পাতা:শ্রীশ্রীচণ্ডী-মহেন্দ্র নাথ মিত্র.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৬ মার্কণ্ডেয় হল ব্যাপ্ত তবে শুম্ভ-সিংহনাদে সৰ্ব্ব চরাচর,— তাচ্ছন্ন সে স্বর হল, ক্ষিতীশ্বর! তার প্রতিঘাত-শব্দে ভয়ঙ্কর। ২৬ ছেদিলেন দেবী নিজ উগ্র শরে গুস্ত - মুক্ত - শর – হাজার-হাজার— শত শত বার ; ছেদিলও গুপ্ত দেবীক্ষিপ্ত-শর । ২৭ তবে সে চণ্ডিক ক্রুদ্ধ হয়ে শূলে প্ৰহারিলা তারে ; হয়ে প্রহরিত, হইয়া মূচ্ছিত, পড়িল সে গুস্ত ভূমিতল'পরে। ২৮ লি গুস্থ তথম লভিয়া চেতন ধরি শরাসন, কেশরী-কালীকে, আর সে দেবীকে, আঘাতিল করি বাণ বরিষণ । ২৯ প্রকাশি অয়ন্তৰ্ভুজ দৈত্যপতি -শুস্ত দিতি - সুত, তবে পুনরায়, দেবী চণ্ডিকায়, চক্র প্রহরণে করিল আবৃত। ৩০