পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত >? ఇ দেখেন অতি অপূৰ্ব্ব সমস্ত ॥ হেম স্তম্ভ প্রায় হস্ত দীর্ঘ সুবলন। পরিপূর্ণ দেখে তহি রত্ন আভরণ। ত্ররত্ন মুদ্রিক যত অঙ্গলীর মূলে। ন জানি কি কোটি স্বৰ্য্য চন্দ্রমণি জ্বলে । জাব্রহ্ম পৰ্য্যস্ত সব দেখে জ্যোতিৰ্ম্ময়। হস্ত দেখি পরানন্দ হইল বিজয় ৷ বিজয় উদৰোগ মাত্র করিলা ডাকিতে। শ্ৰীহস্ত দিলেন প্রভু তাহার মুখেতে ॥ প্রভু বোলে যত দিন মুঞি থাকো এথা । তাবৎ কাহারে পাছে কহ এই কথা। এত বলি হাসে প্রভু বিজয় চাহিয়া । বিজয় উঠিলা মহা হুঙ্কার করিয়া ॥ বিজয়ের হুঙ্কারে উঠিলা ভক্তগণ ॥ ধরেণ বিজয় কভো না যায় ধরণ কথোক্ষণ উন্মাদ করিয়া মহাশয় । শেষে হৈলা পরানন্দ মুচ্ছিত তন্ময় ॥ ভক্ত সৰ বুঝিলেন বিভব দর্শন। সৰ্ব্বগণে লাগিলেন করিতে ক্ৰন্দন ॥ সবারে জি জ্ঞাসে প্রভু কি বোল ইহার। আচম্বিতে বিজয়ের বড়ত হুঙ্কার। প্ৰভু বোলে জানিলাম গঙ্গার প্রভাব। বিজয়ের বিশেষে গঙ্গায় অনুরাগ ॥ নহে শুক্লাম্বর গৃহে দেব অধিষ্ঠান। কিবা দেখিলেন ইহা কৃষ্ণ সে প্রমাণ ॥ এত বলি বিজয়ের অঙ্গে দিয়া হস্ত। চেতন করিল হাসে বৈষ্ণব সমস্ত ॥ উঠিয়াও বিজয় হইল জড় প্রায় । সপ্ত দিন ভ্ৰমিলেন সৰ্ব্ব নদীয়ায় ॥ না অহার না নিদ্রা বৃহতি দেহ ধৰ্ম্ম । ভ্ৰমেণ বিজয় কেহ নাহি জানে মৰ্ম্ম ॥ কথে দিনে বাহ চেষ্টা জানিল। বিজয়। শুক্লাম্বর গৃহে সব হেন রঙ্গ হয় ৷ শুক্লাম্বর ভাগ্য বলিবার শক্তি কার। গৌরচন্দ্র অন্ন পরিগ্রহ কৈল যার ॥ এইমত ভাগ্যবন্ত শুক্লাস্কর ঘরে গোষ্ঠীর সহিত গেীর সুন্দর বিহরে ৷ বিজয়েরে কৃপা শুক্লাস্বরান্ন ভোজন। ইহার শ্রবণে মাত্র মিলে ভক্তি ধন ॥ হেন মতে নবদ্বীপে শ্ৰীগৌরসুন্দর । সৰ্ব্ব দেব বন্দ্য লীলা করে নিরন্তর ॥ এইমত প্রতি বৈষ্ণবের ঘরে২ | প্রতি দিন নিত্যানন্দ সংহতি বিহরে ॥ নিরবধি প্রেমরসে শরীর বিহ্বল। ভার নাম যত তাহি প্রকাশে সকল । মৎস্ত কুৰ্ম্ম নরসিংহ বরাহ বামন। রঘুসিংহ বৌদ্ধ কলিক ঐনন্দ নন্দন এই মত যতেক অবতার সকল । সব ৰূপ হয় প্রভু করি ভাব ছল ৷ এসকল ভাব হই লুকায়ে তখনে। সবে না ঘুচিল রামভাব চিরদিনে ॥ মহামত্ত হৈলা প্রভু হলধর ভাবে । মদ আন মদ আন মহা উচ্চ ডাকে ৷ নিত্যানন্দ জানেন প্রভুর সমীহিত । ঘট ভরি গঙ্গাজল দিলা সাবহিত । হেন সে হুঙ্কার করে হেন সে গৰ্জ্জন। নৰদ্বীপ আদি করি কাপে ত্রিভুবন ॥ হেন সে করেন মহা তাণ্ডব প্রচণ্ড । পৃথিবীতে পড়িতে পৃথিবী হয় খণ্ড। টলমল করে ভূমি ব্ৰহ্মাণ্ড সহিতে। ভয় পায় ভক্ত সব সে নৃত্য দেখিতে। বলরাম বর্ণন গায়েন সব গীত শুনিয়া হয়েন প্রভু আনন্দে মুচ্ছিত । আৰ্জ্জ তজ্জ পড়েন পরম মত্ত প্রায় দুলিয়াং সব অঙ্গনে বেড়ায়। কি সৌন্দৰ্য প্রকাশ হইল রাম ভাবে। দেখিতেই কারো আৰ্ত্তি নাহি ভাঙ্গে ॥ অতি অনিৰ্ব্বচনীয় দেখি মুখচন্দ্র । ঘন ঘন ডাকে