পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । 앙 কেনে একঠাঞি দিলা ॥ আই বোলে ঘরে আর নাহি কি খাইবা । নিত্যানন্দ বোলে চাহ অবশ্ব পাইব ॥ ঘরের ভিতরে আই অপৰূপ দেখে। সেই পঞ্চ সন্দেশ আইল কোন পাকে । আই বোলে সে সন্দেশ কোথায় পড়িল । ঘরের ভিতরে কোনপ্রকারে আইল । ধূলা ঘুচাইয়া সেই সন্দেশ লইয়া । হরিষে আইলা আই অপূৰ্ব্ব দেখিয়া । হাসি দেখে নিত্যানন্দ সেই নাড়ু খায়। আই বোলে বাপ ইহ পাইলা কোথায় । নিতানন্দ বোলে যাহা ছড়াঞঃ ফেলিল, তোর দুঃখ দেখি তাই চাহিয়া আনিলু । অস্তুত দেখিয়া আই মনে মনে গুণে। নিত্যানন্দ মহিমা না জানে কোন জনে ॥ আই বোলে নিত্যানন্দ কেনে মোরে ভাড় । জ। নিল ঈশ্বর তুমি মোরে মায়; ছাড়। বাল্য ভাবে নিত্যানন্দ আইর চরণ। ধরিবারে যায় আই করে পলায়ন ৷ এইমত নিত্যানন্দ চরিত্র অগাধ। স্বরুতির ভাল দুষ্কৃতির কাৰ্য্য বাধ ॥ নিত্যানন্দ নিন্দ করে যে পাপীষ্ঠজন । গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন। বৈষ্ণবের অধিরাজ অনন্ত ঈশ্বর। নিত্যানন্দ মহাপ্ৰভু শেষ মহীধর ; যেতে কেন নিত্যানন্দ চৈতন্যের নহে। তৰ্ভুসে চরণ ধন রহুক হৃদয়ে। বৈষ্ণ বের পায়ে মোর এই মনস্কাম । মোর প্রভু হউ নিত্যানন্দ বলরাম ॥ শ্রীচৈতন্য নিত্যানন্দ চাঁদ পহুজান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি ক্রমধ্যখণ্ডে একাদশোহধ্যায়ঃ ॥ ১১ ॥ দ্বাদশ অধ্যায় আরম্ভ ॥ سمتحعOR وابسس হেনমতে নিত্যানন্দ বিশ্বম্ভর সঙ্গে । নবদ্বীপে দুই জনে করে বহু রঙ্গে কৃষ্ণ নন্দে অলৌকিক নিত্যানন্দ রায় । নিরবধি বালকের প্রায় ব্যবসায় ॥ সভারে দেখিয়া প্রীত মধুর সম্ভাষ। তাপন আপনি নৃত্যবাদ্য গীত হাস। স্বানুভাবা নন্দে ক্ষণে করেন হুঙ্কার । শুনিতে অপূৰ্ব্ব বুদ্ধি জন্ময়ে সভার। বর্ষাতে গঙ্গার ঢেউ কুম্ভীরে বেষ্ঠিত। তাহাতে ভাসয়ে তিলদ্ধেকো নাহি ভীত ॥ সৰ্ব্বলোক দেখি তবে করে হায় হায়। তথাপি ভাসেন হাসি নিত্যানন্দ রায় ৷ অনন্তের ভাবে প্ৰভু ভাসেন গঙ্গায়। না বুঝিয়া সৰ্ব্বলোক করে হায় হায় ৷ আনন্দে মু চ্ছিত বা হয়েন কোনক্ষণ ॥ তিন চারি দিবসেও না হয় চেতন ॥ এইমত আর কত অচিন্ত্য কথন। অনন্ত মুখেও নারি করিতে বর্ণন ॥ দৈবে একদিন যথা প্রভু বসি আছে। আইলেন নিত্যানন্দ ঈশ্বরের কাছে। বাল্যভাবে দিগম্বর হাস্ত শ্ৰীবদনে। সৰ্ব্বদা আনন্দধারা বহে ঐনয়নে ॥ নিরবধি এই বলি করেন হুঙ্কার। মোর প্রভু নিমঞি পণ্ডিত নদীয়ার। হাসি প্রভু দেখি তান মুক্তি দিগ