পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐশ্রীকালী-কীৰ্ত্তন। うう রাণী বলে নিজ অঙ্গ প্রতিবিম্ব হেরি উমার গায় । পুনঃ হেরি উমার অঙ্গ আপন অঙ্গে শোভা - [ পায় ॥ একথা বুঝাব আমি কারে । তোমরা এমন কোথাও শুনেছ গো ॥ আপন অঙ্গে যখন পড়ে গে। তাণখি । উমার অঙ্গ আপিন অঙ্গে গে। দেখি ৷ কি গুণে এগুণ জন্মিল অঙ্গে । - ওগো পাষাণ প্রকৃতি আমার নাহি কোন [ গুণ গেী ॥ কাঞ্চন দর্পণ উমার অঙ্গ বটে । প্রতিবিম্ব দেখা যায় দাড়ালে নিকটে ॥ সকলের প্রতি বিম্ব দর্পণেতে লয় । দর্পণের যে গুণ গো তা জনে কেমনে রয় ] স্ফটিকে গ্রহণ করে জবা পুষ্প আভা । স্ফটিকের শুভ্রতা কেমনে লৰে জৰা ॥ হাসিয়৷ বিজয়ী বলে ভাগ্যবতী শুন । ও তোমার অঙ্গের গুণ নয় অঙ্গের গুণ ॥ তব অঙ্গের আভা যখন অঙ্গে পশিল । জীজঙ্গের যেই গুণ গে। সেই গুণে মিশাল ॥