রের নিকট সমস্ত বিষয বিজ্ঞাপন করিলেন। ভার্ষ্যার পতিনিষ্ঠার সম্বাদ পাইয় তাহার উদ্ধর জন্য রামের উৎসাহ চতুগুণ উদ্দীপিত হইয়া উঠিল; তিমি সৈন্য সংগ্রহ পুৰ্ব্বক ত্বরায় লঙ্কাভিমুখে যাত্রা করিলেন। বাল্মীকি লিখিয়াছেন যে সমুদ্রোপরি এক সেতুবন্ধন পুৰ্ব্বক রাদ