পাতা:শ্রীরামচরিত.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lo'o এই ক্ষুদ্র পুস্তক প্রকাশ করিতে অগ্রসর হইয়াছি, ইহাৰ কতিপয় কারণ পাঠকবৃন্দকে অবগত করা কৰ্ত্তব্য। প্রথমতঃ। দৃষ্টান্ত দ্বারা দেখিতেছি যে ইউরোপে প্রাচীন কালে যে সকল ব্যক্তি কীৰ্ত্তি লাভ করেন, তাহারদের শত শত জীবনচরিত সত্ত্বেও এক্ষণে অনেকে লিখিতেছেন। দ্বিতীয়তঃ । রামচন্দ্রের যত জীবনবৃত্তান্ত আছে, সমস্তই কাব্যেব ন্যায় রচিত; যথার্থৰূপে কেহই লেখেন মাই; এই অভাবকে দূর কর কৰ্ত্তব্য বোধ করিয়াছি। তৃতীয়তঃ। শুভভিপ্রায় করিয়৷ আমি ইহা রচনা করিয়াছি । যদিও রামের প্রত্যেক কার্ষ্য এই পুস্তকে সঙ্কলিত হয় নাই বটে, কিন্তু, বোধ করি, কোন সত্য এবং উপদেশজনক বিষয়কে ইচ্ছাপুৰ্ব্বক পরিত্যাগ করা যায় নাই। যদিস্যাৎ কোন কোন পাঠক এই পুস্তক পাঠ করিয়া অতিসামান্য পরিমাণেও উপকার পেধি

  • বেন, তলে আমার যত্নকে সমল বোধ কবিপ্ন ।

খিদিরপুর, ১ লা ভাদ্র, ১৭৭৬ শকপ