পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । >© ~ পঞ্চবিংশতি অধ্যায় ॥ سيمجهوهاجمه জয়২ সৰ্ব্ব লোকনাথ গৌরচন্দ্র। জয় বেদ ধৰ্ম্ম বিপ্রন্যাসির মহেন্দ্র ৷ জয় শচী গৰ্ত্তরত্ন কারুণ্য সাগর। জয়২ নিত্যানন্দ জয় বিশ্বম্ভর । ভক্তগোষ্ঠী সহিত গো রাঙ্গ জয় জয় । শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় ॥ মধ্যখণ্ড কথা ভক্তি রসের নিধান। নবদ্বীপে যে ক্রীড়া করিলা সৰ্ব্বপ্রাণ ॥ নিরবধি করে প্রভু হরি সংকীৰ্ত্তন আপন ঐশ্বৰ্য্য প্রকাশয়ে সৰ্ব্বক্ষণ ॥ নৃত্য করে মহাপ্রভু নিজ নামাবেশে। হুঙ্কার করিয়া মহা অট্ট২ হাসে ॥ প্রেমরসে নিরবধি গড়াগড়ী যায় । ব্রহ্মার বন্দিত অঙ্গ পুর্ণিত ধূলায়। প্রভুর আনন্দে আবেশের নাহি অন্ত। নয়ন ভরিয়া দেখে সব ভাগ্যবন্ত ॥ বাহ হৈলে বৈসে সব ভাগবত লঞা। কোন দিন গঙ্গাজলে বিহরয়ে গিয় ॥ কোন দিন মৃত্য করি বসেন অঙ্গনে। ঘরে স্নান করায়েন সৰ্ব্ব ভক্ত গণে ॥ যতক্ষণ প্রভুর আনন্দ মৃত্য হয়। ততক্ষণ দুঃখী পুণ্যবতী জলবয় ॥ ক্ষণেকে দেখিয়া নৃত্য সজলনয়নে। পুনঃপুন গঙ্গাজল বহি২ আনে ॥ সারি করি চতুর্দিগে এডে কুম্ভগণ। দেখিয়া সন্তোষ বড় শ্ৰীশচী নন্দন ॥ ঐবাসের স্থানে প্রভু জিজ্ঞাসে আপনে। প্রতি দিন গঙ্গাজল আনে কোন জনে শ্ৰীবাস বলয়ে প্রভু দুঃখী বহি আনে । প্রভু বোলে মুখী করি বল সৰ্ব্বজনে ॥ এজনের দুঃখী নাম কভো যোগ্য নহে। সৰ্ব্বকাল সুখী করি মোর চিত্তে লয়ে । এতেক কারুণ্য শুনি প্রভুর ক্রমুখে। কান্দিতে লাগিল। ভক্তগণ প্রেমমুখে ৷ সভে মুখী বলিলেন প্রভুর আজ্ঞায়। দাসী বুদ্ধি শ্ৰীবাস না করে সর্বথায়। প্রেম যোগে সেবা করিলে সে ক্লষ্ণ পাই। মাথা মণ্ডাইলে যম দণ্ড না এড়াই। কুলে ৰূপে ধনে বা বিদ্যায় কিছু নহে। প্রেম যোগে ভজিলে সে ক্লষ্ণ তুষ্ট হয়ে যতেক কহেন তত্ব বেদে ভাগবতে। সব দেখায়েন গেীর সুন্দর সাক্ষাতে ॥ দাসী হইয়ে প্রসাদ দুঃখী রে হইল। বৃথা অভিমানী সব তাহ না দেখিল ॥ কি কহিব শ্ৰীবাসের ভাগ্যের মহিমা । যার দাস দাসীর ভাগ্যের নাহি সীমা ৷ এক দিন নাচে প্রভু শ্ৰীবাস মন্দিরে । সুখেতে শ্ৰীবাস আদি সংকীৰ্ত্তন করে । দৈবে ব্যাধি যোগে গৃহে ঐবাস নন্দন। পরলোক হইলেন দেখে নারীগণ ॥ আনন্দে করেন নৃত্য শ্ৰীশচী নন্দন ৷ আচম্বিতে শ্ৰীবাস গৃহে উঠিল ক্ৰন্দন ॥ সত্বরে আইলা গৃহে পণ্ডিত শ্ৰীবাস দেখে পুত্র হইয়াছে পরলোক বাস ॥ পরম গম্ভীর ভক্ত মহা তত্বজ্ঞানী। স্ত্রী গণেরে প্রবোধিতে লাগিল! আপনি ॥ তোমরাত সব জান কৃষ্ণের মহিমা । সম্বর ক্ৰন্দন সভে চিত্তে কর ক্ষমা ৷ অন্তকালে সরুত শুনিলে যার নাম । অতি न