পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

うごv মধ্যমখণ্ড ব্ৰহ্মাও ঐহরি খনি করে। হুঙ্কার করিল প্ৰভু শচীর নন্দন। মুখে পরিপূর্ণ হৈল সভার শ্রবণ। হুঙ্কারের মুখে সভে হইলা বিহ্বল। হরি বলি সভে দ্বীপ জ্বলিল সকল । লক্ষ কোটি দীপ সব চতুর্দিগে জলে। লক্ষ কোটি লোক চারি দিগে হরিবোলে ॥ কি শোভ হইল সে বলিতে শক্তিকার। কি সুখের না জানি হইল অবতার। কিবা চন্দ্র শোভ করে কিবা দিনমণি। কিব। তারাগণ জ্বলে কিছুই না জানি । সবে জ্যোতিৰ্ম্ময় দেখি সকল আকাশ। জ্যোতি ৰূপে কিবা কৃষ্ণ করিলা প্রকাশ ॥ হরি বলি ডাকিলেন গৌরাঙ্গ সুন্দর। সকল বৈষ্ণবগণ হইলা সত্বর। করিতে লাগিলা প্ৰভু বেড়িয়া কীৰ্ত্তন। সভার অঙ্গেতে মালা ঐভাগু চন্দন ॥ করতাল মন্দির সভার শোভে করে। কোটি সিংহ জিনিয়া সভেই শক্তি ধরে । চতুর্দিগে অাপন বিগ্ৰহ ভক্তগণ। বাহির হইলা প্রভু শ্ৰীশচী নন্দন ৷ প্ৰভু মাত্র বাহির হইলা মৃত্য রসে। হরি বলি সৰ্ব্বলোক মহানন্দে ভাষে। সংসারের তাপ হরে ক্রমুখ দেখিয়া । সৰ্ব্বলোক হরি বোলে আলগ হইরা ! জিনিয়া কন্দৰ্প কোটি লাব ণ্যের সীমা। হেন নাহি যাহা দিয়া করিৰ উপমা । তথাপিহ বলি তান রুপ অনু সারে । অন্যথা সে ৰূপ কহিবারে কেব পারে। জ্যোতিৰ্ম্ময় কনক বিগ্রহ বেদ সার। চন্দন ভূষিত যেন চন্দ্রের আকার। চাচর চিকুরে শোভে মালতির মালা মধুর২ হাসে জিনি সৰ্ব্বকল ৷ ৷ ললাটে চন্দন শোভে ফাস্তু বিন্দু সনে। বাহ তুলি হরি বোলে শ্ৰীচন্দ্র বদনে। আজানু লম্বিত মালা সৰ্ব্ব অঙ্গে দোলে। সৰ্ব্ব অঙ্গ তিতে পদ্ম নয়নের জলে ৷ দুই মহা ভুঙ্গ যেন কনকের স্তম্ভ। পুলকের শোভা যেন কনক কদম্ব ॥ স্বরঙ্গ অধর অতি সুন্দর দশন । শ্রুতি মুলে শোভা করে ভযুগ পত্তন। গুজেন্দ্র জিনিয়। স্কন্ধ হৃদয় স্থপীন। তহি শোভে শুক্ল যজ্ঞ সুত্র অতিক্ষীণ ॥ চরণার বিদে রম তুলসীর স্থান। পরম নিৰ্ম্মল সুক্ষ বাস পরিধান ॥ উন্নত নাসিকা সিংহ গ্ৰীব মনোহর। সভাহৈতে সুপীত সুদীঘ কলে বর। ষে যে স্থানে থাকিয়া সকল লোক বলে। অই ঠাকুরের কেশ শোভে নানা ফুলে। এতেকে সে লোকের হইল সমুচ্চয়। সরিষাও পড়িলেও তলনাছি হয়। তথাপিহ হেন কৃপা হইল তখন। সভেই দেখেন মুখে প্রভুর বদন ॥ প্রভুর ক্রমুখ দেখি সব নারীগণ ৷ হুলাহুলি দিয়া হরিবোলে অনুক্ষণ ॥ কান্দির সহিত কলা সকল ছয়ারে। পূর্ণ ঘট শোভে নারিকেল আয়ুসারে । স্কৃতের প্রদীপ জ্বলে পরম সুন্দর। দধি দুৰ্ব্বা ধান্য দিব্য বাটার উপর। এইমত নদীয়ার প্রতি দ্বারে দ্বারে। হেন নাহি জানো ইহা কোন জনে করে । বুলে স্ত্রীপুরুষ সব লোক প্রভু সঙ্গে। কেহো কাহা না জানে পরমানন্দ রঙ্গে । চোরের আছিল চিত্ত এই অবসরে। আজি চুরি করিয়াঙ প্রতি ঘরে ঘরে । সেহে চোর পাসরিল