পাতা:শ্রীশ্রীগয়ামাহাত্ম্য.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* গয়ামাহাত্ম্য । ১১৯ অনন্তর, প্রেস্তপৰ্ব্বতে মুষ্টি প্রমাণ শঙ্কু দ্বারা পিণ্ড হস্তে লইয়া । পিতৃতীর্থে “কবাবানোনল’ ইত্যাদি মন্ত্রপাঠ পূর্বক শোপরি অক্ষষ্য পিণ্ডদান কবিবেন । ১৯। প্রথমতঃ দক্ষিণগ্র কুশ দ্বারা আস্তরণ পাতিয়া মুলাদি ফযে বিধি উক্ত জল পিণ্ডদান করিবেন! তাহীর দক্ষিণ ভাগে শেষে সপিণ্ডদিগের শ্রাদ্ধ করার বিধি হয় । সেই আস্তীর্ণ কুশে কুশ দ্বার তিলোদক প্রক্ষেপ করিবেন । সম্বন্ধিন স্তিলাস্তিশ্চ কুশেনাবছিয়েস্তুতঃ ।। ২% । অনন্তর স্বীয় সম্বন্ধ এবং মৃত পিতৃলোকের বান্ধব মাত্রের নামোচারণপুৰ্ব্বক তিল জল দ্বারা অস্তুত কুশে পরি আবাহন করবেন। ও হার এই মন্ত্র। ২০ ৷ যথা । ওঁ আব্রহ্মস্তন্ত পর্যন্তং দেবর্ষি পিতৃমানবা । তৃপ্যন্তু পিতর সৰ্ব্বে মাতৃমাতামহ দয়ঃ ১ ॥২১ । আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত স্থিত যে সকল দেবগণ, ঋষিগণ, ও পিতৃগণ এবং স্বসম্বন্ধীয় মানবগণ, আর মাতা মাতামহাদি যে সকল পিতৃলোক আছেন, তাহারা মদৰ তিল জলাঞ্জলি প্রাঞ্জে পরিতৃপ্ত হউন ৷ ১ ৷৷ ২১ । অতীত কুলকোটানাং সপ্তদ্বীপ নিবাসিনীং s আব্রহ্ম ভুবন লোক দিদমস্ত তিলোদকং ॥২২২ অক্ষৎকুলে কোটি পুরুষ অতীত হইয়াছে যে সকল পিতৃলোক, এবং র্যাহারা সপ্তদ্বীপে বাস করিতেছেন। আর আরঙ্ক ভুধৰ্মস্থ পিতৃগণ র্তাহারা দুখ হইত্বে এই ছিলোক প্রাঞ্জে পরিতৃপ্ত इउँम् २॥ २२ : *** *** . : هر ...