বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগদম্বে বিলম্বেও চলতি চিত্ত পঙ্গ চলনা ৷ লোহিত চরণ তলারুণ পরাভব, নখরুচি হিমকর সম্পদ দলন । নীলাঞ্চল নিচোল বিলোল পবনে ঘন, স্বমধুর নুপুর কিঙ্কিনী কলন। " সকল সময়ে মম হৃদয় সরোরুহে, বিহরসি হর শিরসি শশি ললন । কল্পতরু তলে, ঐরাজকিশোরে ভাবে, বাঞ্ছা ফল ফলন । ভাগ্যহীন ত্রকবীরঞ্জন কাতর, शैन बच्चाभङ्गो সন্তত ছল ছলনা ৷ R حس همبسته ভগবতীর উদ্যানে ভুমণ ও মহাদেবের বিচ্ছেদ জন্য খেদ উক্তি । জয় বিজয়া সঙ্গে নগেন্দ্র জাত । পুষ্প কাননে ক্রীড়তি বিশ্বমাতা । মত্ত কোকিল কুজিত পঞ্চস্বরে। গু৭২ গুঞ্জিত মন্দ২ জমরে ॥ তরু পল্লব শোভিত ফুল ফুলে। মাতা বৈঠিল চার কদম্ব মুণুে।